Suzuki Gixxer SF কিনুন, ৪০০০০/- টাকা ক্যাশব্যাক পান !
This page was last updated on 13-Jul-2024 05:58am , By Ashik Mahmud Bangla
দু সপ্তাহ আগেই সুজুকি বাংলাদেশ তাদের জিক্সার সিরিজে ঘোষনা করেছি ক্যাশব্যাক অফার । ওই সময়ের ক্যাশব্যাক অফারে তারা ২০,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দিয়েছিল । এখন সুজুকি তাদের Suzuki Gixxer SF বাইকে দিচ্ছে ৪০,০০০/- টাকার ক্যাশব্যাক অফার ।
Suzuki Gixxer SF বাইকটি হচ্ছে জিক্সার এর কিট বা স্পোর্টস ভার্সন । বাংলাদেশ সুজুকি জিক্সারের দুটি ভার্সন রয়েছে, একটি হচ্ছে কার্বুরেটর ভার্সন এবং অন্যটি হচ্ছে ফুয়েল ইঞ্জেক্ট (এফআই) ভার্সন । তবে বাইক দুটির ইঞ্জিন একই রকম, বাইক দুটিতে দেয়া হয়েছে ১৫৫সিসি, এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন । বাইকটির ইঞ্জিন থেকে 14.6 BHP এবং 14 NM টর্ক উৎপন্ন করতে সক্ষম । উভয় বাইকের টায়ার হচ্ছে টিউবলেস টায়ার । ৭ স্টেপ রেয়ার এডজাস্টেবল রেয়ার মনো-শক সাসপেনশন, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, ডুয়েল ডিস্ক ব্রেক স্ট্যান্ডার্ড । সুজুকি বাংলাদেশ তাদের পুরো জিক্সার লাইন আপে দিচ্ছে বড় ধরনের ডিস্কাউন্ট ।
Suzuki Gixxer SF FI First Impression Review
সুজুকি জিক্সার ক্যাশব্যাক অফার - জানুয়ারি ২০২০
Model Name | Regular Price | Offer Price in January 2020 |
---|---|---|
Suzuki Gixxer SF (Carburator) | 2,59,950 BDT | 2,19,950 BDT |
Suzuki Gixxer SF (Fi) | 2,79,950 BDT | 2,39,950 BDT |
Suzuki Gixxer (Single Disc) | 2,09,950 BDT | 1,84,950 BDT |
Suzuki Gixxer (Dual Disc) | 2,29,950 BDT | 1,99,950 BDT |
সুজুকি হায়াতে সুজুকি বাংলাদেশের একমাত্র কমিউটিং মোটরসাইকেল । বর্তমানে বাংলাদেশে হায়াতে এর তিনটি এডিশন রয়েছে । হায়াতের বেসড প্রাইস হচ্ছে ৮৯,৯৫০/- টাকা । অপরদিকে গত বছর লঞ্চ হওয়া স্পেশাল এডিশনের দাম হচ্ছে ৯৪,৯৫০/- টাকা । Suzuki Hayate EP এর দাম একটু বেশি, বর্তমানে বাইকটির দাম হচ্ছে ১০৯,৯৫০/- টাকা ।সুজুকির লাইন আপে রয়েছে বাংলাদেশের অন্যতম স্টাইলিশ সুজুকি ইন্ট্রুডার । বর্তমানে আমরা বাইকটি টেস্ট রাইড করছি । জানুয়ারির শেষ দিকে আমরা টেস্ট রাইড রিভিউ আমাদের ওয়েব সাইটে পাবলিশ করব । সুজুকির অন্যতম সারপ্রাইজ ছিল সুজুকি জিএসএস-আর ১৫০ বাইকটি অফিশিয়ালি লঞ্চ করা । বাংলাদেশের অন্যতম দ্রুত গতির স্পোর্টস বাইক । বর্তমানে বাইকটির দাম হচ্ছে ৩৫০,০০০/- টাকা, যা এর প্রতিদন্ধি থেকে দামে অনেক কম । বাইক, বাইকিং ও নতুন সব বাইকের খবর জানতে আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন । ধন্যবাদ ।