Suzuki Gixxer SF এর ইঞ্জিন ওয়েল গ্রেড 20W40 - তানমিম

This page was last updated on 27-Jul-2024 11:28am , By Raihan Opu Bangla

আমি তানমিম । একজন নতুন লেডি বাইকার । আমি বরিশাল কাশিপুর এলাকায় বসবাস করি । আমি একটি Suzuki Gixxer SF বাইক ব্যবহার করছি । যদিও আমি নতুন রাইডার খুব বেশি অভিজ্ঞতা নেই । তবুও আমি একজন লেডি বাইকার হিসেবে সবার সাথে আমার এই স্বল্প সময়ের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করতে চাই ।

suzuki gixxer sf 155 blue color front disc brake

Suzuki Gixxer SF এর ইঞ্জিন ওয়েল গ্রেড 20W40 - তানমিম


আমার জীবনের প্রথম বাইক ছিল Hero Hunk 150 । ওই বাইকটি দিয়ে আমি প্রথম বাইক চালানো শিখি । বিস্তারিত বলতে গেলে জিক্সারের থেকে আমার Hero Hunk বাইকটি বেশি কমফোর্টেবল মনে হয়েছে। বাইক নিয়ে ট্যুর করতে খুব ভালোবাসি । 

বাইক ট্যুর এর কারন বলতে গেলে একটা অপশনই আসে বাইক শব্দের অর্থই আমার কাছে ভালবাসা । ছেট বেলা থেকে বাইকের প্রতি অন্যরকম একটা আগ্রহ কাজ করতো । কোথাও ঘুরতে বের হলে আমি বাইকের দিকেই তাকেই থাকতাম আর ভাবতাম আমিও যদি বাইক চালাতে পারতাম আমারও যদি বাইক থাকতো ।

ভালবাসার বহিঃপ্রকাশ কি করে দেয় আমার সঠিক জানা নেই, কেন কিসের জন্য একটা মানুষ ভালবাসে তারও ধারনা হয়তো কেউ দিতে পারবেনা । আমার কাছে ট্যুর করার জন্য বাইক বেস্ট মনে হয়। ভ্রমন প্রিয় মানুষ ভ্রমন করতে পছন্দ করি তাই আমার কাছে ভ্রমন করার মাধ্যম হিসেবে বাইক বেস্ট । বরিশাল ভাটিখানা থেকে বাইকটি কেনা হয়েছিল । বাইকটি কিনতে যাওয়ার দিন খুবই এক্সাইটেড ছিলাম ভাবছিলাম কখন বাইকটিতে চরবো বাইকটি চালাবো । 

বাইকটি কেনার পরে পুরো বরিশাল ঘুরেছিলাম । প্রথম বার চালানোর অনুভূতি কারোর ভালো হয় বলে আমারতো মনে হয়না এক্সাইটেড থাকলেও অনেক ভয়ে ভয়ে রাইড করতে হয়েছে ।suzuki gixxer sf 155 blue color headlight rear view mirror and indicator

বাইকটিতে আছে ১৫৫ সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন । এয়ারকুল ইঞ্জিন । সামনে ডিক্স ব্রেক পেছনে ড্রাম ব্রেক । ১৪০ সেকশন এর রেয়ার টায়ার । ৫ টি গিয়ার । বাইকটির লুকস অসাধারন । ভালো মাইলেজ, কম্ফোর্ট সব কিছু মিলিয়ে বেশ ভালো একটা বাইক । বাইকটি আমাকে বেশ ভালো সার্ভিস দিচ্ছে । এখন পর্যন্ত তেমন কোন সমস্যা হচ্ছেনা । নিয়মিত সার্ভিস গুলো করাই যখন যেটা সমস্যা মনে হয় সমাধান করে ফেলি । 

কখনো বাইকটি নিয়ে আমার কোণ সমস্যায় পরতে হয়নি । মাইলেজ ৩৫+- কিলোমিটার প্রতি লিটার পাচ্ছি । বাইকটি খুব ভালো মাইলেজ দিচ্ছে হাইওয়েতে এর পার্ফরমেন্স খুব ভালো । তবে পিলিয়ন সিট আরামদায়ক নয় । আর নাইট রাইডে হেডলাইট এর আলো ভালো না । আমি মডিফাই করে ফগ লাগিয়েছি ।

সঠিক সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন, চেইন লুব, চেইন আডজাস্ট, ক্যাবেল লুব, এয়ার ফিলটার ক্লিন, অয়েল ফিল্টার পরিবর্তন, চাকার প্রেশার চেক সঠিক সময়ে করলে আর কিছু করার দরকার হয়না । আমি 20w40 গ্রেডের মটুল ইঞ্জিন অয়েল ব্যবহার করি । 

সবসময় ফুয়েল হিসেবে অকটেন ব্যবহার করি । বাইকটিতে তেমন কিছুই পরিবর্তন করতে হয়নি । কোন মডিফাই ও করিনি । বাইকটি দিয়ে আমি সর্বোচ্চ স্পিড ৮০ তুলেছি । কুয়াকাটা ট্যুরে যাওয়ার পথে । বাইকটির রেডি পিকাপ রেস্পন্স খুব ভালো । তবে লং রাইডে ১৫০ কিলোমিটার এর পরে কিছুটা পাওয়ার লস এবং সাউন্ড পরিবর্তন হয় ।gixxer sf 155 blue color handlebar fuel tank

Suzuki Gixxer SF বাইকটির কিছু ভালো দিক -

  • লুকস
  • মাইলেজ
  • কম্ফোর্ট
  • ব্রেকিং
  • থ্রটল রেস্পন্স

Suzuki Gixxer SF বাইকটির কিছু খারাপ দিক -

  • হেডলাইটের আলো কম
  • পিলিয়ন সিট কম্ফোর্ট না
  • পার্টস এর দাম একটু বেশি
  • লং রাইডে সাইন্ড এবং পার্ফরমেন্স ড্রপ করে
  • ওয়েল কুল অথবা লিকুয়েড কুল হলে ভালো হতো

বাইকটি দিয়ে আমি অনেক জায়গায় ভ্রমন করেছি । মূলত ভ্রমন করার জন্যই বাইক কেনা । আমি কুয়াকাটা, খুলনা, বান্দরবন, ঢাকা আরো অনেক জায়গায় ভ্রমন করেছি । হাইওয়েতে এর পার্ফরমেন্স ছিল প্রশংসা করার মত । আমি আমার বাইকটি নিয়ে যথেষ্ট খুশি । 

হয়তোবা বেশি দিন আর এই বাইক চালানো হবেনা বাইকটি পরিবর্তন করে অন্য কোন বাইক কিনতে পারি । তবে সব দিক মিলিয়ে আমি বাইকটির পারফর্মেন্স এ মুগ্ধ । ধন্যবাদ। Lets See Suzuki Gixxer price in Bangladesh here.

সুজুকির সব বাইকের দাম এবং সুজুকির শো-রুম সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ঘুরে আসুন। নতুন নতুন মোটরসাইকেল এর বিষয়ে খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।

লিখেছেনঃ তানমিম

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।