ইয়ামাহা Rev Freely ক্যাশব্যাক অফার মার্চ ২০২৩

This page was last updated on 30-Jul-2024 08:26am , By Raihan Opu Bangla

ইয়ামাহা বাংলাদেশের প্রিমিয়াম সেগমেন্টের মোটরসাইকেল ব্র্যান্ডে গুলোর মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড। ইয়ামাহা সব সময় তাদের কাস্টোমারদের কথা চিন্তা করে নানা ধরনের অফার নিয়ে হাজির হয়ে থাকে। সেই সুবাধে বাংলাদেশের ঐতিহাসিক মার্চ মাসের কারণে ইয়ামাহা নিয়ে এসেছে দারূণ একটি ক্যাশব্যাক অফার, এই অফারটি হচ্ছে Rev Freely ক্যাশব্যাক অফার মার্চ ২০২৩।

ক্যাশব্যাক অফার মার্চ ২০২৩

বাংলাদেশে ইয়ামাহা এর অনেক গুলো মডেল জনপ্রিয়, সেই মডেল গুলো মধ্যে FZ-S FI V2 DD, FZ-S FI V3 ABS, R15 V3, MT-15 V1 অন্যতম। নেকেড স্পোর্টস ও স্পোর্টস সেগমেন্টে Yamaha MT এবং Yamaha R15 সিরিজ দুটি বেশ জনপ্রিয়। 

মার্চ মাসে স্বাধীন ভাবে পথ চলার উপহার হিসেবে ইয়ামাহা নিয়ে এসেছে Rev Freely ক্যাশব্যাক অফার। এই অফারে ইয়ামাহা সর্বোচ্চ ১০,০০০ টাকা ক্যাশব্যাক। এই অফারটি পরবর্তি কোন ঘোষণা না দেয়া পর্যন্ত পুরো মার্চ মাস জুড়ে চলবে। বাংলাদেশের যেকোন ইয়ামাহা অথোরাইজড শোরুম থেকে এই অফারটি গ্রহণ করা যাবে। 

ভিন্ন ভিন্ন মডেলের জন্য দেয়া হচ্ছে ভিন্ন ভিন্ন ক্যাশব্যাক। Yamaha FZ-S FI V2 DD এর জন্য গ্রাহকরা ৭,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন৷ Yamaha R15 V3 এর জন্য গ্রাহকরা ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন এবং Yamaha MT15 V1 এর জন্য গ্রাহকরা ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

ক্যাশব্যাক অফার মার্চ ২০২৩

এছাড়া প্রতিটি মডেলের ক্ষেত্রে দাম নতুন ভাবে নির্ধারণ করা হয়েছে। ক্যাশব্যাক দেয়ার পর মডেলের গুলোর দাম হয়েছে –

  • R15M মডেলের মূল্য ৫,৭৫,০০০ টাকা।
  • R15 V4 Racing Blue মডেলের মূল্য ৫,৬০,০০০ টাকা।
  • R15 V4 Metallic Red & Dark Knight মডেলের মূল্য ৫,৫৫,০০০ টাকা।
  • R15 V3 মডেলের মূল্য ৪,৭৫,০০০ টাকা।
  • FZ-X মডেলের মূল্য ৩,৬০,০০০ টাকা।
  • MT-15 V1 মডেলের মূল্য ৪,২৮,০০০ টাকা।
  • MT-15 V2 মডেলের মূল্য ৫,২৫,০০০ টাকা।
  • Fazer FI V2 মডেলের মূল্য ২,৯৪,০০০ টাকা।
  • FZ-S FI V3 ABS মডেলের মূল্য ২,৫৫,০০০ টাকা।
  • FZ-S FI V3 ABS Vintage Edition মডেলের মূল্য ২,৫৪,৫০০ টাকা।
  • FZ-S FI V2 মডেলের মূল্য ২,২৫,৫০০ টাকা।
  • Ray ZR Street Rally 125 FI Scooter মডেলের মূল্য ২,৩৫,০০০ টাকা।
  • Saluto মডেলের মূল্য ১,৪০,০০০ টাকা।
  • Saluto 125cc (UBS) মডেলের মূল্য ১,৪৭,০০০ টাকা।

নতুন এই দাম নির্ধারণের কারণে অনেকেই তাদের পছন্দের ও স্বপ্নের ইয়ামাহা বাইকটি ক্রয় করতে সক্ষম হবেন। আপনি ইয়ামাহা এর যেকোন শোরুম থেকে এই অফার ও দামে বাইক ক্রয় করতে পারবেন। ধন্যবাদ।