Suzuki Intruder 150 লঞ্চ হলো ইন্ডিয়াতেঃ ফিচার ও স্পেসিফিকেশন

This page was last updated on 27-Jul-2024 09:54am , By Saleh Bangla

Suzuki Intruder 150 ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। এই বাইকটি নিয়ে সবার আগ্রহের কমতি নেই। এই বাইকটি ক্রুজার সেগমেন্টেড বাইক। ধারনা করা হচ্ছে এই বাইকটি বাজাজাজের এভেঞ্জার ১৫০ এর সাথে প্রতিযোগিতা করবে। এই বাইকটি মুলত ইন্ট্রুডার ১৮০০ সিসির উপর বেস করে তৈরি করা। এই প্রথম বারের মত সুজুকি এই সেগমেন্টের বাইক নিয়ে এলো। আর ১৫৫ সিসির বাইক বাংলাদেশে আসতে কোন সমস্যা হবে না। চলুন আপনাদের পরিচয় করিয়ে দেই Suzuki Intruder 150 এর সাথে। 

suzuki intruder 150 launch india

Suzuki Intruder 150 ফিচার সমূহঃ

  • লিজেন্ডারি ইন্ট্রুডার হেড লাইট, যা এর লুক কে অনেক বেশি আক্রমনাত্ন করে তুলেছে।
  • ১৫৫ সিসির ইঞ্জিন যা, সুজুকি জিক্সারে ব্যবহৃত হয়েছে।
  • ইঞ্জিনটি 6BHP এবং 14NM টর্ক সমৃদ্ধ।
  • ৫ স্পিড গিয়ার বক্স।
  • ডিজিটাল স্পিডো-মিটার, যা সুজুকি জিক্সারে ব্যবহৃত হয়েছে।
  • এলএইডি টেল লাইট।
  • ডুয়েল এক্স হস্ট।
  • এন্টি লক ব্রেকিং সিস্টেম(ABS) স্ট্যান্ডার্ড সিঙ্গেল চ্যানেল।
  • ২৪০মিমি ফ্রন্ট ডিস্ক ও ১৪০মিমি রেয়ার ডিস্ক ব্রেক।
  • এলয় হুইল।
  • টিউবলেস টায়ার।
  • ১৪০ রেয়ার সেকশন টায়ার।
  • ওজন ১৪৮ কেজি।
  • ফুয়েল ট্যাঙ্ক ১১ লিটার।
  • টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন ও সুইং আর্ম রেয়ার সাসপেনশন।
  • ইলেক্ট্রিক বা সেলফ স্টার্ট।

suzuki intruder 150 price bd

Suzuki Intruder 150 Specification

সুজুকি ইন্ডিয়া বলছে যে, এই বাইকটি হবে স্টাইল, ফিচার এবং পারফর্মেন্স এর উপর নির্ভর করে পারফেক্ট কম্বিনেশন। Suzuki Intruder 150 অনেকটা স্পোর্টি সেগমেন্টের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বাইকটির দিকে ভালো ভাবে খেয়াল করলে দেখা যায় যে বাইকটি এই সেগমেন্টের অন্যতম বেস্ট বাইক। সুজুকি বাংলাদেশে গত ৬ মাসে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। তাদের ফ্ল্যাগশিপ বাইক হচ্ছে Suzuki Gixxer. 

suzuki Intruder 150 bd head light

 যদিও অনেক প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাচ্ছে না। তবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে যে প্রশ্নটি তা হলো কবে র‍্যাকন মোটরবাইক লিমিটেড( যারা বাংলাদেশে সুজুকির একমাত্র পরিবেশক) Suzuki Intruder 150 বাংলাদেশে আমদানী করবে। বর্তমানে সুজুকি বাংলাদেশে তাদের ফ্যাক্টিরি স্থাপনের দিকে বেশি নজর দিচ্ছে। 

suzuki intruder 150 tail light

 অনেকেই Suzuki Intruder 150 এর প্রাইস নিয়ে কনফিউশনে আছেন। তবে নয়া দিল্লীতে ৩০০০ রুপি বেশি লাগবে সুজুকি জিক্সার থেকে। কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে বাংলাদেশে আগামী বছর কবে র‍্যাকন মোটরবাইকস লিমিটেড বাংলাদেশে বাইক লঞ্চ করবে। 

suzuki intruder 150 price in bangladesh

To Watch Bike Reviews Subscribe Our YouTube Channel

বর্তমানে বাংলাদেশের মার্কেটে Bajaj Avenger 150 বাইকটি ক্রুজার সেগমেন্টে সবার উপরের দিকে আছে। এছাড়াও Keeway Superlight বাইকটিও রয়েছে। যে বাইকটি টিম বাইকবিডি টেস্ট রাইড রিভিউ করেছে। Suzuki Intruder 150 ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পর ক্রুজার সেগমেন্টে অনেক আলোড়ন ফলেছে, এখন দেখার বিষয় হচ্ছে ২০১৮ সালের কবে নাগাদ বাইকটি বাংলাদেশে লঞ্চ হবে। Picture Collected From BikeAdvice & MotorBeam