এসিআই মোটরস বাইকবিডিকে টেস্ট রাইডের জন্য একটি Yamaha R15s দিয়েছেন

This page was last updated on 18-Aug-2024 01:06pm , By Shuvo Bangla

এসিআই মোটরস লিমিটেড বাইকবিডিকে টেস্ট রাইড রিভিউ করার জন্য সম্পূর্ন নতুন একটি Yamaha R15S বাইক দিয়েছেন। তেজগাঁ এর ইয়ামাহা ক্যাফে এর সামনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে টীম বাইকবিডির হাতে Yamaha R15S স্পার্ক গ্রীন এডিশন এর চাবি তুলে দেন এসিআই মোটরস এর চীফ বিজনেস অফিসার জনাব সুব্রত রঞ্জন দাস।

 

aci-motors-and-team-bikebd

এসিআই মোটরস এর পক্ষ থেকে এই অনুষ্ঠানে যারা অংশগ্রহন করেছেন

  • জনাব সুব্রত রঞ্জন দাস : সিবিও
  • জনাব রবিউল হক : মার্কেটিং ম্যানেজার
  • জনাব শিফুল আলম : এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার
  • জনাব সালেহিন ভূইয়া : প্রোডাক্ট এক্সিকিউটিভ
  • মিস টিনা চাকমা : ঢাকা টেরিটোরি ম্যানেজার

esiai-motrs-bakebd

বাইকবিডির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

  • শুভ্র সেন : সিইও এবং চীফ এডিটর
  • আসাদ ইকবাল : ওয়েবসাইট ম্যানেজার
  • ওয়াসিফ আনোয়ার : এডিটর এবং টেস্ট রাইডার
  • আহমেদ স্বজন : এসিস্ট্যান্ট এডিটর

yamaha-bike-in-bangladesh-2017

 

এই প্রথমবারের মতো বাইকবিডি অফিশিয়ালি ইয়ামাহা মোটরসাইকেল এর সাথে কাজ করবে। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। বেশ কিছুদিন পূর্বে হোন্ডা বাংলাদেশ বাইকবিডিকে টেস্ট রাইড রিভিউ এর জন্য একটি সম্পূর্ন নতুন হোন্ডা ওয়েভ আলফা বাইক দিয়েছিলেন, এবং ইয়ামাহা আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের পোর্টফোলিওতে আরো একটি বড় নাম যুক্ত হলো, যা আমাদের জন্য অত্যান্ত সম্মানের একটি বিষয়। Yamaha R15s এ ইয়ামাহা আর১৫ ভিটূ এর মতো একই ইঞ্জিন রয়েছে, তবে এতে শক্তি সামান্য কমিয়ে দেয়া হয়েছে। Yamaha R15s এর ইঞ্জিন ১৬.৪ ব্রেক হর্সপাওয়ার উতপন্ন করে, যা ভিটূ এর থেকে প্রায় ০.৪ বিএইচপি কম। তবে, এর টর্ক Yamaha R15 V2 এর সমান। বাইকটির ওজন এর জমজ ভাই এর চাইতে ২ কিলোগ্রাম কম এবং বাইকটি ৯০ মিলিমিটার বেশি লম্বা। 

 

MITER

বাইকটিতে ইউনিবডি সীট রয়েছে যেটা রাইডার এবং পাইলিয়ন , উভয়ের জন্যই আরামদায়ক। এছাড়াও বাইকটির পেছনে গ্র্যাবরেইল রয়েছে যা পাইলিয়নের আরামদায়ক রাইড নিশ্চিত করে। বাইকটির গ্রাফিক্স ডিজাইন এবং সাইড বডি কিট এর ডিজাইন Yamaha R15 V2 এর চাইতে সম্পূর্ন আলাদা। 

 

DELTABOX

উপরে বর্নিত পার্থক্যগুলো বাদে বাইকটির বাকি সবকিছু R15 V2 এর মতো । কেবলমাত্র বাইকদুটির বাহ্যিক কিছু পার্থক্য রয়েছে। বেশ কিছুদিন পূর্বেই এসিআই মোটরস বাংলাদেশে সকল ইয়ামাহা মোটরসাইকেল এর মূল্যহ্রাস করেছিলো, এবং Yamaha  R15S এর বর্তমান বিক্রয়মূল্য হচ্ছে ৪,৪০,০০০ টাকা। 

 

yamaha-r15s-backview

এটা আমাদের জন্য বিশাল সম্মানের বিষয় যে এসিআই মোটরস বাইকবিডিকে টেস্ট রাইড রিভিউ করার জন্য একটি Yamaha R15S দিয়েছেন। এটা আমাদেরকে বাইকটিকে সম্পূর্ন বুঝতে সাহায্য করবে এবং আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বাইকটির পারফর্মেন্স সকলের কাছে তুলে ধরতে পারবো। 

team-bikebd-with-yamaha-r15s

Yamaha R15S এর স্পেসিফিকেশন

ইঞ্জিন ইঞ্জিন টাইপঃ                লিকুইড কুলড, ফোর স্ট্রোক, SOHC ডিসপ্লেসমেন্টঃ              ১৪৯ সিসি ম্যাক্স পাওয়ারঃ             ১৬.৪ বিএইচপি @ ৮,৫০০ আরপিএম ম্যাক্স টর্কঃ                    ১৫ এনএম  @ ৭,৫০০ আরপিএম স্টার্টিং মেথডঃ                ইলেকট্রিক স্টার্ট লুব্রিকেশন টাইপঃ           ওয়েট সাম্প ফুয়েল ট্যাংক ক্যাপাসিটিঃ   ১২ লিটার ফুয়েল সাপ্লাই সিস্টেমঃ    ফুয়েল ইনজেকশন ক্লাচ টাইপঃ                    ওয়েট, মাল্টিপ্লেট ডিস্ক ট্রান্সমিশন টাইপঃ          কনস্টয়ান্ট মেশ, ৬ স্পীড ব্যাটারীঃ                      ১২ভি, ৪.০ এএইচ (১০ এইচ) সীলড টাইপ   ডাইমেনশন ওভারঅল লেন্থঃ      ২০৬০ এমএম ওভারঅল ওয়াইডথঃ      ৬৭০এমএম ওভারঅল হাইটঃ      ১০৭০ এমএম সীট হাইটঃ              ৮০০ এমএম হুইলবেজঃ                ১৩৪৫ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্সঃ     ১৬০ এমএম কার্ব ওয়েইটঃ           ১৩৪ কেজি   চ্যাসিস ফ্রেম টাইপঃ                 ডেলটা বক্স ফ্রন্ট টায়ারঃ               ৯০/৮০-১৭ রিয়ার টায়ারঃ           ১৩০/৭০-১৭ ব্রেক টাইপঃ                সিঙ্গেল ডিস্ক (ফ্রন্ট/রিয়ার) ফ্রন্ট সাসপেনশনঃ       টেলিস্কোপিক ফর্ক রিয়রার সাসপেনশনঃ   মনোশক হেডলাইটঃ                  ১২ভি, ৩৫ ডব্লিউ / ৩৫ ডব্লিউ x ২

Yamaha R15s এর সর্বশেষ মূল্য জানতে এখানে ক্লিক করুন

বাংলাদেশে ইয়ামাহা এর সকল শোরুম এড্রেস এবং ডিলার লিস্ট

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Upcoming Bikes