TVS Apache RTR 160 4V ৩০০০ কিলোমিটার রাইড - আরিফ বক্তিয়ার বাধন
This page was last updated on 15-Jan-2025 07:58pm , By Raihan Opu Bangla
আমি আরিফ বক্তিয়ার বাধন । আমার বর্তমান ব্যবহার করা বাইকের নাম TVS Apache RTR 160 4V । আমার বাইকটি দিয়ে ৩০০০ কিলোমিটার রাইড করার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি ।
TVS Apache RTR 160 4V ৩০০০ কিলোমিটার রাইড - আরিফ বক্তিয়ার বাধন
আমি সৈয়দপুর, নীলফামারী থাকি। আমার জীবনে নিজের প্রথম বাইক হচ্ছে TVS Apache RTR 160 4V (its not a bike it is a race machine)। বাইকের প্রতি আগ্রহ শুরু হলো আমার বাবাকে দেখে । আমার বাবা একজন বাইকার । আর এখন আমি আমার বাইককে অনেক বেশি পছন্দ করি । সব বাইকের কিছু না কিছু সমস্যা থাকে । আমি Apache বাইক পছন্দ করতাম । মার্কেটে যখন TVS Apache RTR 160 4V বাইকটি লঞ্চ হয় তখন বাইকটি অনেক ভালো লাগে আর 160cc হওয়াতে আরো বেশি পছন্দ হয় । আমি যখন Apache RTR 160 4v ডুয়েল ডিস্ক বাইকটি কিনি তখন বাজার মূল্য ছিল ২ লক্ষ ৪ হাজার টাকা । বাইকটি আমি পলক মটরস থেকে ক্রয় করেছিলাম।
Also Read: TVS Radeon 110cc 2019 - লঞ্চ হলো বাংলাদেশ । বাইকবিডি
আমার ইচ্ছে ছিল এসএসসি পরীক্ষার পরে বাংলাদেশ এর ৬৪ জেলা ঘুরে দেখব। তাই পরীক্ষা শেষে ৪ দিন পরে আমি বাইকটি ক্রয় করি । বাইক কেনার দিন আমি আমার রুমে শুয়ে ছিলাম আম্মু রুমে এসে বলল যাও বাবার সাথে গিয়ে বাইক কিনে নিয়ে আসো ।
আমি এই আনন্দের সময়টা কখনো ভুলতে পারবোনা । বাবার বাইকে করে শো-রুম এ যাই । সর্বোপ্রথম আমার TVS Bike আমার মা কে চড়াই এরপর বাবা ছোট ভাই। সবাইকে ট্যুর করতে দেখে আমার ও ইচ্ছে হয় বাংলাদেশ ঘুড়ে দেখার । আমার ইচ্ছে একজন ভালো বাইকার হওয়া বাইকারদের হেল্প করা । আমার রুমে থাকবে হেলমেট কালেকশন আর গ্যারেজে থাকবে বাইক কালেকশন । আমি এখন পর্যন্ত শো-রুম থেকে ১টি ফ্রি সার্ভিস করিয়েছি । নতুন অবস্থায় মাইলেজ ৩৩-৩৫ কিলোমিটার প্রতি লিটার পেয়েছি । কিন্তু সার্ভিস করানোর পরে আমি ৩৮-৪০ কিলোমিটার প্রতি লিটার পাই । আমি প্রতি সপ্তাহে একবার করে বাইক ওয়াশ করি । চেইন লুব, ব্যাটারি চেক,প্লাগ ক্লিন ইত্যাদি মেইন্টিনেন্স করে থাকি । আমার বাইকে আমি Tvs 10w30 SL Tru4 Synthetic ইঞ্জিন ওয়েল ব্যবহার করি । টপ স্পিড এর প্রতি আমার আগ্রহ নেই।
বাইকটির কিছু ভালো দিক -
- লুকস
- স্পোর্টস বাইক
- কন্ট্রোলিং
- ব্রেকিং
- কম্ফোর্ট
বাইকটির কিছু খারাপ দিক -
- টায়ার গ্রিপ খুব বেশি ভালো লাগেনি
- মাইলেজ কম
- গিয়ার এন্টিকেটর নেই
- ভাইব্রেশন
- গিয়ার সিফট হার্ডর
আমি অনেক লং ট্যুর করেছি । আমি এক দিনে ৩০০+ কিলোমিটার রাইড করেছি । বাইক নিয়ে লং রাইড সবাই পছন্দ করেনা তবে আমার বেশ ভালো লাগে । ট্যুরের আগে আমি আমার বাইক চেক করে নেই। একটাই কথা নিরাপদে সেফটি নিয়ে সাবধানে রাইড করবেন । ধন্যবাদ।
লিখেছেনঃ আরিফ বক্তিয়ার বাধন
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে