TVS Raider 125 নিয়ে ৩০০০ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা - শামীম
This page was last updated on 30-Jul-2024 09:10am , By Shuvo Bangla
আমি মো. শামীম শরীফ । বর্তমানে ঢাকা বসবাস করি । আমি একটি TVS Raider 125 বাইক ব্যবহার করি । বাইকটি আমি ৩০০০ কিলোমিটার ধরে রাইড করছি ।
আজ আমি আমার বাইকটি নিয়ে আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । আমি একটি জব করি , অফিসে যাতায়াত এর বাইরেও আমি বাইকটি নিয়ে লং ট্যুর করি এবং বিভিন্ন বাইকিং একটিভিটির সাথে যুক্ত আছি । আমি BD BIKERZ ক্লাব এর কোর অপরেশন ম্যানেজার হিসেবে যুক্ত আছি ।
২১ মার্চ ২০২২, আমি TVS Raider 125 বাইকটি ক্রয় করি । এখন পর্যন্ত ৩০০০ কিলোমিটার বাইকটি রাইড করি । এই ৩০০০ কিলোমিটার রাইড করার অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করবো । বলে রাখা ভালো আমি এর আগে Yamaha FZ, Yamaha MT15, Yamaha R15 indo, Suzuki Gsxr 150R বাইক গুলো ব্যবহার করেছি ।
আমার সব গুলো বাইক ১৫০০০+ কিলোমিটার রাইড করেছি । ১২৫ সি সি সেগমেন্ট এর বাইক এই প্রথম রাইড করছি । আমি TVS Raider 125 বাইকটিতে ১০০০ কিলোমিটার পর্যন্ত ব্রেক ইন পিরিয়ড মেইটেইন করেছি ।
লুকিং -
লুকিং এর দিক থেকে এই বাইকটা ১২৫ সিসি সিগমেন্টের সকল বাইক থেকে বেস্ট , ইভেন কি অনেক ১৫০ সিসি বাইক থেকে ও লুকিং অনেক ভালো । মুলত লুকিং এর জন্য এই বাইকটি আমার সাথে সাথে সকল বাইকাদের পছন্দ ।
TVS Raider 125 First Impression Review By Team BikeBD
একখনো ট্রাফিক সিগনালে দাড়ালে মানুষ কৌতূহলী ভাবে বাইক সম্পর্কে জানতে চায় । যদিও টায়ার চাইলে টিভিএস আরো মোটা দিতে পারতো। লুকিং এর দিকে আমি বাইকটিকে ১০ এ ৯.৫ দিবো ।
ব্রেকিং -
TVS Bike এর ব্রেকিং নিয়ে অনেক নেগেটিভ কথা আগে থেকে শুনে এসেছি অনেক অভিজ্ঞ বাইকারদের কাছ থেকে। ফেসবুকের বিভিন্ন বাইকিং গ্রুপে এক্সিডেন্ট এর পোস্ট গুলোতে বেশি ভাগ টিভি এস এর বাইক গুলোই দেখা যেত ।
সেই দিক থেকে আমি আমার TVS Raider 125 চালিয়ে এখন পর্যন্ত ব্রেকিং নিয়ে তেমন কোন সমস্যা ফেইস করিনাই । এতে দেওয়া আছে SBT ( Synchronized Braking System ) । ব্রেকিং এর দিক থেকে আমি ১০ এ ৯ দিলাম ।
বিল্ড কোয়ালিটি -
এই দিক দিয়ে আমি আপসেট । আমার মতে বিল্ড কোয়ালিটি খুবই খারাপ । বিশেষ করে বলবো লিভার এবং কালার কোয়ালিটি যা ২০ দিনের মাথায় আমার হেন্ডেল বার এবং গ্রাব রেল এর রং উঠে গেছে । আবার বেক লাইটের নিচে ফিনিশংও ভালো না ।
নিম্ন মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে । টিভি এস কোম্পানি কে বলবো এই দিকে নজর দিতে । বিল্ড কোয়ালিটির দিক থেকে আমি ১০ এ ৫ দিবো ।
মাইলেজ -
৩০০০ কিলোমিটার সিটি এবং হাইওয়েতে চালিয়ে আমি আসলে মাইলেজ নিয়ে কনফিউজড কারন আমার কাছে মনে হয় কখনো ৪০ আবার কখনো ৪৫+ পাচ্ছি । যদিও ফুয়েল কেপাসিটি আরো বেশি হলে ভালো হত ।
কন্টোল , কম্ফোট , ভাইব্রেশন , হিটিং -
১২৩ কেজি ওজন হওয়ায় হালকা পাতলা মানুষের একটু অসুবিধা হবে হাইওয়েতে যেমন আমার হয়েছে ওভারল ৮০+ স্পিডে অনেক বাতাসের জন্য অনেক বেগ পেতে হয়েছে । কস্ফোটের কথায় আসলে সিট বড় হওয়াতে সিংগেল ও পিলিয়ন দুই ভাবেই রাইডিং এ কম্ফোট ভালো ।
আমি হাইওয়েতে এই ৩০০০ কিলোমিটার এর মধ্যে ১১০০ কিলোমিটার এর মত চালিয়েছি একটানা অনেক খন চালালে হিটিং ইসুটা ভালো ভাবে বোঝা যায় । আর ভাইব্রেশন এর কথা বলতে গেলে ৮০+ স্পিড উঠার পর ডান পায়ের পাদানি প্রচুর পরিমানের ভাইব্রেশন হয় ।
টপ স্পিড -
আগেই খমা চেয়ে নিতেছি আমি কোতুহল বসত TVS Raider 125 এর টপ স্পিড টেস্ট করি , আমি মাওয়া তে ১২২ টপ স্পিড পাই । যদিও মনে হয়েছে মিটারে একটু ঝামেলা আছে ।
সমস্যা -
অনেক ইউজারদের সাথে কথা বলে তাদের কিছু প্রবলেম জানতে পেরেছি যেমন - সেল্ফ নিতি সমস্যা ( যদিও আমি প্রথম প্রথম এই প্রব্লেম পেয়েছিলাম ) গিয়ার সিফটিং প্রব্লেম , স্টাট অফ হয়ে যাওয়ার প্রব্লেম , স্পিড ব্রেকারে ডাবল স্টান্ড বারি খাওয়ার প্রব্লম ই্যতাদি ।
সার্ভিসিং-
এখন পযন্ত আমি ২ টি সার্ভিসিং করিয়েছি আর সেটা ৬০ ফিট টিভি এস সেলস পয়েন্ট এ । মিরপুর ৬০ ফিট টিভি এস সেলস পয়েন্টের কেউ আমার লিখাটা যদি পরে থাকেন তাহলে দয়া করে আপনাদের সার্ভিসিং পয়েন্টের মান টা ভালো করেন । আমি আপনাদের সার্ভিসিং এ সন্তেষ্ট নই ।
সবশেষে বলতে চাই আমি আমার TVS Raider 125 নিয়ে এখন পর্যন্ত হ্যাপি আছি আর এখানে যতটুকো লিখেছি সস্পূর্ন আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করেছি । হয়তো অনেকের অন্ন রকম অভিজ্ঞতা হতে পারে ।
দয়া করে সবাই হেলমেট পরে বাইক রাইড করবেন । ট্রাফিক আইন মেনে চলবেন । ধন্যবাদ ।
লিখেছেনঃ মো. শামীম শরীফ
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।