রানার বোল্ট ১৬৫আর ফিচার রিভিউ – অল নিউ স্ট্রিটফাইটার
This page was last updated on 30-Jul-2024 04:35am , By Ashik Mahmud Bangla
রানার অটোমোবাইলস লিমিটেড তাদের আপডেটেড প্রডাক্টলাইনে নতুন রানার বোল্ট ১৬৫আর বাইকটি প্রদর্শন করছে। স্ট্রিট-নেকেড সেগমেন্টে নতুন এই মোটরসাইকেলটি বেশ চমৎকার ও স্পোর্টি কিছু ফিচার নিয়ে হাজির হয়েছে। সেইসূত্রেই মোটরসাইকেলটির ফিচারের বিশদ বিবরন নিয়ে আমরা রানার বোল্ট ১৬৫আর ফিচার রিভিউ নিয়ে এসেছি। চলুন তবে সেই আলোচনায়।
রানার বোল্ট ১৬৫আর ফিচার রিভিউ
রানার বোল্ট ১৬৫আর – অল নিউ স্ট্রিটফাইটার
নতুন রানার বোল্ট ১৬৫আর রানার অটোমোবাইলস লিমিটেডের একটি ব্র্যান্ড-নিউ মোটরসাইকেল। স্ট্রিট-নেকেড সেগমেন্টের এই মোটরসাইকেলটিতে স্ট্রিটফাইটার প্রোফাইল এবং ইরগনোমিক্স সমন্বয় করা হয়েছে। মোটরসাইকেলটিতে রয়েছে শার্প ও কাটিংএজ প্রফাইল নিয়ে স্পোর্টি নেকেড ও বেশ কম্প্যাক্ট একটি ডিজাইন।
মোটরসাইকেলটিতে অনেকটাই আগ্রাসীভাবে এর পুরো বডি-প্যানেলে একটি শার্প ডিজাইন দেয়া হয়েছে। এর হেডল্যাম্প, ফুয়েল-ট্যাঙ্ক, সিট, সাইড প্যানেল, মোটামুটি প্রতিটি অংশই সেই ধারালো বৈশিষ্ট্যটি পেয়েছে। এছাড়াও এতে রয়েছে কিছুটা ডুকাটি বাইকের মতো গ্রিলড ফ্রেম ফেন্সিং, ইঞ্জিন কাউলিং, এবং আন্ডারবেলি কমপ্যাক্ট একজষ্ট, যা এর আগ্রাসীভাবকে আরো বাড়িয়ে দিয়েছে।
বাইকটির হেডল্যাম্পটি এলইডি ডিআরএল সেটআপসহ বেশ একটি কমপ্যাক্ট একটি ইউনিট। এর হেডটপ মাউনটেড ওডোমিটারটি সম্পূর্ণ ডিজিটাল। আর পাইপ হ্যান্ডেলবারের পরে বাইকটির ফুয়েলট্যাঙ্কটিও বেশ আকর্ষণীয় ডিজাইনের। এর সিটটি একটি স্পোর্টি-স্প্লিট সিট, যার দুপাশে শিংয়ের মতো দুটি গ্র্যাবরেইল রয়েছে। এছাড়াও এর সামগ্রীক বডি প্যানেল গ্লোসি ও ম্যাট ফিনিশ দিয়ে সমন্বিত।
রানার বোল্ট ১৬৫আর বাইকটির পেছন দিকটিও বেশ কম্প্যাক্ট ও স্পোর্টি ডিজাইনের। এর টেইলল্যাম্প ও ব্লিঙ্কারগুলি এলইডিযুক্ত। এর পেছন দিকটি একবারেই নেকেড। এই নেকেড টেইলের সাথে সাথে এর পেছনের চাকাটিও একটি বিকিনি ফেন্ডারসহ পুরোপুরি নেকেড। আর গোল্ডেন ইউএসডি-সাসপেনশন, স্পোর্টি হুইল, এবং এ্যাগ্রেসিভ বডি ডিজাইনের সমন্বয়ে বাইকটি মোটামুটি চমৎকার একটি স্ট্রিটফাইটার লুক ও ডিজাইন পেয়েছে।
ফ্রেম, হুইল, ব্রেক এন্ড সাসপেনশন সিস্টেম
নতুন রানার বোল্ট ১৬৫আর একটি স্টিলের ফ্রেমে ডিজাইনকৃত মোটরসাইকেল। এর ফ্রেমে কিছুটা ডুকাটি বাইকের মতোই স্টিল গ্রিল ফেন্সিং রয়েছে। এটি বাইকটিতে বেশ আলাদা একটি মাত্রা দিয়েছে। বাইকটির হুইলে রয়েছে বেশ চওড়া প্রফাইলের এ্যালয়-রিম এবং টিউবলেস টাইপের টায়ারের। আর ব্রেকিং সিষ্টেমে এর দুই চাকাতেই রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেকিং সিস্টেম।
রানার বোল্ট ১৬৫আর এর সাসপেনশন সিস্টেমে এর সামনে রয়েছে ইউএসডি হাইড্রোলিক টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন। আর পেছনের সেটআপটি মনো। বাইকটির সামনের সাসপেনশনের সোনালী ব্যারেল জোড়া বাইকের বেশ উজ্জল ও উল্লেখযোগ্য একটি অংশ। এটি বাইকটির এ্যাগ্রেসিভ চেহাড়াকে আরো বাড়িয়ে দিয়েছে। তবে সবমিলিয়ে বাইকটিতে বেশ ভালো ফিচারের হুইল, ব্রেক ও সাসপেশন সিস্টেম সমন্বয় করা হয়েছে।
হ্যান্ডেলিং এন্ড কন্ট্রোলিং ফিচার
নতুন রানার বোল্ট ১৬৫আর বাইকটির হ্যান্ডেলিং ও কন্ট্রোলিং ফিচারে এতে মূলত: স্ট্রিটফাইটার ইরগনোমিক্স দেয়া হয়েছে। এর লোয়ার-মাউন্টেড পাইপ হ্যান্ডেলবার, আপরাইট সিট ও অন্যান্য কন্ট্রোলিং লিভারসহ বাইকটির রাইডিং পজিশন মোটামুটি স্পোর্টি আপরাইট। ফলে এর ম্যানুয়েভারিং ও হ্যান্ডেলিং বেশ চটপটে ও সহজ।
বাইকটির সিটটি একটি স্পোর্টি স্প্লিট সিট। এতে রাইডার ও পিলিয়ন সিটদুটো আলাদা উচ্চতায় সমন্বয় করা। সিটগুলো যথেষ্ট প্রশস্ত এবং পিলিয়ন সিটটির দুপাশে রয়েছে চমৎকার দুটি গ্র্যাবরেইল। যা বাইকটির হ্যান্ডেলিং ও বসার ক্ষেত্রে বেশ সাপোর্ট দিতে পারে। সবমিলিয়ে ভালো হুইল, ব্রেক, এবং সাসপেনশনসহ এটিতে বেশ ভালো হ্যান্ডেলিং ও কন্ট্রোলিং ফিচারের সমন্বয় ঘটানো হয়েছে।
রানার বোল্ট ১৬৫আর ইঞ্জিন ফিচার
রানার বোল্ট ১৬৫আর বাইকটিতে রয়েছে একটি 164.74সিসির সিঙ্গেল-সিলিন্ডার, ফোর-স্ট্রোক, এয়ার-কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি ২-ভালভ এবং কার্বুরেটর ফুয়েল ফিডিং ফিচারযুক্ত। এতে আরো রয়েছে ৫-স্পিড গিয়ার ট্রান্সমিশন এবং একটি সুবিধাজনক ইলেকট্রিক স্টার্ট সিস্টেম।
এই 61.0mm x 56.4mm বোর ও স্ট্রোকের ওভারস্কয়ার ইঞ্জিনটি মোটামুটি সর্বোচ্চ 9.8kW পাওয়ার এবং 14NM টর্ক ডেলিভারী দিতে পারে। আর 9.3: 1 কম্প্রেশন রেশিও এর সাথে সাথে আশা করা যায় এটিতে বেশ ভালো ফুয়েল ইকোনমি ও পাওয়া সম্ভব। তো সবমিলিয়ে আশা করা যায় ৫-স্পিড গিয়ারের মাধ্যমে এর উল্লেখযোগ্য টর্ক ডেলিভারী আসলেই সত্যিকারের স্ট্রিটফাইটারের মজা দিতে সক্ষম।
Runner Bolt 165R Specification
Specification | Runner Bolt 165R |
Engine | Single Cylinder, Four-Stroke, Air Cooled, 2-Valve Engine |
Displacement | 164.74cc |
Bore x Stroke | 61.0mm x 56.4mm |
Compression Ratio | 9.3:1 |
Maximum Power | 9.8kW (13.2BHP) @7,500RPM |
Maximum Torque | 14NM @6,500RPM |
Fuel Supply | Carburetor |
Ignition | CDI |
Starting Method | Electric Start |
Clutch Type | Wet, Multiple-Disc |
Lubrication | Wet Sump |
Transmission | 5-Speed |
Dimension | |
Frame Type | Steel Frame with Grilled Fence |
Dimension (LxWxH) | 2,000mm x730mm x 1,080mm |
Wheelbase | 1,350mm |
Ground Clearance | Not Found |
Saddle Height | 775mm |
Weight (UNLADEN) | 150kg |
Fuel Capacity | 12 Liters |
Wheel, Brake & Suspension | |
The Suspension (Front/Rear) | USD Telescopic Hydraulic Shock Absorbers Mono Shock Absorbers |
Brake system (Front/Rear) | Front: Hydraulic Disc Rear: Hydraulic Disc |
Tire size (Front / Rear) | Front: 100/80-17 Rear: 130/70-17 Both Tubeless |
Battery | 12V |
Headlamp | LED |
Speedometer | Fully Digital |
*All the specifications are subject to change upon company rules, policy, offer & promotion. BikeBD is not liable for the changes.