ইয়োংলি ব্রেক প্যাড নিয়ে ৫ হাজার কিলোমিটার ইউজার রিভিউ - সানন্দ

This page was last updated on 05-Jan-2025 02:26pm , By Shuvo Bangla

আমি সানন্দ হক । অনেক দিন ধরে আমার লিফান কেপিয়ার বাইকটায় ইয়োংলির ব্রেক প্যাড ব্যবহার করছি । তবে যখন আমি ইয়োংলি ব্যবহার করা শুরু করি তার আগে এ ব্যাপারে আমি কিছুই জানতাম না কিন্তু যখন ইনেস্টল করে ফেসবুকে পোস্ট দিলাম তখন দেখলাম অনেকে অনেক মন্তব্য করছে কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে , পোস্ট এর কমেন্ট গুলো পরে সিদ্ধান্ত নিলাম আমি এই ব্রেক প্যাড টা লং টাইম ব্যবহার করবো । আর লং টাইম ব্যবহার করে এর রাইডিং অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করবো। 

আমি ইয়োংলি ব্রেক প্যাড ইনেস্টল করার পরে প্রায় ৫ হাজার কিলোমিটার রাইড করেছি । আর আমার মনে হচ্ছে এখন আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করার সময় চলে এসেছে । 

শুরুতে ইয়োংলি ব্রেক প্যাড এর ভালো দিক -

  • ব্রেক বাইট অনেক ভালো 
  • ব্রেক রেসপন্স অনেক ফাস্ট 
  • হিট অবস্থায় ব্রেক অনেক ভালো কাজ করে 
  • বৃষ্টির মধ্যে ব্রেক রেসপন্স অনেক ভালো ছিল 
  • বাইকের চাকা স্কিড করা আগের থেকে অনেকটা কমে গিয়েছে 
  • স্টক ব্রেকের থেকে এর থামার ডিস্টেন্স অনেক কম

ইয়োংলি ব্রেক প্যাড এর কিছু খারাপ দিক -

  • ব্রেকপ্যাড থেকে কিছুটা শব্দ আসে যা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তবে আমি মাঝে মাঝে Flamingo ব্রেক ক্লিনার ব্যবহার করি যার কারনে  শব্দ অনেকটা কমে যায় ।
  • ডিস্ক ক্ষয় হওয়ার ইস্যু আছে তবে আমি বলবো ব্রেক বাইট যেখানে ভালো সেখানে ডিস্ক তো একটু বেশি ক্ষয় হবেই ।

Yongli ব্রেক প্যাড ব্যবহারের মাধ্যমে আমি আগের থেকে অনেক বেশি কনফিডেন্স পাচ্ছি ব্রেক বাইটে  , যদি Yongli ভবিষ্যতে ব্রেক নয়েজ ও ডিস্ক ক্ষয় নিয়ে কিছুটা কাজ করে আরো ভালো সারা ফেলবে বলে আমি মনে করি ।

লিখেছেনঃ সানন্দ হক

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।