টিভিএস অটো বাংলাদেশ ইচ্ছেপূরন অফার - টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি
This page was last updated on 08-Jul-2024 02:38pm , By Ashik Mahmud Bangla
টিভিএস অটো বাংলাদেশ এই ঈদে নিয়ে এসেছে ঈদ অফার শুধু মাত্র টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি এর জন্য, এই অফারটি হচ্ছে "ইচ্ছেপূরন অফার" । এটি একটি ডিস্কাউন্ট অফার । এই অফারটি পেতে আপনি আপনার পুরাতন মোটরসাইকেলের কাগজপত্র টিভিএস এর শো-রুমে দেখাতে হবে ।
ইচ্ছেপূরন অফার
Model | Old Price | New Price |
Apache RTR 160 4V (DD) | 2,04,900 | 1,96,900 |
Apache RTR 160 4V (SD) | 1,86,900 | 1,78,900 |
এই ইচ্ছেপূরন অফার এ শুধু মাত্র টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি মোটরসাইকেলের জন্য প্রযোজ্য হবে । এই অফারটি সিঙ্গেল ডিস্ক ও ডাবল ডিস্ক উভয়ের জন্য ই প্রযোজ্য । এই অফারে টিভিএস ঈদ বোনাস হিসেবে দিচ্ছে ৮,০০০ টাকার ডিস্কাউন্ট অফার ।
সম্প্রতি টিভিএস অটো বাংলাদেশ টিভিএস ব্লকবাস্টার ২ এর ব্যানারে ৫টি নতুন মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে । এই ইভেন্টে টিভিএস লঞ্চ করেছে টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি এর সিঙ্গেল ডিস্ক ভার্সন ।
TVS Apache RTR 160 4V Test Ride Review
এখানে বলার মত হচ্ছে যে, এই ইভেন্টে টিভিএস লঞ্চ করেছে এপাচি আরটিআর ১৬০ ৪ভি এর সিঙ্গেল ডিস্ক ভার্সন ও মুল্য ধরা হয়ে ছিল ১,৮৬,৯০০ টাকা । যা এখন ডিস্কাউন্টের পর হয়েছে ১,৭৮,৯০০ টাকা । সিঙ্গেল ডিস্ক ও ডুয়েল ডিস্ক উভয় ভার্সনের ইঞ্জিন, চেসিস ও লুকস একই রকম । তবে সিঙ্গেল ডিস্ক ভার্সনটিতে রয়েছে রেয়ার ড্রাম ব্রেক, ১১০ সেকশন রেয়ার টায়ার(ডুয়েল ডিস্ক এ ১৩০ সেকশন), ও ডুয়েল ডিস্ক থেকে ২ কেজি হালকা ।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে টিভিএস । বর্তমানে তারা সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে । তাদের ফ্ল্যাগশীপ মোটরসাইকেল আরটিআর এর দ্রুত এক্সেলারেশন জন্য বাইকটি বাইকারদের মাঝে অনেক বেশি জনপ্রিয় । এপাচি আরটিআর ১৬০ হচ্ছে এমন একটি বাইক যা তৈরি করা হয়েছে সম্পূর্ন নতুন একটি কনসেপ্ট মাথায় রেখে, এই বাইকটি ইঞ্জিন, পাওয়ার, গ্রিপ এবং ব্রেকিং সিস্টেম পুরাতন এপাচি ১৬০ মডেলের ভার্সনের চেয়ে একদম নতুন ।
ঈদের আগে মোটরসাইকেল কোম্পানি গুলো তাদের সেলস বুস্ট আপ করার জন্য এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে বিভিন্ন অফার ও ফ্রি রেজিস্ট্রেশন সুবিধা দিয়ে । হিরো, হোন্ডা, ইয়ামাহা, সুজুকি সবাই ইতিমধ্যে তাদের অফার ঘোষনা করেছে, টিভিএস এখন এই তালিকায় যুক্ত হলো । তাই এই অফার গুলো বাইকারদের তাদের পছন্দের বাইক কিনতে আগ্রহী করে তুলবে । ইংরেজিতে পড়তে এখানে ক্লিক করুন>>>>>