Yamaha FZS Fi V2 Dual Disc ৩৫০০ কিলোমিটার রাইড - ওয়াসিম আহমেদ

This page was last updated on 29-Jul-2024 09:05am , By Raihan Opu Bangla

আমি ওয়াসিম আহমেদ । বর্তমানে আমি Yamaha FZS Fi V2 Dual Disc বাইকটি রাইড করছি। বাইকটি বর্তমানে ৩৫০০ কিলোমিটার রানিং। আমি মিরপুর ১২ তে বসবাস করি। আজ আমি আমার Yamaha FZS Fi V2 Dual Disc বাইকটি ৩৫০০ কিলোমিটার চালানোর কিছু অভিজ্ঞতা শেয়ার করবো ।yamaha fzs fi v2 dual disc user review

আমার প্রথম বাইকটি ছিল TVS Metro 100 ES। আমি ভ্রমণ করতে পছন্দ করি । অবসরে বাইক নিয়ে ঘুরতে খুব ভালোলাগে । আমি এমন একটি বাইক চেয়েছিলাম যা দিয়ে আমি আমার নিত্যদিনের কাজের পাশাপাশি লং ট্যুর দিতে পারবো। পুরাতন বাইক বিক্রি করে অনেক শো-রুম দেখে অবশেষে আমার স্ত্রী বলেছিল Yamaha FZS V2 Dual Disc বাইকটি নেওয়ার জন্য। বাইকটি ২,২৯,০০০/- টাকা দিয়ে কিনেছি, Crecesent Enterprise, Mirpur-60 ফিট শো-রুম থেকে । ২৯-১১-২০১৯ ইং তারিখটি আমার জীবনের একটি স্মরনীয় দিন। বাইকটির দাম আমার বাজেট এর থেকে বেশি হলেও টাকা গুলো গুছিয়ে বিকেল ৪ টার দিকে আমার স্ত্রী, পুত্র, শাশুড়ী, শ্যালক, চাচী শাশুড়ী ও দুই কাজিনসহ সবাইকে নিয়ে শো-রুমে যাই বাইক কেনার জন্য ।

Click To See Yamaha FZS FI V2 Double Disc Edition Price In Bangladesh

সবাই আরমাডা ব্লু বাইকটি পছন্দ করে। মাগরিবের পর বাইকটি হাতে পাই এবং আমার ছেলে সহ ছবি তোলা শেষে চাবি নিয়ে বাইক চালানোর জন্য রেডি হই। নতুন বাইকে বসার অভিজ্ঞতা বলে বোঝাতে পারবো না। এক কথায় অসাধারন।yamaha user in bd আমি একাই রাইড করে বাসায় আসি। মনে খুব ভালো লাগা কাজ করেছিল। বাইকটি আমার নিত্য দিনের চলাচলের পরেও অবসরে ঘুরতে যাওয়ার জন্য কেনা হয়েছে। বাইকটিতে আছে এয়ার কুলড ফোর স্টোক ইঞ্জিন, যার জন্য বাইক খুবই কম সময়ে ঠান্ডা থাকে। ব্লু কোর ইঞ্জিন যার কারণে তেল খরচ কম হবে। বাইকটি ১৪৯ সিসি ফুয়েল ইনজেকশন সিস্টেম এবং ওজন ১৩২ কেজি। এর ফুয়েল ট্যাংকে ১২ লিটার পর্যন্ত ফুয়েল নেয়া যায়। প্রতিদিন রাইডিং এর সময় খুব ভাল লাগে । এ পর্যন্ত বাইকটি আমি ২ বার সাভিস করেছি Crecesent Enterprise, Mirpur-60 ফিট থেকে এবং সার্ভিস এর মান বেশ ভালো ছিল। আমি ২৫০০ কিলোমিটার পর্যন্ত ৪২ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পেতাম এবং বর্তমানে ৪৭ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাচ্ছি ।yamaha fzs in bangladesh

 আমি বাইকটিকে সব সময় পরিস্কার রাখার চেষ্টা করি। মাসে দুইবার ওয়াশ করি। চেইনে নিয়মিত লুব দেই। 20w40 গ্রেডের ইন্জিন ওয়েল ব্যবহার করি । Yamaha Lub এর মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করি। বাইকটি থেকে আমি টপ স্পিড ৯৯ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত তুলেছি।

Click To See All Yamaha Bike Price In Bangladesh

বাইকটির কিছু ভালো দিক -

  • কন্ট্রোলিং
  • কম্ফোর্ট
  • লুকস
  • মাইলেজ
  • Fi সিস্টেম

বাইকটির কিছু খারাপ দিক -

  • হেড লাইটের আলো কম
  • ডিজিটাল ঘড়ি নাই
  • ফুয়েল মিটারে বুঝতে সমস্যা
  • হর্নের আওয়াজ কম

yamaha fzs fi v2 dual disc review বাইকটি দিয়ে আমি ঢাকা-মাওয়া হাইওয়ে রাইড করি। ঢাকা-ময়মনসিংহ রোডে গত কোরবানির ঈদের আগের দিন গরু কিনার জন্য হঠাৎ করে যাই। বৃষ্টি ভেজা দিনের বেলা+রাত মিলে ২৫০+ কিলোমিটার রাইড করি। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, বেশ ভালো পার্ফরমেন্স পাচ্ছি । আমার কাছে Yamaha FZS V2 Dual Disc অনেক ভালো লেগেছে। আমি একটা কথা বিশ্বাস করি যত গতি তত ক্ষতি। গতিকে নয়, নিয়ন্ত্রণে বিশ্বাস রাখুন। সবাই সেফটি গিয়ার এবং সার্টিফাইড হেলমেট ব্যবহার করুন। নিজে ভালো থাকুন এবং অন্যের সাথে গতি এড়িয়ে চলুন। ধন্যবাদ।

লিখেছেনঃ ওয়াসিম আহমেদ


আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।