YRC Mirpur এবং ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এর বর্ষপূর্তি উদযাপন!

This page was last updated on 28-Jul-2024 06:18am , By Raihan Opu Bangla

ইয়ামাহা পৃথিবীর অন্যতম বিখ্যাত মোটরসাইকেল কোম্পানি, যারা তাদের প্রিমিয়াম মোটর সাইকেলের জন্য সবচেয়ে বেশি পরিচিত। ইয়ামাহা বাইকের একটি দিক হচ্ছে এর যেকোন কিছু করার ক্ষমতা, আর রাইডারদেরও একই রকম ভাইব থাকে। ইয়ামাহা সারা পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত করেছে Yamaha Riders Club (YRC)। সেই অনুযায়ী বাংলাদেশেও প্রতিষ্ঠা করা হয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব। এছাড়া বাংলাদেশে প্রতিটি জায়গাতেই তাদের ব্রাঞ্চ রয়েছে। 

YRC Mirpur এবং ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এর বর্ষপূর্তি উদযাপন!

সেসব ব্রাঞ্চের মধ্যে একটি হচ্ছে Yamaha Riders Club (YRC Mirpur) সম্প্রতি যারা তাদের এক বছর এনিভার্সারি উদযাপন করল। এর সাথে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ ও তাদের এক বছর এনিভার্সারি উদযাপন করেছে।

crescent Enterprise yamaha showroom yrc mirpur

YRC Mirpur - বর্ষপূর্তি উদযাপন

Yamaha Riders Club সব সময় সমাজে ও সামাজিক কর্মকান্ডে তাদের স্বাক্ষর রেখে চলেছে। তারা সব সময় সবার চেয়ে এগিয়ে থাকে সামাজিক কর্মকান্ডে। YRC তাদের শুরু থেকে আজ পর্যন্ত তারা সামাজিক অনেক কর্মকান্ডের সাথে নিজেদের যুক্ত করেছে এবং YRC Mirpur তাদের শুরু থেকে সামাজিক কর্মকান্ডে নিজেদের সংযুক্ত রেখেছে। 

এই করোনা মহামারী সময়ে তারা তাদের উদ্যোগে গরিব দুস্থ ও অসহায়দের মাঝে ফেস মাস্ক, হ্যান্ড সেনিটাইজার এবং খাদ্য বিতরণ করেছে। এছাড়া তারা গত শীতে গরিব দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরন করেছে।

yrc mirpur

 YRC Mirpur রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এ একটি ছোট গেট টু গেদার এবং ফ্রেশারদের ওয়েলকাম প্রোগ্রাম করেছিল। সেখানে প্রায় ২৩৭ জন বাইকার অংশ নিয়ে ছিল। বর্তমানে তাদের ৪১০০ এর উপর মেম্বার রয়েছে। এছাড়া তারা নানা সময়ে ট্যুর করেছে, যেমন উল্লেখ যোগ্য হচ্ছে ১৫ ঘন্টায় তেতুলিয়া টু টেকনাফ, মুন্সিগঞ্জ ট্যুর, সাজেক ট্যুর ইত্যাদি।crescent Enterprise

Crescent Enterprise

ক্রিসেন্ট এন্টারপ্রাইজ ইয়ামাহা এর অন্যতম বড় বাইক ডিলার এবং শোরুম। তারা এই বছর তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করল। এই শোরুমে ইয়ামাহার সকল আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি রয়েছে, যেমন তাদের মধ্যে রয়েছে Yamaha Diagnostic tool (YDT), এফআই স্টেশন, এয়ার কন্ডিশন ওয়েটিং রুম, স্পেয়ার্স পার্ট জোন, আলাদা ওয়াসিং জোন, অনলাইন বুকিং সিস্টেম ইত্যাদি।

Crescent Enterprise – Showroom Walkaround

 

এছাড়া তাদের রয়েছে ২৪ জন দক্ষ মেকানিক যারা সার্ভিস ও সমস্যা সমাধানে অনেক দক্ষ। বর্তমানে তাদের ১২টি সার্ভিস বে রয়েছে তাদের সেন্টারে। এক বছরে তারা মোট ৯৫৪০ টি বাইকের সার্ভিস সম্পন্ন করেছে, তবে গড়ে তারা প্রতি মাসে ১৫০০টি বাইকের সার্ভিস করতে পারেন।yamaha service center in bangladesh

 YRC Mirpur এবং ক্রিসেন্ট এন্টার প্রাইজ এর এক বছর বর্ষপূর্তিতে তাদের জানাই শুভেচ্ছে ও অভিনন্দন। আশা করছি তারা এভাবে সকল সামাজিক কর্মকান্ডে বাইকারদের উৎসাহ প্রদান করবে এবং ক্রিসেন্ট এন্টারপ্রাইজ তাদের সার্ভিস দিয়ে বাইকারদের মাঝে নিজের একটা মডেল হিসেবে প্রতিষ্ঠা করবে।