Suzuki Gixxer SF 155 DD বাইক নিয়ে মালিকানা রিভিউ - তানজিল

This page was last updated on 29-Jul-2024 03:28pm , By Raihan Opu Bangla

আমি আনায়েদ রহমান তানজিল। ওয়াড়ীর লারমিনই স্ট্রিটে থাকি। আমি একজন Suzuki Gixxer SF 155 DD ইউজার। আমার বাইকটি বর্তমানে ২২,৪৭৫ কিলোমিটার চলেছে। আজ আমি আমার বাইকটি নিয়ে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করবো।

Suzuki Gixxer SF 155 DD বাইক নিয়ে মালিকানা রিভিউ

আমার জীবনের প্রথম বাইক Suzuki Gixxer SF 155 DD। বাইক জিনিসটা আমার রক্তের সাথে মিশে আছে সেই ছোটবেলা থেকেই। একটাই সপ্ন বড় হয়ে বাইক চালাবো। আমার নিজের একটা বাইক থাকবে। কিন্তু আমার এই স্বপ্নের সবচেয়ে বড় বাধা  হল, আমি বাবা-মায়ের একমাত্র সন্তান।

বাইক চালানোতে যেহেতু বেশ কিছুটা ঝুকি আছে তাই একমাত্র সন্তান হিসেবে আমার বাবা-মা কোনমতেই আমাকে একটা বাইক কিনে দিতে রাজি ছিলনা। যারা বাবা-মায়ের একমাত্র সন্তান তারাই বুঝবে আমার কষ্টটা। সব বাধা পেরিয়ে  আমার বয়স যখন  ১৪ তখনই লুকিয়ে লুকিয়ে  বাইক চালানো শিখলাম। 

কিন্তু পরিবারের চাপের জন্য বাইক আর কেনা হলো না, আর তখন এমনিতেই ছোট ছিলাম। সব থেকে মজার ব্যাপার হলো, আমি প্রতিদিন স্বপ্ন দেখতাম আমি বাইক চালাচ্ছি কিন্তু একদিন ও সাইকেলের থেকে বেশি স্পিডে চালাতে পারিনি। আমার বাইক ভাল লাগার কারণ হলো সব যায়গায় বাইক নিয়ে যাওয়া যায় কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যায়না। 

ঢাকা শহর হচ্ছে জ্যামের শহর। আর এই জ্যামের শহরে বাইক ছাড়া কোন বিকল্প নেই। বাইক এবং বাইকিং ভাল লাগার কোন কারণ লাগে না। বাইক জিনিসটা কম বেশি সবাই পছন্দ কারো কম আর কারো বেশি ।

Suzuki Gixxer SF 155 DD First Impression Review In Bangla – Team BikeBD

ছোটবেলা থেকেই আমার নিজের একটা বাইকের স্বপ্ন ছিল। আমাকে কেউ যদি জিজ্ঞেস করত বড় হয়ে কি হবা, আমি বলতাম বড় হয়ে আমি বাইকার হবো। আমি বাইক ছাড়া বলতে গেলে কিছুই বুঝতাম না। অবশেষে আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে আমার বাবা-মা সম্মত হয়। 

২০১৮ সালে আমি হয়ে যাই Suzuki Gixxer SF 155 DD বাইকের একজন গর্বিত মালিক। বাইকটি আমি ২,৫৯,০০০ টাকা দিয়ে বংশাল ওমেগা মটরস থেকে ক্রয় করি । বাইক কেনার আগের সারা রাত জেগে ছিলাম আমি, কারণ আমার ঘুম আসছিল না। আমার এখনো মনে আছে বাইকের চাবি হাতে পেয়ে আমি খুশিতে রীতিমত কাপছিলাম। 

Suzuki Gixxer SF 155 DD বাইক নিয়ে মালিকানা রিভিউ

এতদিন স্বপ্ন দেখার পর নিজের প্রথম বাইক পেয়ে সেটাকে প্রথমবার রাইড করার অনুভূতি যে এতটা অসাধারণ এবং আবেগপ্রবন হতে পারে সেটা আমার ধারনার বাইরে ছিল। বর্তমানে আমার Suzuki Gixxer SF 155 DD বাইকটি ২২,৪৭৫ কিলোমিটার রানিং। 

বাইক নিয়ে আমার সবচেয়ে বেশি যাতায়াত ইউনিভার্সিটিতে। এছাড়াও যখনি যেখানে যাবার প্রয়োজন হয় তখনি আমার বাইক সঙ্গী হিসেবে আমার সাথে থাকে। লং ট্যুরের ক্ষেত্রেও আমি আমার Suzuki Gixxer SF 155 DD বাইকটি ব্যবহার করি। এবং খুব কম্ফোর্ট নিয়ে রাইড করে নিরাপদ গন্তব্যে পৌঁছাই ।

Suzuki Gixxer SF 155 DD বাইকের সব থেকে মজার ফিচার হলো এর রেডি পিকাপ। আরেকটা জিনিসও খুব ভাল লাগে এই বাইকের। আর সেটা হল বাইকটি গিয়ারে থাকা অবস্থায় ক্লাচ না চেপে স্টার্ট করা যায় না । আমি আমার Suzuki Gixxer SF 155 DD বাইকের ৪ টা ফ্রি সার্ভিসিং করিয়েছি ওমেগা মটরস থেকেই। যতবার সার্ভিস করিয়েছি কিন্তু একটা সমস্যার কোন সমাধান আমি এখনো পাইনি। 

বাইক কেনার পর থেকে আমি ২৬-২৮ এর বেশি মাইলেজ পাচ্ছি না যেখানে অন্য Suzuki Gixxer SF 155 DD ইউজাররা আরো বেশি মাইলেজ পাচ্ছে। বাইকের যত্ন করা আমার খুব পছন্দের কাজ। আমি কিছু দিন পর পর বাইক ওয়াশ করি। এয়ার ফিল্টার পরিষ্কার করি, চেইন পরিষ্কার করি, চেইনে লুব ব্যবহার করি। সঠিক ভাবে যত্ন নেই আর ভালো পার্ফরমেন্স পাই ।

Suzuki Gixxer SF 155 DD বাইক নিয়ে মালিকানা রিভিউ

 নির্দিষ্ট সময় পরপর আমি ইঞ্জিন অয়েল পরিবর্তন করি। ইঞ্জিন অয়েল হিসেবে Shell Synthetic 10W40 গ্রেডের অয়েল ব্যবহার করি। এটার দাম ৯৫০ টাকা। এই ইঞ্জিন অয়েলে আমি খুব ভাল সার্ভিস পাচ্ছি । বাইকটিতে আমার তেমন কোন পার্টস পরিবর্তন করতে হয়নি। 

শুধুমাত্র অয়েল ফিল্টার, এয়ার ফিলটার, চেইন সেট, বল-রেসার ইত্যাদি পরিবর্তন করেছি । Suzuki Gixxer SF 155 DD বাইকটি দিয়ে আমি টপ স্পীড পেয়েছি  ১২৮ । বাইকটিতে ০-১০০ বেশ দ্রুত স্পিড উঠে ।

Suzuki Gixxer SF 155 DD বাইকটির কিছু ভালো দিক-

  • বাইকটির লুক এক কথায় অসাধারণ।
  • থ্রটল রেসপন্স খুব ভালো।
  • স্পিডোমিটার সম্পূর্ণ ডিজিটাল।
  • কর্ণারিং করা যায় খুব ভাল ভাবে।
  • হাই স্পীডে বাইকের কোন ভাইব্রেশন ফিল হয়না।

Suzuki Gixxer SF 155 DD বাইকটির কিছু খারাপ দিক-

  • ৫ম গিয়ারে স্পীড উঠতে অনেক সময় লেগে যায়।
  • ওয়াসের সময় বা বেশি বৃষ্টিতে ভিজলে এর স্পীডোমিটারে পানি ঢুকে যায়।
  • ফুয়েল সেন্সর অল্প দিনেই নষ্ট হয়ে যায়।
  • বাইকটির স্টক ব্যাটারির পাওয়ার অনেক কম মনে হয়েছে আমার কাছে।
  • গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম 

সর্বোপরি আমি আমার বাইক নিয়ে সন্তুষ্ট। এই বাইক নিয়ে আমি চট্রগ্রাম, সিলেট, মাগুরা, কুয়াকাটা এবং সাজেক গিয়েছি। Suzuki Gixxer SF 155 DD  বাইকটি কখনো আমাকে হতাশ করেনি। বাইকিটি নিয়ে আমি যখন ঢাকা থেকে সাজেক গিয়েছি, পাহাড়ি রাস্তায় এটা আমাকে খুব ভাল সার্ভিস দিয়েছে।

Suzuki Gixxer SF 155 DD বাইক নিয়ে মালিকানা রিভিউ

আশা করি যে কোন রোড কন্ডিশনে আরো দীর্ঘদিন আমাকে আরো ভালো সার্ভিস দিয়ে যাবে আমার এই Suzuki Gixxer SF 155 DD বাইকটি। সবাই সাবধানে বাইক চালাবেন আর অবশ্যই ভাল মানের হেলমেট ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে।

সুজুকির সব বাইকের দাম এবং সুজুকির শো-রুম সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ঘুরে আসুন। নতুন নতুন মোটরসাইকেল এর বিষয়ে খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।

লিখেছেনঃ আনায়েদ রহমান তানজিল 

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

Salida ZL 8

Salida ZL 8

Price: 0.00

View all Upcoming Bikes