Yamaha R15 V3 Monster লঞ্চ হলো বাংলাদেশে | দামসহ বিস্তারিত - বাইকবিডি

This page was last updated on 27-Jul-2024 11:39pm , By Ashik Mahmud Bangla

Yamaha Motorcycles Bangladesh – ACI Motors Ltd সম্প্রতি Yamaha R15 V3 এর নতুন একটি ভার্সন লঞ্চ করেছে । এই ভার্সনটি হচ্ছে Yamaha R15 V3 Monster । অফিশিয়ালি লঞ্চ হওয়ার আগে তারা এই বাইকটির প্রি-বুকিং নিয়েছিল ।

Yamaha R15 V3 Monster লঞ্চ হলো বাংলাদেশে | দামসহ বিস্তারিত - বাইকবিডি

মূল বিষয় শুরু করার আগে আপনি যদি r15 v3 price in bangladesh এর সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল  এবং ফেসবুক গ্রুপ ঘুরে দেখুন।  তাছাড়া বাইক সম্পর্কিত যেকোন তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটে।

 

yamaha r15 v3 monster price bike bd

  

প্রি-বুকিং এর ক্ষেত্রে কাস্টোমাররা এই মোটরসাইকেলের উপর পেয়েছে ক্যাশব্যাক ডিস্কাউন্ট অফার । প্রি-বুকিং শেষ হয়েছে গত ২৪ আগস্ট ২০১৯ তারিখে । তবে প্রি-বুকিং এর অফারের ক্ষেত্রে বিশেষ কিছু শর্ত প্রোযজ্য ছিল । 

যদি কোন কাস্টোমার Yamaha R15 V3 Monster বাইকটি প্রি-বুকিং দিয়ে থাকে এবং ৩১ আগস্ট ২০১৯ তারিখের আগে বাইকটি রিসিভ করে নেয়, তবে তিনি পেয়ে যাবেন ১০,০০০/- টাকার ক্যাশব্যাক । আবার যদি কোন কাস্টোমার ৭ সেপ্টেম্বর এর আগে বাইক রিভিস করে থাকেন তবে তিনি পাবেন ৫,০০০/- টাকার ক্যাশ ব্যাক । এই অফারটি শুধু মাত্র যারা ইয়ামাহা আর১৫ ভি৩ মনস্টার বাইকটি প্রি-বুকিং করবেন তাদের জন্য ।

   

yamaha r15 v3 monster price bike bd

প্রি-বুকিং অফার ছাড়াও ইয়ামাহা আরও একটি অফার দিচ্ছে বাইকারদের জন্য । এই অফারে যারা ইয়ামাহা আর১৫ ভি৩ মনস্টার বাইকটি সরাসরি শো-রুম থেকে ক্রয় করবেন তারা পাবেন ৫,০০০/- টাকার ক্যাশব্যাক । বাইকটি ২৫ আগস্ট ২০১৯ তারিখ থেকে সকল ইয়ামাহা শোরুম পাওয়া যাবে । 

Yamaha R15 V3 Monster বাইকটি ১৫৫সিসি, লিকুইড কুল্ড, ফোর স্ট্রোক, SOHC, ফোর ভালভ ইঞ্জিন বিশিষ্ট । ফিচার্স এর ক্ষেত্রে বাইকটি ইন্ডিয়ান ভার্সনের সকল কিছুই এর মধ্যে দেয়া হয়েছে । যেমন ডেল্টা বক্স ফ্রেম, ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক এবং রেয়ার সাসপেনশন হচ্ছে সুইং আর্ম (লিংক সাসপেনশন) ।

Yamaha R15 V3 Monster Edition | First Impression Review

মূলত, ইয়ামাহা আর১৫ ভি৩ বাইকটি ইন্ডিয়ান আর ১৫ ভার্সন ৩.০ এর নতুন কসমেটিক ডিজাইন ভার্সন । কসমেটিক ডিজাইন ছাড়া বাইকটির মধ্যে তেমন কোন পরিবর্ত নেই । এই বাইকটিতেও ডুয়েল চ্যানেল এবিএস(এন্টিলক ব্রেকিং সিস্টেম) দেয়া হয়েছে । এছাড়া লঞ্চিং প্রোগ্রামে আরও একটি স্কুটার লঞ্চ করা হয়, যেটি হচ্ছে Yamaha Ray ZR Street Rally UBS । এটি রে জেড সিরিজের তৃতীয় স্কুটার । স্কুটারটিতে ইয়ামাহা যুক্ত করেছে নতুন ধরনের ব্রেকিং সিস্টেম UBS ব্রেকিং সিস্টেম ।

yamaha r15 v3 monster price bike bd

UBS (Unified Braking System) তৈরি করা হয়েছে সম্পূর্ন নতুন ভাবে তৈরি করা হয়েছে । এই ব্রেকিং সিস্টেমটি সামনের এবং পিছনের ব্রেকটিকে রেয়ার ব্রেক পেডেল এর সাথে যুক্ত করা হয়েছে । যখন রেয়ার ব্রেকটি এপ্লাই করা হয়, ঠিক সেই সময় সামনের ব্রেকটিও এক সাথে এপ্লাই হয় । 

যার মানে দাড়াচ্ছে একই সাথে দুটি ব্রেক ই কাজ করে । আমরা আশা করছি যে, ইয়ামাহা বাইক প্রেমীরা তাদের পছন্দের Yamaha R15 V3 Monster ভার্সনটি কিনতে পারবেন । তবে ইয়ামাহা রে জেড স্ট্রীট র‍্যালি স্কুটারটিতে কোন ধরনের অফার দেয়নি ।