ইয়ামাহা ফুটবল ম্যানিয়া - বিশ্বকাপ ফুটবল ২০১৮
This page was last updated on 11-Jul-2024 03:32am , By Saleh Bangla
এ সি আই মটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের এক মাত্র ডিস্ট্রিবিউটর। এ সি আই স্বনামধন্য কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠানএ সি আই মটরস। বর্তমানে সারা দেশে এর ৪০ টির ও বেশি থ্রিএস ডিলার পয়েন্ট এবং ২ টি এ সি আই ফ্ল্যাগশিপ সেন্টার রয়েছে। প্রতি চার বছর পর আয়োজিত হয় ফুটবল বিশ্বকাপ । তাই ২০১৪ এর পর এবার ২০১৮ তে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ হচ্ছে । ইতিমধ্যে গ্রুপ পর্বের খেলা বেশ জমে উঠেছে । মেসি রোনালদো গ্রিজম্যান মুলার এ রকম তারকারা যেমন মাঠ কাপাচ্ছেন । তেমনি ছোট দল গুলো তাদের খেলা দিয়ে দর্শকদের মন জয় করে নিচ্ছে ।
এছাড়া কিছু অঘটনের জন্মও হয়েছে । তাছাড়া এবার বড় দল গুলো তাদের ফ্যানদের প্রত্যশা পূরনে অনেকখানি ব্যর্থ । অন্যদিকে ফুটবল বিশ্বকাপ কে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ । এই খেলা পুরো বিশ্বকে রেখেছে মাতিয়ে । বাংলাদেশেও এর প্রভাব দেখা যায় প্রতি বছর । মানুষের মাঝে উত্তজেনা বিচরন করে । নিজের প্রিয় দল কে বিশ্বকাপ হাতে দেখতে চায় সবাই । এদিকে ব্রাজিল আর্জেন্টিনার দৈরাত্ব্য তো আছেই । এই দু দল নিয়েই মুলত বিশ্বকাপের অন্যতম আকর্ষন তৈরি হয় । এছাড়া জার্মানী হচ্ছে ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী । স্পেন , ফ্রান্স এবং ইংল্যান্ড ছাড়াও এবারের বিশ্বকাপে অনেক নতুন দল রয়েছে । এই বিশ্বকাপ নিয়ে অনেকেই নানা ধরনের আয়োজন করে থাকে । ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৮কে আরো প্রাণবন্ত করার জন্য ইয়ামাহা তার ফ্যানদের জন্য আয়োজন করেছে ইয়ামাহা ফুটবল ম্যানিয়া। আয়োজনটিকে স্মরণীয় করে রাখার জন্য থাকছে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখার সুযোগ, ফটোবুথ এবং আকর্ষণীয় গেমস।
এই আয়োজন তাসফিয়া গার্ডেন, সি আর বি, চট্টগ্রাম & মোহাম্মদ আলী জিমনেসিয়াম, রিকাবী বাজার, সিলেট এ ২১ ,২২,২৬ ও ২৭ জুন এবং ১০, ১১,১৪ ও ১৫ জুলাই পর্যন্ত চলবে। বিশ্বকাপ উন্মাদনায়, এ সি আই মটরস- ইয়ামাহার এই আয়োজন ইয়ামাহা ফ্যান ও বাইক প্রেমীদের একটি অন্যরকম অভিজ্ঞতা উপহার দেবে। উক্ত অনুষ্ঠানে ইয়ামাহা ফ্যান ও বাইকারদের পাশাপাশি উপস্থিত থাকবে এ সি আই মটরস এর স্থানীয় ডিলার ও কর্মকর্তা-বৃন্দ। বাংলাদেশের ফুটবলের অবস্থান অনেক দূরে । তবুও আমরা ধীরে ধীরে উন্নতি করছি । আস্তে আস্তে আমরাও এগিয়ে যাব । আশা করা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশও বিশ্বকাপে খেলতে পারবে ।