Suzuki Gixxer SF FI ১০,০০০ কিলোমিটার রাইড রিভিউ - দিহান

This page was last updated on 29-Jul-2024 09:54am , By Shuvo Bangla

আমার নাম ইশাক দিহান। আমি  ঢাকা  নাবাবগঞ্জ জেলায় বসবাস করি। আমার বাইক এর নাম Suzuki Gixxer SF FI । বাইকটি আমি 10000 কিলোমিটার চালিয়েছি । 

Suzuki Gixxer SF FI ১০,০০০ কিলোমিটার রাইড রিভিউ - দিহান

suzuki gixxer sf fi black

আমার জীবনের প্রথম বাইক ছিলো Apachr RTR 150। বাইকটি ছিল 2018 সালের মডেল। বাইকটি আমি 7-8 মাস  ব্যবহার করেছিলাম। 

আমার ছোট বেলা থেকেই বাইক এর প্রতি আগ্রহ ছিলো। আমি ছোট বেলা থেকে এলাকার বড় ভাই দের বাইক এর পিছনে ঘুরতাম। আমি স্কুল লাইফ থেকে চিন্তা করতাম কলেজে উঠে বাইক কিনব৷  

Suzuki Gixxer SF FI বাইক টি আমার আগে থেকে পছন্দ ছিলো। 2020 সালে আবার এর নতুন ভার্সন এসেছে সেটা হচ্ছে FI ভার্সন gixxer SF FI বাইকটি দেখতে অনেকটা স্পোর্টস বাইক এর মত। তাই আমি এই বাইকটি বেছে নিয়েছি। 

suzuki gixxer sf fi bike

আমি আমার gixxer SF Fi বাইকটি বেছে নিয়েছি কারন বাইকটির লুক । বাইকটি চালাতে অনেক কম্ফোর্টাবল । আমার হাইটের সাথে বাইকটি মানায় তাই আমি এই বাইকটি বেছে নিয়েছি।

Suzuki Gixxer SF FI বাইকটি ২,৪০,০০০ টাকা দিয়ে কিনেছি। এবং 10 বছরের রেজিস্ট্রেশন করেছি ১০ হাজার টাকা দিয়ে। বাইকটি আমি ঢাকা বসিলা সুজুকির শোরুম Suzuki Bike Center থেকে ক্রয় করেছি 

বাইক কেনার দিন অনেক এক্সাইটেড ছিলাম যা বলে বোঝানো যাবেনা। আমি বড় ভাইদের সাথে ৪ টি বাইক নিয়ে আমার বাইকটি ক্রয় করার জন্য যাই। এবং ওইদিন খুব মজা হয়। 

suzuki gixxer sf fi at mithamoin

বাইকটি প্রথম চালানোর অনুভুতি ছিল অসাধারন। নতুন বাইক সেহেতু বাইকটি আমি আস্তে ধিরে চালিয়ে বাসায় নিয়ে আসি। আমার বাইকটি চালানোর পিছনে মূল কারন হলো বাইক এর প্রতি ভালবাসা। বাইক দেখলে মানের ভিতর একটা  আকর্ষন কাজ করে । 

প্রতিদিন যখন বাইকটি রাইড করি সেই প্রথম বার যখন বাইকটি চালিয়েছিলাম সােই রকম অনভুতি পাই এবং বাইকটির কম্ফোর্ট ও ব্রেকিং অসাধারন। 

আমার বাইকটি ৩ বার সার্ভিসিং করিয়েছি। বছিলা সুযুকির শোরুম থেকেই সার্ভিস গুলো করাই । এবং বাকি সব আমার এলাকার পাশেই বাইক সার্ভিসিং সেন্টার আছে সেখান থেকে করিয়েছি।

আমি 2500 কিলোমিটার বাইকটি চালানোর পূর্বে মাইলেজ পেতাম একটু বেশি । কারন ব্রেকিং পিরিয়ড মেইন্টেইন করা লাগত তাই বাইকটি  আস্তে আস্তে চালাতাম। তখন মাইলেজ পেতাম 45 + এবং 2500 কিলোমিটার পর আমি মাইলেজ পেয়েছি 35 - 40 ।

suzuki gixxer sf fi price

বাইক আমার অনেক পছন্দের তাই আমি আমার বাইক এর অনেক যত্ন নেই। তাছাড়া বাইকে আমি সবসময় ভাল মানের ফুয়েল এবং ভাল কোয়ালিটির ইঞ্জিন অয়েল ব্যবহার করি। আমি এক থেকে দের মাস পর পর বাইকটি সার্ভিসিং করিয়ে থাকি।

আমি আমার বাইকে  মতুল ব্রান্ড এর ইঞ্জিন অয়েল ব্যবহার করি। যা আমার কাছে আমার বাইকটির জন্য ভাল মনেহয় । আমি মতুল  4t 5100 15w50 ইঞ্জিন অয়েলটি ব্যবহার করি।

suzuki gixxer sf fi

এখন পর্যন্ত আমি বাইকটির সুধু একটি পার্টস পরিবর্তন করেছি । সেটা হলো বডি কিট এর নিচের পার্ট । পার্টসটি পরিবর্তন করার কারন হলো বাইকটি ঘরে উঠানোর সময় সিরিতে ধাক্কা খেয়া পার্টসটি ভেংগে যায়। তাই আমি এটি পরিবর্তন করি।

সাধারন্ত আমি এখনো বাইকে  কোন মডিফিকেসন করিনি। আমার কাছে স্টক অবস্থায় ই ভালো লাগে । আমার বাইকটি নিয়ে আমার তোলা সর্বোচ্চ স্পিড ১২২ ।

Suzuki Gixxer SF FI বাইকটির কিছু ভাল দিক - 

  • কন্ট্রোলিং।
  • মইলেজ।
  • ব্রেকিং।
  • টায়ার গ্রিপ।
  • কম্ফোর্ট।

Suzuki Gixxer SF FI বাইকটির কিছু খারাপ দিক - 

  • হেড লাইটের আলো কম।
  • পিলিয়ন সিট ছোট।
  • লং রাইডে বাইকের পাওয়ার একটু কম মনে হয়।

বাইকটি নিয়ে আমি এখন পর্যন্ত  লং টুর দেইনি। তবে এই বাইকটি নিয়ে আমার লং টুর হচ্ছে নাবাবগঞ্জ টু কিশোরগঞ্জ । আমি আমার বাইকটির পার্ফরমেন্স নিয়ে সন্তুষ্ট । ধন্যবাদ । 

লিখেছেনঃ ইশাক দিহান
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।