Yamaha R15 V3 ইন্ডিয়ান এডিশন ডুয়েল এবিএস সহ আসছে বাংলাদেশে !!!!

This page was last updated on 08-Jul-2024 10:57pm , By Ashik Mahmud Bangla

বর্তমানে বাংলাদেশে পাওয়ারফুল ও স্পোর্টস সেগমেন্টের স্টাইলিশ মোটরসাইকেল হচ্ছে Yamaha R15 V3 । আন্তর্জাতিক বাজারে বাইকটির আরও কয়েকটি ভার্সন রয়েছে । বাংলাদেশে ইতিমধ্যেই ইয়ামাহা আর১৫ ভার্সন৩ ইন্দোনেশিয়ান ভার্সনটি লঞ্চ করা হয়েছে, এবং এখন এসিআই মোটরস - ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে আসছে এবিএস ব্রেকিং সহ R15 V3 Indian ভার্সন ।

Yamaha R15 V3 ইন্ডিয়ান এডিশন ডুয়েল এবিএস সহ আসছে বাংলাদেশে !!!!

মূল বিষয় শুরু করার আগে আপনি যদি r15 v3 price in bangladesh এর সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল  এবং ফেসবুক গ্রুপ ঘুরে দেখুন।  তাছাড়া বাইক সম্পর্কিত যেকোন তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটে।  

yamaha r15 v3 indian version feature detail

Yamaha R15 V3 ইন্ডিয়ান ভার্সনটি ইন্দোনেশিয়ান সংস্করণের অনুরূপ, কিন্তু কিছু পরিবর্তন আনা হয়েছে । বাইকটি একই সাথে ১৫৫.১সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে এবং সেই সাথে থাকছে ৬ স্পিড গিয়ার ট্রান্সমিশন এবং ভিভিএ-ভেরিয়েবল ভালভ অ্যাকসিলেশন । ইয়ামাহা আর১৫ ভার্সন ৩ ইন্ডিয়ান সংস্করণটির প্রধান পরিবর্তন হচ্ছে এর সামনের দিকের শক অ্যাবজরবার, ব্রেক ও গ্রাফিক্স এর ক্ষেত্রে। 

ইন্ডিয়ান ভার্সনটিতে আপ সাইড ডাউন সাসপেশন এর বদলে রয়েছে টেলিস্কোপিক কনভেনশনাল সাসপেশন । এছাড়াও এর গ্রাফিক্স ও কালারের ক্ষেত্রেও অনেক পরিবর্তন আনা হয়েছে । R15 V3 ইন্ডিয়ান ভার্সনে যুক্ত করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS । বাইকটির সামনে চাকা ২৮২মিমি ডিস্কের পিছনে ২২০ মিমি ডিস্ক ব্রেক রয়েছে এবং উভয় ব্রেকগুলিতে এন্টিলক ব্রেকিং সিস্টেম(ABS) সিস্টেম সক্রিয় । সেই সাথে আরও থাকছে রেয়ার ম্যাড গার্ড এবং সারি গার্ড ।

Click Here For Yamaha R15 V3 Video Review


Yamaha R15 V3 ইন্ডিয়ান এডিশন – প্রি বুকিং

এসিআই মোটরস - ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ বর্তমানে বাইকটির জন্য প্রি-বুকিং নিচ্ছে । তারা বাইকটির বর্তমান মূল্য ৪,৮৫,০০০ টাকা ঘোষনা করেছে। প্রি বুকিংয়ের জন্য সর্বনিম্ন বুকিং টাকা ১,০০,০০০ টাকা । যিনি বাইকটি প্রি-বুকিং করবেন তিনি বাইকের মোট দামের উপর ১০,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন । 

তাছাড়া, যদি কোন শিক্ষার্থী বাইকটি প্রি-বুকিং দেয় এবং নিজের নামে রেজিস্ট্রেশন করবে, তারা আরও ৫,০০০ টাকা ছাড় পাবেন । বাইকটির প্রি বুকিং ৭ মে থেকে শুরু হয়েছে যা ২৪ মে পর্যন্ত চলবে । এছাড়া প্রি বুকিং করা বাইক বাইকারদের কাছে ২৫ মে তারিখে পর ডেলিভারি করা হবে ।   

yamaha r15 v3 indian edition

যে কেউ বাংলাদেশের যে কোনও ইয়ামাহা মোটরসাইকেল অনুমোদিত ইয়ামাহা শোরুম থেকে ইয়ামাহা আর১৫ ভার্সন ৩ ইন্ডিয়ান এডিশন প্রি-বুকিং করতে পারবেন । সুখবর এই যে বাংলাদেশে নিত্ত্য নতুন অনেক আপডেটেড মোটরসাইকেল আসছে যা কিনা যথাযথো ভাবে বিভিন্ন মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি করবে । 

এসিআই মোটরস লিমিটেড ইতোমধ্যেই এবিএস সিস্টেম যুক্ত Yamaha FZS Fi V3 লঞ্চ করেছে, যেটা ভারতে সেফটি ট্রেন্ডের সাথে মানানসই ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Upcoming Bikes