ওয়ালটন বাংলাদেশ

This page was last updated on 03-Jul-2024 09:25am , By Shuvo Bangla

ওয়ালটন বাংলাদেশ

ওয়ালটন বাংলাদেশ (Walton Bangladesh) একটি ব্রান্ডের নাম । ওয়ালটন হল বাংলাদেশের সবচেয়ে পরিচিত ব্রান্ড এমনকি সারাবিশ্বেও এটি সমানভাবে পরিচিত । ওয়ালটনের সবচেয়ে সেরা কারখানা হল ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিঃ । ওয়ালটন একটি ব্রান্ড যা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে । ব্যবসা থেকে উৎপাদন সবক্ষেত্রে এটি উচ্চ প্রযুক্তির পণ্য তৈরী করে যাচ্ছে এবং এর অতুলনীয় এবং সৃষ্টিশীল ডিজাইনের মাধ্যমে অন্য কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা করে যাচ্ছে ।

walton bangladesh

মোটরসাইকেলের হতে শুরু করে ফ্রিজ, রেফ্রিজারেটর, সেভিং  ল্যাম্প, ইলেকট্রিক যন্ত্রপাতি ,বিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম, গৃহস্থালির যন্ত্রপাতি এমনকি দুগ্ধজাত পণ্য ও টেক্সটাইলের সাথেও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিঃ  যুক্ত রয়েছে ।  ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিঃ উৎপাদন ও ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বিশেষত ফ্রিজ ও মোটরসাইকেল তৈরীতে । বর্তমানে এই কোম্পানিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানী  হিসেবে ফ্রিজ, মোটরসাইকেল ও অন্যান্য পণ্য তৈরী করছে।

উচ্চ প্রযুক্তির ফ্রিজ ও মোটরসাইকেলের ব্যাপক সাফল্য ক্রেতাদের এসব উচ্চ গুনাগুণ ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন পণ্য নিতে উৎসাহী করছে । আর.বি গ্রুপ হল ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিঃ এর মূল প্রতিষ্ঠান । এই কোম্পানিটি মূলত বিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম,মোটরসাইকেল, গৃহস্থালির পণ্য, টেক্সটাইল সম্পর্কিত পণ্য উৎপাদন করে । ওয়ালটন হল একটি ব্রান্ডের নাম যেটি ধারাবাহিকভাবে বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশ সমূহে ১৯৭৭ সাল থেকে উচ্চমানের পণ্য সরবরাহ করে আসছে ।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিঃ প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে এবং এর আকার প্রতিনিয়ত বাড়ছে । আনুমানিক  ৫০০০০-১০০০০০ বর্গমিটার স্থানজুড়ে তাদের কারখানা অবস্থিত যেখানে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ও স্টেট অব দা আর্ট সুবিধা যা ফ্রিজ ও মোটরসাইকেলের কাঙ্খিত মান নিশ্চিত করে । বর্তমানে কোম্পানিটি ঢাকা থেকে ৩৫ কি.মি  উত্তরে গাজীপুরে তাদের নতুন প্ল্যান্ট স্থাপন করছে । নতুন প্ল্যান্টটি ফ্রিজের জন্য কম্প্রেসার ও মোটরসাইকেলের ইঞ্জিন তৈরী করবে যা দেশে ও দেশের বাইরের বাড়তি চাহিদা মেটাবে ।

কোম্পানিটির রয়েছে তিনটি পলি ইউরেথ্রিন ফোমিং প্ল্যান্ট, তিনটি থার্মো ফোমিং ইউনিট, উচ্চক্ষমতা সম্পন্ন পাওডার কোটিংসহ মেটাল ফোমিং , নিকেল-ক্রোম প্ল্যান্ট এবং কস্টিং ডাই সেকশন,রোবট চালিত প্লাস্টিক মোল্ডিং প্লান্ত,উচ্চমানের পরীক্ষাগার,প্রিন্টিং ও প্যাকেজিং বিভাগ ইত্যাদি । নির্ভুলতা ও সৃষ্টিশীল ডিজাইনই ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিঃ এর লক্ষ্য । ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিঃ এর কর্মী সংখ্যা বর্তমানে ১০০০ এর কিছু বেশী । একদল প্রশিক্ষিত কর্মী দ্বারা ওয়ালটনের ফ্রিজ ও মোটরসাইকেল তৈরীর  প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় । ৪০-৫০ জন কর্মী নিয়ে গবেষণা ও উন্নয়ন বিভাগ ও ৫০ জনের বেশী গুনাগুণ নিশ্চিতকারী কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন উন্নত মানের অনন্য সুবিধা সম্পন্ন মোটরসাইকেল ও ফ্রিজ তৈরী করতে।

walton  bangladesh

এই কর্মীরা অত্যন্ত দক্ষ যে কারণে মোটরসাইকেল ও ফ্রিজের সর্বাধিক গুনাগুণ ও গ্যারান্টি নিশ্চিত হয় । যখন দক্ষ ইঞ্জিনিয়াররা স্টেট অব দা আর্ট প্রযুক্তি ব্যবহার করে তখন এর মাধ্যমে তাদের ফ্রিজ,রেফ্রিজারেটর ও মোটরসাইকেলের সর্বাধিক মান নিশ্চিত হয় । ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিঃ এর প্রতিদ্বন্দ্বীদের সাথেও সমানভাবে এগিয়ে যাচ্ছে । ওয়ালটন এখন বিশ্বব্যাপী প্রতিযোগিতা করছে এবং  ডিজাইনের  অগ্রদূত হিসেবে তার ফ্রিজ,রেফ্রিজারেটর ও মোটরসাইকেলের মাধ্যমে উৎপাদনের দুনিয়ায় অন্যদের ছাড়িয়ে যাচ্ছে। বিশ্বে ব্যাপক চাহিদার কারণে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিঃ মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া এবং ইউরোপে তাদের বাজার সম্প্রসারিত করছে।

যদিও তার আগে থেকেই ওয়ালটন পূর্ব ইউরোপ ,আফ্রিকা, ওশেনিয়া অঞ্চলে ব্যবসা পরিচালনা করে আসছে । বর্তমানে কোম্পানিটি সর্বাধুনিক প্রযুক্তি ও উচ্চমানের  পণ্য যেমন বিভিন্ন ধরনের টিভি           (সি.আর.টি,এল.সি.ডি, প্লাসমা), এইচডি ডি.ভি.ডি প্লেয়ার , বাসা ও কারখানার জন্য জেনারেটর, মোটরসাইকেল, ট্রাক্টর,মাইক্রোওয়েভ ওভেন, স্টিম ওভেন, হাতঘড়ি, ব্যাটারি, ফ্রিজ, বিদ্যুৎ সাশ্রয়ী বাতি,এয়ারকন্ডিশনার ও বিভিন্ন ধরনের গৃহস্থালির পণ্য তৈরী করছে । এছারাও উন্নতমানের ফ্রিজ মোটরসাইকেল উৎপাদনের পাশাপাশি স্থানীয় লোকদের চাকরি দেওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছে । এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়াচ্ছে । ওয়ালটন একই সাথে পণ্য উৎপাদন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন উভয়ই করে যাচ্ছে । এছাড়াও কোম্পানিটি স্থানীয় নাগরিকদের সাশ্রয়ী, দীর্ঘস্থায়ী ও  প্রকৃতিবান্ধব পণ্য সরবরাহ করছে ।

এটি বিশ্বমানের পণ্য তৈরীর পথ সুগম করবে ফলে বাংলাদেশ সরকার বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তাদের এমনকি কর্মীদের কাছেও এটি তুলে ধরতে পারবে । কোম্পানিটির প্রকৃতির প্রতি ভালবাসা তাদের তৈরী  ইঞ্জিনগুলোর দিকে তাকালেই বোঝা যায় যেগুলো কোন পরিবেশ দূষণকারী উপাদান সৃষ্টি করে  না । যদিও তারা শুরু থেকেই ফ্রিজ, রেফ্রিজারেটর, মোটরসাইকেলের ইঞ্জিন তৈরীর জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান । ওয়ালটন বাংলাদেশ তার বর্তমান উচ্চতায় উপনীত হয়েছে স্টেট অব দা আর্ট সুবিধা , উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি ,দক্ষ কর্মীবাহিনী,দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা এবং প্রকৃতি মাতার প্রতির ভালবাসার কারণে । ওয়ালটন হল এমন একটি ব্রান্ড যা উপরের সবকিছু নিশ্চিত করে ।