Yamaha FZS Version 3 মোটরসাইকেল এ চলছে প্রি-বুকিং - ২০,০০০ টাকা পর্যন্ত ছাড় !!!
This page was last updated on 09-Jul-2024 12:57am , By Saleh Bangla
ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ - এসিআই মোটরস দিচ্ছে Yamaha FZS V3 এর প্রি-বুকিং এর উপর দিচ্ছে আকর্ষণীয় ছাড়। Yamaha FZS Version 3 শীঘ্রই বাংলাদেশে লঞ্চ করা হবে । এবং এসিআই মোটরস ইতিমধ্যেই মোটরসাইকেলটির প্রি-বুকিং গ্রহণ করা শুরু করেছে ।
Yamaha FZS Version 3 মোটরসাইকেল এ চলছে প্রি-বুকিং
Yamaha FZS Version 3 মাত্র কয়েক মাস আগে ভারতে লঞ্চ করা হয়েছে, এবং ২০১৯ সালের ৫ম ঢাকা বাইক শোতে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের সকল মোটরসাইকেল প্রেমীদের জন্য Yamaha FZS V3 এবং Yamaha FZ FI V3 প্রদর্শন করেছিল । তারা এই বাইক দুটির উপর ৫ম ঢাকা বাইক শোতে টেস্ট রাইডের ব্যবস্থা করেছিল যাতে করে বাইকাররা এই দুইটি বাইক এবং এর সমস্ত ফিচার সম্পর্কে জেনে নিতে পারে । বর্তমানে, এসিআই মোটরস Yamaha FZS Version 3 এবং Yamaha FZS V3 এর প্রি-বুকিং গ্রহণ করছে । Yamaha FZ FI V3 এবং Yamaha FZS FI V3 এর জন্য মূল্য ধরা হয়েছে যথাক্রমে ২,৯০,০০০ ও ২,৯৫,০০০ টাকা।
সম্প্রতি, এসিআই মোটরস বাইক দুটির প্রি- বুকিং এর জন্য একটি অফার এর ঘোষণা করেছে । যে সকল ক্রেতা যারা ৫০,০০০ টাকা অগ্রিম দিয়ে বাইকটির অগ্রিম বুক করবে তারা বাইকের আসল দামের উপর পাবেন ১২,০০০ টাকা ছাড় । যারা ১,৫০,০০০ টাকা দিয়ে অগ্রিম বুক করবে তারা বাইকের আসল দামের উপর পাবেন ১৩,৫০০ টাকা ছাড় এবং যারা বাইকটির সম্পূর্ণ মূল্য পরিশোধ করে বাইকটি বুক করবেন তারা মোট টাকার উপর পাবেন ১৫,০০০ টাকার ডিসকাউন্ট ।
এছাড়াও এসিআই মোটরস Yamaha FZS V3 অথবা FZ V3 প্রি-বুকিং এর ক্ষেত্রে ছাত্র জন্য বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করেছে। প্রতিটি প্রি-বুকিং এর জন্য ছাত্রদের ক্ষেত্রে ৫,০০০ টাকা ছাড় দেওয়া হবে । এ ক্ষেত্রে ছাত্রদের এই অফারটি উপভোগ করার জন্য বাইকটি অবশ্যই নিজের নামে নিবন্ধিত করতে হবে । Yamaha FZs Version 3 ২০১৯ সালে লঞ্চ হওয়া সবচেয়ে প্রত্যাশিত বাইকগুলির মধ্যে একটি। এটি FZ সিরিজের ১৫০সিসি সংস্করণে তৃতীয় আপগ্রেড এবং বড় ধরনের ডিজাইন ও লুকস পরিবর্তনের পাশাপাশি এতে একটি ভাল মানের সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে যা ভালো ব্রেকিংয়ের জন্য আদর্শ বিকল্প ।
Yamaha FZS V3 এবং Yamaha FZ V3 প্রি-বুকিং বাংলাদেশের সমস্ত ইয়ামাহা মোটরসাইকেল শোরুমগুলিতে চলছে । এই অফারটি প্রতিটি বুকিং এর জন্য প্রযোজ্য । এসিআই মোটরসাইকেল কর্মকর্তারা জানান, তারা ২০১৯ সালের মে মাস নাগাদ বাইক দুটি সরবরাহ করতে পারবে ।