Speeder Countryman 165 ডিসকাউন্ট অফার ২০১৯
This page was last updated on 12-Jan-2025 11:15pm , By Saleh Bangla
নতুন বছরে মোটরসাইকেল মার্কেটে শুরু থেকে অনেক অফার দিয়ে আসছে বিভিন্ন মোটরসাইকেল কোম্পানি । গত মাসে কয়েকটি বড় মোটরসাইকেল ব্র্যান্ড বিনামূল্যে রেজিস্ট্রেশন অফার, উপহার, এবং ডিসকাউন্ট দিয়েছে। । তো সবার সাথে ট্রেন্ড ফলো করে Speeder নিয়ে এসেছে ডিসকাউন্ট অফার । স্পিডার দিচ্ছে Speeder Countryman ডিসকাউন্ট অফার ২০১৯।
Speeder একটি চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড। Speeder Countryman হচ্ছে ক্যাফে রেসার মোটরসাইকেল। এই বাইকটি বাংলাদেশে লঞ্চ করা হয় ২০১৭ সালে । এটি একটি ক্যাফে-রেসার মোটরসাইকেল। তবে ক্যাফে রেসার হলেও বাইকটি 165cc সেগমেন্টের মোটরসাইকেল । মোটরসাইকেলটি 165cc সেগমেন্টের একমাত্র ক্যাফে রেসার মোটরসাইকেল ।
Speeder Countryman 165 Cafe Racer Motorcycle In Bangladesh
https://www.youtube.com/watch?v=mfL7gVbB9LY&t=15s Speeder Countryman 165 2017 একটি 165cc ক্যাফ রেসার মোটরসাইকেল । মোটরসাইকেলটির ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার টুইন ভালভ, ওয়েল কুল্ড বিশিষ্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে । ইঞ্জিনটিতে ব্যালেন্স শিফট রয়েছে,যা বাইকের ভাইব্রেশন কমাতে সহায়তা করে এবং এ কারণে রাইডিং অনেক বেশি কমফোর্টেবল হয় । ইঞ্জিনটি 16.1 বিএইচপি @ 8000 RPM এবং 17 এনএম টর্ক ক্ষমতা উৎপন্ন করতে পারে। ইঞ্জিনের সাথে ৬ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে এর পাওয়ার ট্রান্সমিশনের জন্য ।
বাইকটির লুকস নিয়ে যদি বলি, তবে এটি সম্পূর্ন রুপে ক্যাফে রেসার এর ক্যারেক্টার ধরে রেখেছে । বাইকটি বাল্ব টাইপ ইনডিকেটর হিসেবে হ্যালোজেন মাল্টি-রিফ্লেক্টর হেডলাইট দেয়া হয়েছে । মোটরসাইকেলটির হুইল গুল স্পোক হুইলস এবং টায়ার গুলো হচ্ছে টিউব টায়ার । সাইকেলটির একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এটিতে 3 পার্ট হ্যান্ডেলবার এবং রেয়ার ভিউ মিরর রয়েছে যা মোটরসাইকেলটির হ্যান্ডেলবারের সাথে দেয়া হয়েছে । সম্প্রতি, স্পিডার লঞ্চ করেছে Speeder Big Monster Fi নামে একটি নতুন মোটরসাইকেল। এটি সম্পূর্ণ নতুন একটি ১৬৫সিসি মোটরসাইকেল । বাইকটি 165cc সেগমেন্টের নতুন ডিজাইন ও লুকস এর নেকেড স্পোর্টস বাইক।
Speeder Big Monster 160Fi রয়েছে 165cc, সিংগেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন (EFI) ইঞ্জিন। ইঞ্জিন ডিস্প্লেমেন্ট 163.7cc । ইঞ্জিন থেকে প্রায় 15.3 বিএইচপি @ 8000 RPM এবং 14.6 এনএম টর্ক @ 6000 RPM ক্ষমতা উৎপন্ন করতে পারে । ইঞ্জিন ঠান্ডা করার জন্য বাইকটিতে রয়েছে একটি অয়েল কুলিং সিস্টেম । পাওয়ার ট্রান্সমিশনের জন্য 6-স্পীড গিয়ারবক্স ইঞ্জিনের সাথে সংযুক্ত করা আছে।
Speeder Monster 165 FI – New Street Fighter Bike In Bangladesh
https://www.youtube.com/watch?v=mQ636ruuw4Y&t=96s বর্তমানে স্পিডার তাদের Speeder Countryman 165 এ দিচ্ছে ডিস্কাউন্ট অফার । প্রতিটি Speeder Countryman ক্রয়ের উপর থাকছে প্রায় ১০,৫০০ টাকার ডিস্কাউন্ট । এখন বাইকটির মূল্য ২,২৯,৫০০ টাকা।
Also Read: Best Speeder Bikes Under 1.5 Lakh At A Glance | BikeBD
এই ডিস্কাউন্ট অফারটি শুধু মাত্র Speeder Countryman বাইকটির জন্য প্রযোজ্য । আমরা আশা করি অন্যান্য কোম্পানি গুলোও শীঘ্রই বাইকারদের জন্য নতুন অফার নিয়ে হাজির হবে । তাই লেটেস্ট সব নিউজ এর জন্য আমাদের ওয়েবসাইটের ভিজিট করতে থাকুন।