বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হল Yamaha FZS FI V3

This page was last updated on 09-Jul-2024 12:49am , By Saleh Bangla

ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ - এসিআই মোটরস আজ "লা মেরিডিয়ান" এ আজ ইয়ামাহার "দ্য লর্ড অফ দ্য স্ট্রিটস" Yamaha FZS FI V3 বাইকটি লঞ্চ করা হয়েছে । বিভিন্ন মোটরসাইকেল গ্রুপ এবং ক্লাব থেকে অনেক বাইকাররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

fzs fi v3

 "লা মেরিডিয়ান" -এ অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিঃ মোতফুমী শিতরা, চেয়ারম্যান ইন্ডিয়া মোটর গ্রুপ । এছাড়া আরও উপস্থিত ছিলেন এসিআই মোটরসাইকেল ব্যবস্থাপনা পরিচালক ডঃ এফ এইচ আনসারী, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সুব্রত রঞ্জন দাশ, এক্সিকিউটিভ ডাইরেক্টর, এসিআই মোটরস । এসিআই মোটরস এর বিশেষ অতিথি ব্যবস্থাপনা পরিচালক ডঃ এফ এইচ আনসারির উদ্বোধনী বক্তব্য দিয়ে সন্ধ্যা ৬:৩০ অনুষ্ঠানটি শুরু হয়। এরপর প্রধান অতিথি ও ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান মিঃ মোতফুমী শিতরা তার বক্তব্য প্রদান করেন । প্রধান অতিথির ভাষণ শেষে নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস তার বক্তব্য তুলে ধরেন । 

fzs fi v3 bike bd

সন্ধ্যা সাড়ে ৭ টায় Yamaha FZS FI V3 আনুষ্ঠানিকভাবে প্রথম বাংলাদেশে লঞ্চ করা হয়। বাংলাদেশের সকলেই বাইকটির জন্য অধীর অপেক্ষায় ছিল। কয়েক দিন আগে ইয়ামাহা কক্সবাজারে এই বাইকটির প্রি বুকিং প্রচার শুরু করে, তখন থেকে তারা এই ব্র্যান্ড নিউ মোটরসাইকেলের জন্য প্রায় ১০০০ প্রি-বুকিং পেয়েছে । এই অনুষ্ঠানে অতিথিরা ডান্স শো, দলছুট এবং এলিটা সহ বেশ কিছু শিল্পীর সঙ্গীত পরিবেশন উপভোগ করেন। এছাড়া নাবিলা, তানজিন তিশা, ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পিয়া জান্নাতুল, এবং বিখ্যাত সেলিব্রিটিরা অনুষ্ঠানের জন্য ফ্যাশন শো করছেন ।

Also Read: Yamaha FZS FI Sp Edition ১২,০০০কিমি মালিকানা রিভিউ

fzs fi v3 aci motors

এসিআই মোটরস ৫ম ঢাকা বাইক শোতে এই বাইকটির প্রদর্শন করে এবং ইয়ামাহা প্রেমীদের জন্য বাইকটির টেস্ট রাইডের ব্যবস্থা করে। বাইকটির ইঞ্জিন এয়ার কুল এফআই ১৪৯ সিসি যা প্রায় ১৩ বিএইচপি এবং ১২.৮ এনএম টর্ক উৎপাদন করে । পিলিয়ন সীটকে আরও আরামদায়ক করার জন্য রেয়ার সাব ফ্রেমকে আরও মডিফাই করা হয়েছে এবং ইঞ্জিনটি ফুয়েল ইঞ্জেক্ট হওয়াতে লো রেভ রেঞ্জেও ভাল পরিমানের টর্ক উৎপন্ন করে থাকে । 

fzs fi v3 launching 2019

 এই নতুন সংস্করণে ইয়ামাহা অনেক নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে । বস সিঙ্গেল চ্যানেল এবিএস, ডুয়েল ডিস্ক ব্রেক, পৃথক হাউজিং বিমের সাথে নতুন LED হেডলাইট, FZ25 থেকে মাডগার্ড, সম্পূর্ণ নতুন এলসিডি ডিজিটাল স্পিডোমিটার সহ আরো রয়েছে অনেক কিছু। Yamaha FZS FI V3 এর দাম ২,৯৫,০০০ টাকা যেখানে এর যেখানে Yamaha FZ Fi V3 ২,৯০,০০০টাকা । এটি এই সেগমেন্টের প্রথম মোটরসাইকেল হবে যা বাংলাদেশ এবিএস দিয়ে চালু হচ্ছে, যদিও এর সব প্রতিযোগী বাইক গুলোতে এবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে তবে বাংলাদেশে প্রথমবারের মতো লঞ্চ করেছে ইয়ামাহা ।