এসিআই মোটরস এর সাথে ইয়ামাহা এর ৫ম বর্ষপূর্তি উদযাপন!

This page was last updated on 29-Jul-2024 11:32pm , By Raihan Opu Bangla

ইয়ামাহা বাংলাদেশ এসিআই মোটরস এর সাথে তাদের ৫ম বর্ষপূর্তি উদযাপন করেছে। এই পাঁচ বছরে ইয়ামাহা ও এসিআই মোটরস অনেক গুলো অর্জন যুক্ত হয়েছে। সেই সাথে এসিআই মোটরস এর সাফল্য অন্য যেকোন আমদানী কারক বা ডিস্ট্রিবিউটরদের চেয়ে অনেক বেশি। ৫ম বর্ষপূর্তি উদযাপন উদ্বোধন করে মিস্টার সুব্রত রঞ্জন দাস, এক্সিকিউটিভ ডিরেক্ট, এসিআই মোটরস। সেই সময় এই অনুষ্ঠানে মোটরসাইকেল প্রেমী ও ইয়ামাহার অনেক কাস্টোমাররা উপস্থিত ছিলেন। এছাড়া অনেক বাইকার ও বাইক প্রেমী এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করেন।

এসিআই মোটরস এর সাথে ইয়ামাহা এর ৫ম বর্ষপূর্তি উদযাপন!

এসিআই মোটরস এর সাথে ইয়ামাহা এর ৫ম বর্ষপূর্তি উদযাপন!

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার (আইসিসিবি) তে এই ইভেন্টটি আয়োজন করা হয়। এই ইভেন্টে বাইকারদের জন্য ছিল কেক কাটিং, বাইকাদের অনুভূতি ব্যক্ত করা, ডিজে শো সহ আরও অনেক বিনোদনমুলক ব্যবস্থা। ইয়ামাহা শুধু কোন নাম নয় বা ব্র্যান্ড নয়, এটি একটি আবেগ ও অনুভূতি। ইয়ামাহা সব ধরনের ও সেগমেন্টের রাইডারদের জন্য বাইক তৈরি করে থাকে। আর এর কারণেই হয়ত তাদের স্লোগান হচ্ছে Revs your Heart। ২০১৬ সালে এসিআই মোটরস বাংলাদেশের মার্কেটে ইয়ামাহা মোটরসাইকেল এর একমাত্র পরিবেশক হিসেবে যাত্রা শুধু করে। এরপর থেকেই ইয়ামাহা অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করে। এছাড়া এসিআই মোটরস শুরুতেই ইয়ামাহা এর জনপ্রিয় বাইক Yamaha Fazer FI, Yamaha YZF R15, এবং FZS FI বাংলাদেশে নিয়ে আসে, যা বর্তমানে অনেক জনপ্রিয়।

এসিআই মোটরস এর সাথে ইয়ামাহা এর ৫ম বর্ষপূর্তি উদযাপন!

২০১৮ সালে এসিআই মোটরস এর সাথে ইয়ামাহা টেঁকনিক্যাল কোলাবরেশন করে এবং সিকেড বাইক তৈরি শুরু করে ও সেই সাথে তারা বাইক ম্যানুফ্যাকচারিংও করা শুরু করা হবে। এসিআই হচ্ছে প্রথম এমন কোম্পানি যারা ইয়ামাহা এর কাছ থেকে বাইক তৈরির লাইসেন্স পেয়েছে। যদিও এই ৫ বছর কোন সহজ কাজ ছিল না তবে এসিআই ও ইয়ামাহা তাদের সর্ব্বোচ্চ করেছে। তারা বাইকারদের জন্য অনেক ইভেন্ট ও প্রোগ্রাম করেছে। এদের মধ্যে ২০১৭ সালে ঢাকা বাইক কার্নিভাল অন্যতম যা ওই বছরের অন্যতম বড় ইভেন্ট গুলোর মধ্যে একটি। শুধু মাত্র যে বাইক কার্নিভাল তা নয়, ইয়ামাহা বাইকারদের লাইফ স্টাইল নিয়েও অনেক বেশি কাজ করে থাকে। ইয়ামাহা পুরো বাংলাদেশ জুড়ে আয়োজন করেছিল রাইডিং ফিয়েস্তা। এদের মধ্যে ২০১৯ সালে আয়োজিত কক্স-বাজার রাইডিং ফিয়েস্তা সবচেয়ে বড় আয়োজন ছিল। দেশের ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে বাইকাররা এতে অংশগ্রহন করেছিল।

এসিআই মোটরস এর সাথে ইয়ামাহা এর ৫ম বর্ষপূর্তি উদযাপন!

৫ম বর্ষপূর্তি বাংলাদেশের প্রতিটি ইয়ামাহার শোরুম ও ফ্যান ক্লাবে পালিত হয়েছে। আমরা আশা করব যে ইয়ামাহা এসিআই এর সাথে তাদের যাত্রা অব্যাহত রাখবে এবং বাইকারদের জন্য অনেক বেশি ইভেন্ট ও প্রোগ্রামের আয়োজন করবে। ৫ম বর্ষপূর্তিতে ইয়ামাহা এবং এসিআই কে বাইকবিডির পক্ষ থেকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Luyuan MTB

Luyuan MTB

Price: 0.00

Luyuan MYC

Luyuan MYC

Price: 0.00

Luyuan MQN7

Luyuan MQN7

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Upcoming Bikes