কাওয়াসাকি ঈদ অফার – ২০,০০০টাকা ক্যাশ রিবেট এবং ফ্রী রেজিস্ট্রেশন!
This page was last updated on 14-Jul-2024 10:46pm , By Ashik Mahmud Bangla
ঈদ উল ফিতর খুব কাছাকাছি চলে আসছে, আর এই সময়ে অনেক মোটরসাইকেল কোম্পানি তাদের মোটরসাইকেলের উপর নিয়ে আসছে অনেক ধরনের অফার। সর্বশেষ এই দলে যুক্ত হয়েছে অন্যতম জাপানিজ মোটরসাইকেল ব্র্যান্ড কাওয়াসাকি। কাওয়াসাকি ঈদ অফার এ নিয়ে এসেছে ২০,০০০/- টাকার ক্যাশ রিবেশ এবং ফ্রী রেজিস্ট্রেশন অফার।
কাওয়াসাকি ঈদ অফার - ক্যাশ রিবেট ও ফ্রী রেজিস্ট্রেশন
এই রমজান মাস ও ঈদ উল ফিতর উপলক্ষ্যে কাওয়াসাকি নিয়ে এসেছে ২০,০০০/- টাকার ক্যাশ রিবেটসহ ২ বছরের জন্য ফ্রী রেজিস্ট্রেশন অফার। এই অফারটি Kawasaki KLX 150, D Tracker 150, এবং Kawasaki Z125 এর জন্য প্রযোজ্য হবে। এই অ অফারটি কাওয়াসাকির ফ্ল্যাগশিপ শোরুম ও তেজগাও শোরুম থেকে নেয়া যাবে এবং অফারটি ঈদ উল ফিতর পর্যন্ত থাকবে।
Model | Price (BDT) | Cash Rebate (BDT) | Free Registration |
---|---|---|---|
Kawasaki KLX 150BF | 3,30,000 | 20,000 | 2 Years Free Registration |
Kawasaki D Tracker | 3,30,000 | 20,000 | 2 Years Free Registration |
Kawasaki Z125 | 4,69,000 | 20,000 | 2 Years Free Registration |
কাওয়াসাকি তাদের অফ রোড মোটরসাইকেল এবং স্ট্রীট স্পোর্টস মোটরসাইকেলের জন্য পৃথিবীতে জনপ্রিয়। বাংলাদেশে কাওয়াসাকির প্রতিটি সেগমেন্টের মোটরসাইকেল রয়েছে - ডুয়েল স্পোর্টস থেকে অফ রোড, স্পোর্ট থেকে মিনি কমিউটার সব ধরনের মোটরসাইকেল রয়েছে। কাওয়াসাকির সবচেয়ে জনপ্রিয় সিরিজ হচ্ছে নিনজা এবং জেড সিরিজ, যা নিনজা এর নেকড ভার্সন। Kawasaki Z125 হচ্ছে ১২৫সিসি সেগমেন্টের নেকেড স্পোর্টস বাইক, যাতে Kawasaki Ninja 125 এর ইঞ্জিন, চেসিস, ব্রেকিং সাসপেনশন সব কিছুই এক রকম রাখা হয়েছে। বাইকটির ইঞ্জিন থেকে 14.7 bhp এবং 11.7 NM of torque উৎপন্ন হয়। এর পাওয়ার ট্রান্সমিশনের জন্য ৬ স্পিড গিয়ার এবং ব্রেকিং এর জন্য ডুয়েল চ্যানেল এবিএস দেয়া হয়েছ। বর্তমানে Kawasaki KLX 150 BF বাংলাদেশের মার্কেটে জনপ্রিয় ডুয়েল পারপাস মোটরসাইকেল। বাইকটির চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেক পুরোপুরি অফ-রোডের বৈশিষ্ট্য ধরে রেখেছে। বাইকটিতে দেয়া হয়েছে ১৪৪ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন, যা থেকে 12 bhp power and 11.3 Nm of torque উৎপন্ন হয়। এর হুইল কম্বিনেশনটা খুবই ইউনিক। মানে এর কম্বিনেশন হচ্ছে সামনের দিকে ২১ ইঞ্চির হুইল স্পোক এবং রেয়ারে হচ্ছে ১৮ ইঞ্চির হুইল স্পোক। আমরা বাইকটি স্টেট রাইড করেছি, বিস্তারিত জানার জন্য টিম বাইকবিডি Kawasaki KLX 150 BF টেস্ট রাইড রিভিউটি পড়তে পারেন।
Click Here For Kawasaki KLX 150BF Test Ride Review
রমজান মাসটি মুসলিম বা নন মুসলিম সবার কাছে প্রিয় এর উৎসব মুখরতার কারনে। আর এই মাসের পরে আসে সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। আশা করি যারা এই সিজনে কাওয়াসাকি মোটরসাইকেল ক্রয় করতে চান তাদের জন্য এই ক্যাশ রিবেট ও ফ্রী রেজিস্ট্রেশন অফারটি কাজে লাগবে। ধন্যবাদ।