TVS Apache RTR 160 4V বাইকের মালিকানা রিভিউ - শাকিল

This page was last updated on 23-Nov-2023 05:40am , By Shuvo Bangla

আমার নাম শাকিল ,বাসা মুন্সিগঞ্জ,টংগীবাড়ি । আজ আপনাদের সাথে আমার TVS Apache RTR 160 4V বাইকের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । প্রথমে বাইকের প্রতি এবং বাইক বিডির প্রতি জানাই প্রানঢালা ভালোবাসা ।

TVS Apache RTR 160 4V 

Also Read :  Bajaj Pulsar N250 Price in Bangladesh

আমি যখন  এস এস সি পরিক্ষা দিবো স্কুল থেকে কুমিল্লা কোট বাড়ি ঘুরতে নিয়ে যায় , সেখান থেকে আমার বাইকের প্রতি ভালোবাসা অনেক বেড়ে যায় ৫০ টাকা এক চক্কর মাঠে এইভাবে কয়বার টাকা দিয়ে একটি পালসার বাইক দিয়ে কিছুটা শিখা হয় তারপর বাসায় আসার পর বাইক এর প্রতি মন পাগল হয়ে যায়। বাসায় বলি রাজি হয়না , পরবর্তিতে বোন রাজি হয়ে একটি বাইক কিনে দেয় বাইকটি ছিল বাজাজ পালসার ১৫০ সিসি । 

বেশ ভালোই ছিলো কিন্তু আমার বয়স আর ওজন এর সাথে একটু কঠিন হয়ে পড়েছিলো বেশ কিছুদিন ব্যবহার করি, বাইকটির ইঞ্জিন আমাকে হতাশ করে নাই, পারফর্মেন্স ভালোই ছিলো পাপ্ত বয়স্ক মানুষের জন্য বাইকটি বেস্ট। তারপর বিক্রি করে নেই টিভিএস এপাচি আর টি আর এটা নিয়ে কিছু কথা না বললেই নয় 

TVS Apache RTR 160 4V

TVS Apache RTR 160 4V বাইকটি নিয়ে কিছু কথা -

  • বাইকট আসলে একটা ঘোড়া আমার কাছে এর স্মুথ নেস খুব ভালো লেগেছে। 
  • ওভার টেকিং এ হাইওয়েতে খুব ভালো ফিডব্যাক দিয়েছে।
  • পিলিয়ন নিয়ে লং টাইম চালালেও কোনো সমস্যা হয়নাই। 
  • এর সমস্যা হচ্ছে স্পিড অনুযায়ী বাইকটির ব্রেকিং পারফেক্ট নয়, যদিও আমি ইঞ্জিন ব্রেক ব্যবহার করতাম তেমন সমস্যা হয়নি কিন্তু নতুন ইয়াংদের জন্য মোটেও এই বাইকটি নয় এটা অভিজ্ঞদের জন্য বেষ্ট । 
  • এর মাইলেজ একটু কম , এটা স্বাভাবিক পাওয়ার বেশি ৪ বাল্ব মাইলেজ কিছুটা কম হবেই  ।  
  • যাদের মাইলেজ নিয়ে সমস্যা তাদের জন্য এই বাইক নয়।

অল্প সময়ে বাইকটি রাইড করার অভিজ্ঞতায় এগুলো আমার ব্যক্তিগত মতামত । আমার রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ । 

TVS Apache RTR 160 4V

লিখেছেনঃ  শাকিল

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।