ইয়ামাহা মোটরসাইকেল ঈদ অফার ২০১৮
This page was last updated on 11-Jul-2024 04:20am , By Saleh Bangla
ঈদ উপলক্ষ্যে ইয়ামাহা মোটরসাইকেল এ চলছে আকর্ষনীয় ইয়ামাহা মোটরসাইকেল ঈদ অফার ২০১৮ । এই অফারে থাকছে বিভিন্ন ইয়ামাহা বাইকে নগদ ছাড়, এবং এছাড়াও প্রতিটি বাইকের সাথে ঈদ গিফট হিসেবে থাকছে রেইনকোট।
ইয়ামাহা মোটরসাইকেল ঈদ অফার ২০১৮
মডেল এর নাম | অরিজিনাল প্রাইজ | ক্যাশ ডিসকাউন্ট |
Saluto | ১,৪৬,০০০ | ৪,০০০ টাকা |
Saluto (Special Edition) | ১,৫০,০০০ | ৪,০০০ টাকা |
SZ-RR V2 | ১,৮৫,০০০ | ৫,০০০ টাকা |
SZ –RR V2 (Special Edition) | ১,৯০,০০০ | ৫,০০০ টাকা |
FZS Fi V2 | ২,৪৯,০০০ | ৫,০০০ টাকা |
FZS Fi V2 (Dark Knight) | ২,৫৯,০০০ | ৫,০০০ টাকা |
Fazer Fi | ২,৭১,০০০ | ৫,০০০ টাকা |
এই ক্যাশ ডিসকাউন্ট কেবলমাত্র উপরিউক্ত ছকে উল্লেখিত বাইকের জন্য প্রযোজ্য। তবে হতাশার বিষয় হচ্ছে, ইয়ামাহা আর সিরিজ এবং এফজেডএস ডুয়েল ডিস্ক এডিশনে কোনপ্রকার ক্যাশ ডিসকাউন্ট দেয়া হয়নি।
খুবই সম্প্রতি ইয়ামাহা বাংলাদেশে ইয়ামাহা এফজেডএস এফআই ভিটু ডুয়েল ডিস্ক এডিশন লঞ্চ করেছে। বাইকটির কেবলমাত্র একটিমাত্র রঙ – আরমাডা ব্লু ভার্শন এসেছে বাংলাদেশে, এবং পেছনের ডিস্ক এর জন্য বাইকটির ওজন ১ কিলোগ্রাম বৃদ্ধি পেয়েছে। বাইকটির সামনের ডিস্ক এখন আগের চাইতে বড় এবং এতে নতুন ডিজাইনের ১০ স্পোক এলয় হুইল এবং নতুন রিয়ার ভিউ মিরর ব্যবহার করা হয়েছে। বাইকটির বাকি সবকিছু স্ট্যান্ডার্ড ইয়ামাহা এফজেডএস এফআই ভিটু এর মতো। বাইকটির ডুয়েল ডিস্ক এডিশনের বিক্রয়মূল্য হচ্ছে ২,৬৫,০০০ টাকা।
রমজানের পূর্বেই তারা আরো একটি বাইক বাংলাদেশে লঞ্চ করেছে, যেটি হচ্ছে Yamaha R15 V3. এটা বর্তমানে বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন স্পোর্টস বাইক, এবং খুশির খবর হচ্ছে এসিআই মোটরস বাংলাদেশে বাইকটির ইন্ডিয়ান ভার্শন নয়, বরং ইন্দোনেশিয়ান ভার্শন এনেছে যেটাতে আপসাইড ডাউন ফ্রন্ট সাসপেনশন রয়েছে এবং বিল্ড কোয়ালিটি এবং ফিনিশিং তূলনামূলকভাবে উন্নত।
বাইকটির দাম ঘোষনা করা হয়েছে ৫,২৫,০০০ টাকা। এসিআই মটরস বাংলাদেশে Yamaha R15 V3 এর ২০১৮ সালের কালার অপশনগুলো আনবে, যেখানে লাইনআপে হলুদ রঙ এর ভার্শনটি রয়েছে, এবং বাইকগুলোর সামনে সোনালী রঙ এর আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে। Yamaha R15 V3 বাদের এসিআই মোটরস Yamaha R15 V2 বাইকটি ৪,৫০,০০০ টাকায় এবং Yamaha R15S বাইকটি ৪,১৫,০০০ টাকায় বিক্রি করা অব্যহত রাখবে।