শতবর্ষ উদযাপনে সুজুকি নিয়ে আসল নতুন Suzuki Gixxer & Suzuki Gixxer SF

This page was last updated on 28-Jul-2024 08:29am , By Raihan Opu Bangla

সুজুকি মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে ১০০ বছর পার করে ফেলেছে। এই শত বর্ষ উদযাপন উপলক্ষ্যে সুজুকি লঞ্চ করেছে Suzuki Gixxer এবং Suzuki Gixxer SF এর নতুন কয়েকটি কালার ও গ্রাফিক্স। আর নতুন এই কালার ও গ্রাফিক্সের কারণে বাইকের দাম কিছুটা বেড়ে গিয়েছে।

শতবর্ষ উদযাপনে সুজুকি নিয়ে আসল নতুন Suzuki Gixxer & Suzuki Gixxer SF

Suzuki Gixxer সিরিজটি বাংলাদেশের বাইকারদের কাছে অনেক জনপ্রিয় একটি সিরিজ। নতুন বাইকটি গত বছর লক ডাউনের সময়ে লঞ্চ করা হয়েছিল। নতুন জিক্সারটি অনেক নতুন ফিচার্স নিয়ে লঞ্চ করা হয়েছে, এদের মধ্যে রয়েছে এলইডি হেডলাইট  এবং টেইল লাইট। এছাড়া এর স্পিডোমিটার ও বডি কিট নতুন ভাবে ডিজাইন করা হয়েছে।

চেসিস, সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম উভয় ভার্সনে একই রকম রাখা হয়েছে। নেকেড এবং স্পোর্টস উভয় ভার্সনে একই রকম ইঞ্জিন দেয়া হয়েছে। যদিও কিছু পরিবর্তন রয়েছে। এই মডেলের কার্বুরেটর ভার্সনটির ইঞ্জিন হচ্ছে ১৫৫সিসি সিঙ্গেল সিলিন্ডার SEP BS IV ইঞ্জিন, যা থেকে 14.6 BHP & 14 NM টর্ক উৎপন্ন হয়ে থাকে। এই ভার্সনটিতে দেয়া হয়েছে ডুয়েল ডিস্ক।

অপর দিকে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ভার্সনে ইঞ্জিন একই রাখা হয়েছে । এই ভার্সনটি হচ্ছে BSVI তাই এই বাইকটি থেকে পরিবেশ দূষণ কম হবে। এই ইঞ্জিন থেকে 13.9 BHP @ 8000 RPM & 14 NM of Torque @ 6000 RPM উৎপন্ন করতে পারে।

এছাড়া আরও যুক্ত করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। সুজুকি জিক্সার বাইকটি সুজুকি লাইন আপ এর দ্বিতীয় এবিএস সংযুক্ত বাইক। এর আগে এবিএস সংযুক্ত করা হয়েছে  Suzuki Intruder বাইকটিতে।

Suzuki Gixxer এবং Suzuki Gixxer SF দুটি বাইকের ক্ষেত্রে সুজুকি তিনটি কালার লঞ্চ করেছে। এগুলো হচ্ছে পার্ল মিরা রেড, মেটালিক ট্রাইটন ব্লু এবং স্পার্কেল ব্লাক। এছাড়া সুজুকি তাদের শতবর্ষ উদযাপনের জন্য নতুন একটি লিমিটেড এডিশন কালার নিয়ে এসেছে, যেটা হচ্ছে ট্রাইটন ব্লু সিলভার।

Suzuki Gixxer & Suzuki Gixxer SF Price

ModelPrice
Gixxer with Carburator engine & Duel Disc brake2,24,950 /-
Gixxer with Fuel Injection & ABS2,44,950 /-
Gixxer SF with Carburator & Duel Disc brake2,71,950 /-
Gixxer SF with Fule Injection & ABS2,91,950 /-


সুজুকি নতুন এই সুজুকি জিক্সার এবং Suzuki Gixxer SF বাইকটি বাইকারদের কাছে অনেক পছন্দ হয়েছে, বলা যায় বাইকটি সবাইকে আকর্ষণ করতে সমর্থ হয়েছে। নতুন কালার ও গ্রাফিক্স এর কারণে ১৫০-১৬০সিসি সেগমেন্টে সুজুকি তাদের অবস্থান আরও শক্ত করবে বলে আশা করা যাচ্ছে

সুজুকির সব বাইকের দাম এবং সুজুকির শো-রুম সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ঘুরে আসুন। নতুন নতুন মোটরসাইকেল এর বিষয়ে খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।