কম্প্রিহেনসিভ ইন্সুরেন্স কি ? কি কি থাকে এই ইন্সুরেন্সে ? বিস্তারিত
This page was last updated on 16-Jul-2024 04:23am , By Raihan Opu Bangla
কম্প্রিহেনসিভ ইন্সুরেন্স কি ? এই ইন্সুরেন্সের সুবিধা কি কি ? এই নিয়ে আমরা বাইকাররা অনেকেই জানি না। আমরা যারা বাইক ব্যবহার করে থাকি তারা সবাই থার্ড পার্টি ইন্সুরেন্স করায় নিজেদের বাইকের জন্য। কারন Third Party Insurance এর খরচ কম, কিন্তু আপনি যদি কম্প্রিহেনসিভ ইন্সুরেন্স (First Party Insurance) করে থাকেন তাহলে আপনি এই ইন্সুরেন্স থেকে অনেক সুবিধা পাবেন।
কম্প্রিহেনসিভ ইন্সুরেন্স কি ? (First Party Insurance)
First Party Insurance বা কম্প্রিহেনসিভ ইন্সুরেন্সে গাড়ির মালিককে ক্ষতিপূরণ দিয়ে থাকে বিমা কোম্পানি। এই পলিসির আওতায় কোন গাড়ি যদি দুর্ঘটনার কবলে পড়ে থাকে, তাহলে ওই গাড়ি অথবা গাড়ির মালিককে ক্ষতিপূরণ দিয়ে থাকে ইনস্যুরেন্স কোম্পানিগুলো। এছাড়া যেকোন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গাড়ির ক্ষতি হলে গাড়িতে যদি কম্প্রিহেনসিভ ইন্সুরেন্স করা থাকে তাহলে গাড়ির ক্ষতির জন্য গাড়ির মালিককে ক্ষতিপূরণ দেয়া হয়ে থাকে। এই ইন্সুরেন্স পলিসির প্রিমিয়াম রেট তুলনামূলক বেশি।
কম্প্রিহেনসিভ ইন্সুরেন্স করার আগে যে বিয়য়গুলো নিশ্চিত করবেনঃ
১- অন্যের সম্পদের ক্ষতিপূরণ দিবে কি / নাঃ এই ইন্সুরেন্স করার আগে ভালোভাবে জেনে নিন, আপনার গাড়ি যদি অন্য কোন ব্যক্তির ক্ষতিসাধন করে থাকে তাহলে তার ক্ষতিপূরণ বীমা কোম্পানি আপনাকে দিবে নাকি।
২- আঘাত বা মৃত্যুর জরিমানাঃ ইনস্যুরেন্স পলিসি কেনার আগে ভালভাবে নিশ্চিত হয়ে নিন, আপনার গাড়ি কর্তৃক কারো মৃত্যু হলে বা কেউ আহত হলে সেটার দায়ভার নিয়ে কোন ক্ষতিপূরণ বীমা কোম্পানি দিবে কিনা।
৩- অন্যান্য ক্ষতিপূরণঃ আপনি ইন্সুরেন্স করার আগে এটা নিশ্চিত হয়ে নিন, গাড়ি চুরি, গাড়ি ভাঙচুর, আগুন, ঝড় জলোচ্ছ্বাস বা প্রাকৃতিক দুর্যোগে গাড়ির কোন ক্ষতি হলে বীমা কোম্পানি কোন শর্তে বিমা পলিসি দিচ্ছে আপনাকে।
কম্প্রিহেনসিভ ইন্সুরেন্স পলিসি কি কি কভার করে?
নিম্নলিখিত কারনে যদি আপনার যান ক্ষতিগ্রস্থ হয়ে থাকে তাহলে ইন্সুরেন্স কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দিবে,
- সন্ত্রাসী কর্মকাণ্ড
- ভূমিধ্বস
- রেল, সড়ক, অন্তর্দেশীয় জলপথ, লিফট বা এলিভেটরে সফরকালে দুর্ঘটনা
- বিদ্বেষপরায়ণ কর্মকাণ্ড
- ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, শিলাবৃষ্টি প্লাবন
- চুরি/ডাকাতি
- গ্নিকান্ড, বজ্রপাত, বিস্ফোরণ
- কোন রকম দাঙ্গা, ফ্যাসাদ
- ভূমিকম্প
First Party Insurance করার আগে অবশ্যই ইন্সুরেন্স কোম্পানি থেকে জেনে নিবেন আপনার ইন্সুরেন্স কোম্পানি আপনাকে কি কি ক্ষতিপূরণ দিবে।
যে সব কারনে আপনি ক্ষতিপূরণ পাবেন নাঃ
- নেশাজাত দ্রব্যের প্রভাবে কোন ক্ষতি হলে
- বৈদ্যুতিক বা যান্ত্রিক কোন বিপর্যয় হলে
- বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় কোন জরিমানা হলে
- ভৌগোলিক সীমানার বাইরে কোন দুর্ঘটনা ঘটলে
- বেআইনি কাজ করতে গিয়ে কোন ক্ষতি হলে
সরকারি সংস্থা সাধারণ বীমা করপোরেশনের বাইরে মোট ৪৫টি বেসরকারি সাধারণ বিমা (নন-লাইফ) কোম্পানি রয়েছে দেশে। এগুলোতেই মোটরসাইকেল বা গাড়ি বিমা হয়ে থাকে।
কৃতজ্ঞতাঃ প্রথম আলো, bimabd.com