Tank Slapper কি ? কেন হয় ? দূর্ঘটনা থেকে বাঁচতে করনীয়
This page was last updated on 18-Nov-2023 03:48am , By Ashik Mahmud Bangla
সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু বাইক এক্সিডেন্ট Tank Slapper সম্পর্কে অনেক বাইকারকে চিন্তিত করে তুলেছে। কিন্তু অনেকেই জানেন না Tank Slapper কি ? কেন হয় ? দূর্ঘটনা থেকে বাঁচতে করনীয় কি ? আজ আমি আপনাদের সাথে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশাকরি যারা এই সম্পর্কে বিস্তারিত জানবেন তারা এই সমস্যা থেকে অনেকটা নিরাপদ থাকতে পারবেন।
Tank Slapper কি ?
অতিরিক্ত গতিতে বাইক চালানোর সময় যদি কোন কারনে বাইকের হ্যান্ডেলটা ডিসব্যালেন্স হয়ে যায় এবং সেখান থেকে ভয়াবহ কম্পনের সৃষ্টি হয় তাকে বলা হয় Tank Slapper ।
Tank Slapper হলে কি হয় ?
যখন আপনার বাইকে Tank Slapper হবে তখন বাইকের হ্যান্ডেলের কম্পন ভয়াবহ আকার ধারণ করবে। আর অধিকাংশ সময় এটা একজন বাইকারের নিয়ন্ত্রনের বাইকে চলে যায় যার ফলে ঘটে যায় বড় ধরনের দূর্ঘটনা।
আমরা যখন উচ্চগতিতে বাইক রাইড করি তখন বাইকের বেশি লোডটা পিছনের চাকায় থাকে , যার ফলে সামনের দিকটা অনেকটা হালকা হয়ে যায়। আপনি যদি বাইক স্টার্ট দিয়ে থ্রটল ধরে হুট করে ক্লাচ ছেড়ে দেন দেখতে পাবেন বাইকের সামনের চাকা উচু হয়ে গেছে।
যেহেতু সামনের দিকটা হালকা হয়ে যায় তাই সামনের হ্যান্ডেলেরর Stability হাইস্পীডে অনেকটায় কম থাকে। আর এই সময়টাতে যদি কোন কারনে বাইকের সামনের দিকটা Dis-balance হয়ে যায় তখই Tank Slapper হয় এবং অধিকাংশ সময় এটা একজন বাইকারের নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।
Tank Slapper কেন হয় ?
Tank Slapper অনেক কারনেই হতে পারে , চলুন কারনগুলো জেনে নেয়া যাক
১- Tank Slapper শুরু হয় অতিরিক্ত গতির কারনে , তাই অতিরিক্ত গতি Tank Slapper হওয়ার অন্যতম প্রধান একটি কারন।
২- রাস্তার সমস্যার কারনেও Tank Slapper হতে পারে , যেমনঃ রাস্তার মধ্যে ছোট ছোট পাথরের টুকরো পরে থাকা , রাস্তার সংকেতগুলোর উপর পানি পরে পিচ্ছিল হয়ে থাকা আরও নানান কারনে Tank Slapper হতে পারে।
৩- আপনার নিজের ভূলের কারনে Tank Slapper হতে পারে। আপনি যদি বাইকের হ্যান্ডেল সঠিকভাবে ধরেন তাহলে আপনার বাইকে Tank Slapper জনিত দূর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কমে যাবে।
Tank Slapper থেকে নিরাপদ কি করনীয় ?
আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি Tank Slapper সিরিয়াস হলে নিরাপদ থাকাটা ভাগ্যের একটা ব্যাপার। তবুও আপনি এই জিনিসগুলো মেনে কিছুটা নিরাপদ থাকতে পারেন।
১- বাইকের উভয় চাকার সব সময় সঠিক টায়ার প্রেশার রাখুন। অতিরিক্ত টায়ার প্রেশার রাখা দূর্ঘটনার অন্যতম একটি কারন।
২- বাইক চালাতে গেলে অনেক কিছু হতে পারে , কিন্তু পরিস্থিতি যাই হউক না কেনো কখনো আতঙ্কিত হওয়া যাবে না। বাইক চালানোর আতঙ্ক দূর করার উপায় আছে সেগুলো মেনে চলুন।
৩- Tank Slapper যখন হবে তখন বাইকের হ্যান্ডেল হাতে রাখার চেষ্টা করুন , ঘাবড়ে গিয়ে বাইকের হ্যান্ডেল ছেড়ে দিবেন না।
৪- অতিরিক্ত গতি পরিহার করুন।
আমাদের দেশের রাস্তার অবস্থা ভালো না তাই দূর্ঘটনা থেকে বাচতে সব সময় বাইকের গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখুন এবং অতিরিক্ত গতি পরিহার করুন।