ইয়ামাহা বিজয় দিবস এক্সচেঞ্জ অফার - ডিসেম্বর ২০২৪
This page was last updated on 03-Jan-2025 11:11am , By Raihan Opu Bangla
বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে এসেছে দারূণ এক অফার। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে সারা মাস ব্যাপি “ইয়ামাহা বিজয় দিবস এক্সচেঞ্জ অফার – ডিসেম্বর ২০২৪”।
ইয়ামাহা বিজয় দিবস এক্সচেঞ্জ অফার - ডিসেম্বর ২০২৪
এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি ইয়ামাহা এবং এসিআই মোটরস তাদের যাত্রা ৮ম বর্ষপূর্তি পালন করেছে।
ইয়ামাহা বাংলাদেশের বিজয়ের মাস উপলক্ষ্যে বাংলাদেশের বাইকারদের জন্য নিয়ে এসেছে এই সারা মাস ব্যাপি এক্সচেঞ্জ অফার। এই অফারে আপনি আপনার পুরাতন মোটরসাইকেলটি এক্সচেঞ্জ বা পরিবর্তন করে নতুন ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। এই অফারের সাথে আরও থাকছে স্পেশাল ডিস্কাউন্ট অফার।
এই অফারে কাস্টোমার তার যেকোন ব্র্যান্ড ও মডেলের পুরাতন মোটরসাইকেল পরিবর্তন করে তার পছন্দের নতুন ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। তবে এখানে কিছুটা শর্ত প্রযোজ্য হবে।
Also Read: বিজয় দিবসে রাঙ্গুনিয়া বাইক লাভার্সের দিনব্যাপী কর্মসূচী
এছাড়া অফারটি গ্রহণ করতে প্রথমে কাস্টোমারকে একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মটি ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজের অফার পোস্টে পাওয়া যাবে। সেখানে আপনাকে আপনার ও আপনার মোটরসাইকেল এর সকল তথ্য প্রদান এবং কোন শোরুম থেকে পরিবর্তন করতে চান তার নির্দিষ্ট করতে হবে।
নির্ধারিত দিনে নির্দিষ্ট শোরুমে গিয়ে আপনাকে আপনার পছন্দের ইয়ামাহা মোটরসাইকেলটির সাথে পুরাতন মোটরসাইকেলটি পরিবর্তন করতে পারবেন। ইয়ামাহা মোটরসাইকেল শোরুম এর সকল শোরুম দেখার জন্য এখানে ক্লিক করুন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর, মোটরসাইকেলের ব্র্যান্ড, দাম, মডেল, টিপস সহ সব জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।