ইয়ামাহা রেভ আপ ফর ২০২৫ ক্যাশব্যাক অফার

This page was last updated on 01-Jan-2025 03:55pm , By Raihan Opu Bangla

নতুন বছরের শুরুতে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার। নতুন এই বছরে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ নিয়ে এসেছে “ইয়ামাহা রেভ আপ ফর ২০২৫ ক্যাশব্যাক অফার”

ইয়ামাহা রেভ আপ ফর ২০২৫ ক্যাশব্যাক অফার 

ইয়ামাহা রেভ আপ ফর ২০২৫ ক্যাশব্যাক অফার

বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেড। গত বছর ইয়ামাহা এবং এসিআই মোটরস তাদের এক সাথে চলার ৮ম বর্ষপূর্তি পালন করেছে। 

Also Read: Motorcycle Price In Bangladesh

এই বছরের শুরুতেই ইয়ামাহা তাদের কাস্টোমার এবং ইয়ামাহা লাভারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক ক্যাশব্যাক অফার। এই অফারে ইয়ামাহা তাদের জনপ্রিয় মোটরসাইকেল গুলোতে দিচ্ছে ক্যাশব্যাক।

ইয়ামাহা এর অন্যতম জনপ্রিয় সিরিজ হচ্ছে Yamaha FZS সিরিজ। এই সিরিজের জনপ্রিয় মোটরসাইকেলে ইয়ামাহা দিচ্ছে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া তাদের ১২৫সিসি সেগমেন্টের জনপ্রিয় মডেল Yamaha Saluto 125 এর পুরাতন কালার ভার্সনেও দেয়া হচ্ছে ক্যাশব্যাক। 

ইয়ামাহা নতুন বছর ২০২৫ ক্যাশব্যাক অফার

নতুন বছরের এই অফার সম্পর্কে জানতে ইয়ামাহা মোটরসাইকেল এর শোরুম এ যোগাযোগ করুন। এছাড়া আপনি যদি এই অফারটি গ্রহণ করতে চান এবং নতুন বছর আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি নিয়ে শুরু করতে চান দ্রুত আপনার কাছাকাছি ইয়ামাহা শোরুমে যোগাযোগ করুন। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল খবর, মোটরসাইকেল ব্র্যান্ড, দাম, টিপস সহ নতুন বছরের সকল কিছুর আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।