ইয়োংলি ব্রেক প্যাড নিয়ে ৫ হাজার কিলোমিটার ইউজার রিভিউ - সানন্দ
This page was last updated on 05-Jan-2025 02:26pm , By Shuvo Bangla
আমি সানন্দ হক । অনেক দিন ধরে আমার লিফান কেপিয়ার বাইকটায় ইয়োংলির ব্রেক প্যাড ব্যবহার করছি । তবে যখন আমি ইয়োংলি ব্যবহার করা শুরু করি তার আগে এ ব্যাপারে আমি কিছুই জানতাম না কিন্তু যখন ইনেস্টল করে ফেসবুকে পোস্ট দিলাম তখন দেখলাম অনেকে অনেক মন্তব্য করছে কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে , পোস্ট এর কমেন্ট গুলো পরে সিদ্ধান্ত নিলাম আমি এই ব্রেক প্যাড টা লং টাইম ব্যবহার করবো । আর লং টাইম ব্যবহার করে এর রাইডিং অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করবো।
আমি ইয়োংলি ব্রেক প্যাড ইনেস্টল করার পরে প্রায় ৫ হাজার কিলোমিটার রাইড করেছি । আর আমার মনে হচ্ছে এখন আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করার সময় চলে এসেছে ।
শুরুতে ইয়োংলি ব্রেক প্যাড এর ভালো দিক -
- ব্রেক বাইট অনেক ভালো
- ব্রেক রেসপন্স অনেক ফাস্ট
- হিট অবস্থায় ব্রেক অনেক ভালো কাজ করে
- বৃষ্টির মধ্যে ব্রেক রেসপন্স অনেক ভালো ছিল
- বাইকের চাকা স্কিড করা আগের থেকে অনেকটা কমে গিয়েছে
- স্টক ব্রেকের থেকে এর থামার ডিস্টেন্স অনেক কম
ইয়োংলি ব্রেক প্যাড এর কিছু খারাপ দিক -
- ব্রেকপ্যাড থেকে কিছুটা শব্দ আসে যা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তবে আমি মাঝে মাঝে Flamingo ব্রেক ক্লিনার ব্যবহার করি যার কারনে শব্দ অনেকটা কমে যায় ।
- ডিস্ক ক্ষয় হওয়ার ইস্যু আছে তবে আমি বলবো ব্রেক বাইট যেখানে ভালো সেখানে ডিস্ক তো একটু বেশি ক্ষয় হবেই ।
Yongli ব্রেক প্যাড ব্যবহারের মাধ্যমে আমি আগের থেকে অনেক বেশি কনফিডেন্স পাচ্ছি ব্রেক বাইটে , যদি Yongli ভবিষ্যতে ব্রেক নয়েজ ও ডিস্ক ক্ষয় নিয়ে কিছুটা কাজ করে আরো ভালো সারা ফেলবে বলে আমি মনে করি ।
লিখেছেনঃ সানন্দ হক