Suzuki GS150R চলছে ৩০,০০০/- টাকা পর্যন্ত ডিস্কাউন্ট অফার!!!

This page was last updated on 13-Jul-2024 03:55am , By Saleh Bangla

র‍্যাংকন মোটরবাইকস দিচ্ছে সুজুকি জিএস ১৫০ আর বাইকে ডিস্কাউন্ট অফার। এখন Suzuki GS150R বাইকে চলছে ৩০,০০০/- টাকা পর্যন্ত ডিস্কাউন্ট অফার। যারাই এখন এই বাইকটি কিনবেন তারাই এই অফার নিতে পারবেন। আর এই অফারটি চলবে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত। আর এই বাইকটি বাংলাদেশে পাওয়া যাবে Suzuki এর যেকোন অথরাইজড ডিলারের কাছে। 

suzuki gs150r price bd

Suzuki GS150R বাইকটি ১৫০সিসি এর কমিউটিং সেগমেন্টের বাইক। এই বাইকটির অন্যতম প্রতিদ্বন্দী হচ্ছে Honda CB Trigger. সুজুকি জিএস বাইকটি হচ্ছে ১৫০সিসির এয়ার কুল্ড ইঞ্জিন সমৃদ্ধ। Suzuki GS150R বাইকের ইঞ্জিন 13.8BHP @8,500RPM এবং 13.4NM @6,000RPM ক্ষমতা উতপন্ন করতে সক্ষম।

ইঞ্জিনটি একই সাথে মিড রেঞ্জের এক্সেলারেশন এবং ফুয়েল ইফিশিয়েন্ট করে তৈরি করা হয়েছে। যদিও বাইকটির ক্ষমতা এর লুকসের সাথে তুলনা করলে এর প্রতিদ্বন্দীদের চেয়ে পিছিয়ে আছে তবে বাইকের ইঞ্জিনের সাথে ৬ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে।

Also Read: Suzuki Hayabusa At Dhaka Bike Show 2018

Suzuki GS150R ৬ নাম্বার গিয়ারটি হাইওয়েতে ক্রজিঙ্গের সময় ভালো ভাবে ব্যবহার করা যায়। বাইকটিতে ইলেক্ট্রিক সেলফ ও কিক দু ধরনের স্টার্ট রয়েছে। বাইকটি ওজনে ১৪৯ কেজি। এছাড়া এর ফুয়েল ট্যাঙ্কটি পেশীবহুল ও ফুয়েল ট্যাঙ্ক ১৫.৫ লিটার ফুয়েল ধরে। যা লং রাইডের ক্ষেত্রে অনেক বেশী কার্যকরী।

Suzuki GS150R বাইকের ফ্রন্টে হচ্ছে ডিস্ক ব্রেক এর সাথে রিয়ার ব্রেক হচ্ছে ড্রাম ব্রেক। তবে ফ্রন্ট ব্রেকটি রাইট সাইডে নয় এটি লেফট সাইডে দেয়া হয়েছে। ফ্রন্ট সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন।

অপর দিকে রেয়ার সাসপেনশন হচ্ছে সুইং আর্ম কয়েল স্প্রিং। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো তবে এটি শর্ট রাইডারদের জন্য কিছুটা উচ্চু। টায়ার গুলো অনেক চিকন। রেয়ার টায়ার মাত্র ১০০ সেকশন। অপরদিকে টায়ার গুলো টিউবলেস টায়ার নয়। 

suzuki gs150r test ride details

আপনি যদি Suzuki GS150R বাইকটির দিকে খেয়াল করেন তবে দেখতে পাবেন এর সামনের দিকে স্পোর্ট বাক সাথে হ্যালোজেন হেডলাইট ও দারুন এক বডি গ্রাফিক্স। বাইকটির রয়েছে ডিজিটাল স্পিডোমিটার এবং এর সাথে ডুয়েল মুড। ডুয়েল মুড আপনাকে সাহায্য করবে আপনি কিভাবে রাইড করছেন।

এছাড়া কোন মুডে ফুয়েল কনজাম্পশন বেশি হয়ে সেটি নির্নয়ে আপনাকে সাহায্য করবে। GS150R বাইকটির রেয়ারে রয়েছে এলইডি টেল লাইট। এছাড়া ইন্টিগ্রেটেড ইন্ডিকেটরস গুলো রেয়ারে সৌন্দর্য কে বাড়িয়ে দিয়েছে।

GS150R এর সিটিং পজিশন অনেক আরামদায়ক। আপনি সিটি বা হাইওয়েতে কোন ব্যাক পেইন অনুভব করবেন না। ২০১৪ সালে GS150R সাথে আরো দুটি মোটরসাইকেলের পারফর্মেন্স চেক করার জন্য প্রায় ১১৫০কিলোমিটার টেস্ট রাইড করা হয় পুরো ২৪ ঘন্টায়। 

suzuki gs150r specification

বর্তমানে Suzuki GS150R এর বর্তমান মুল্য ১৯৯,৫০০/- টাকা এখন ৩০,০০০/- টাকা ডিস্কাউন্ট অফারে এর মুল্য হচ্ছে ১৬৯,৫০০/- টাকা। র‍্যাংকন মোটর লিমিটেড Suzuki GS150R এ দিচ্ছে ৩০,০০০/- টাকা পর্যন্ত ছাড়া।

এই ছাড় ৩১ ডিসেম্বর ২০১৭  পর্যন্ত অথবা স্টক থাকা পর্যন্ত চলবে। বাইকটি তিনটি কালারে পাওয়া যাচ্ছে সাদা, লাল ও কালো। বাইকটি কিনলে আপনি পাচ্ছেন দুই বছর বা ২০,০০০ কিমি ইঞ্জিন ওয়ারেন্টি।

Suzuki GS150R স্পেসিফিকেশনঃ

Engine 
Type
Air-cooled, 4-Stroke, SOHC
Bore x Stroke (mm)
57.0 x 58.6
Displacement (cm3)
149.5
Max Power
13.8bhp @ 8,500rpm
Max Torque
13.4Nm @ 6,000rpm
Compression Ratio
9.35:1
Carburettor
BS26 with TPS
Ignition
CDI
Starting
Electric & Kick
Transmission
6-speed (1-Down, 5-Up
Tyres SizeFront2.75-18 42P
Rear100/90-18 M/C 56P
SuspensionFrontTelescopic, Coil Spring, Oil Damped
RearSwing arm Type Coil Spring, Oil and Gas Damped
BrakeFrontHydraulic Single Disc
RearDrum
Dimensions 
Fuel Tank Capacity (l)
15.5
Overall Length (mm)
2,095
Overall Width (mm)
785
Overall Height (mm)
1,120
Wheelbase (mm
1,335
Ground Clearance (mm
160
Seat Height (mm)
790
Kerb Mass (kg)
149