Pulsar Stuntmania season 1 - গ্র্যান্ড ফাইনাল ও বিস্তারিত । বাইকবিডি

This page was last updated on 15-Jul-2024 09:54am , By Ashik Mahmud Bangla

Pulsar Stuntmania সিজন ১ এর ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল গতকাল । গ্রান্ড ফাইনাল গালা এই পর্বটি গতকাল ৮ ই নভেম্বর ফাইনাল চ্যালেঞ্জ শেষ হওয়ার পর গতকাল এর গ্র্যান্ড গালা ফাইনাল অনুষ্ঠিত হয় । এই দিন এই সিজনের বিজয়ী কে হয়েছে সেটা ঘোষনা করা হয় ।pulsar stuntmania

Pulsar Stuntmania – গ্রান্ড ফাইনাল গালা

গ্র্যান্ড ফাইনাল গালা গত ৮ ই নভেম্বর ২০১৯ আগারগাও এ অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় । ভেন্যুর গেট অতিথিরদের জন্য সন্ধ্যা ৭টায় খুলে দেয়া হয় । তারা ভিতরে প্রবেশ করে পুরো শোটি উপভোগ করেন । উত্তরা মোটরস আয়োজিত Pulsar Stuntmania এর ফাইনাল গালা পর্বটি উপস্থাপনা করেন ইন্দ্রানী দাস এবং এই প্রোগ্রামটি সরাসরি প্রচারিত করে এনটিভি ।

Also Read: Pulsar Stuntmania - প্রথম পর্ব স্টান্ট ও বিস্তারিত

 এছাড়া পালসার বাংলাদেশ এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও এটি লাইভ সম্প্রচার করা হয় । এর সাথে আরও সম্প্রকৃত ছিল বায়োস্কোপ এবং অন্যান্য মিডিয়া । এই প্রোগ্রামের শুরুতেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করা হয় । যারা যারা এই প্রোগ্রামের অংশ নিয়েছে এবং সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জ্ঞাপন করা হয় । এছাড়া অনেক শিল্পী ও কলাকুশলীরা তাদের পারফর্মেন্স প্রদর্শন করে থাকে । এখানে অনেক গুলো ডান্স শো করা হয়েছে - তবে তাদের মধ্যে সবার কাছে যে ডান্স পারফর্মেন্সটি ভাল লেগেছে সেটি হচ্ছে স্ট্রোমি স্কাই ডান্স গ্রুপের লাইট ও ডার্ক ডান্স শো । এছাড়া রাফা, আনিকা এবং তাদের ব্যান্ড মেম্বাররা তাদের গান পরিবেশন করেন । পুরো প্রোগ্রামের সাউন্ড ও মিউজিক সবাইকে মুগ্ধ করে ।pulsar stuntmania grand finale

Pulsar Stuntmania – ফাইনালিস্ট

চারজন ফাইনালিস্ট কে একে একে মঞ্চে ডেকে নেয়া হয় - আলী আকবর, সাদাফ হোসেইন, আব্দুল কাইয়ূম ও সানোয়ার হোসেন । তারা মঞ্চ এসে তাদের অনুভূতি সবার সাথে শেয়ার করেন এবং ওই মুহূর্তে তারা কেমন বোধ করছেন তারা সেটা জানান । তারা সবাই আনন্দিত এই পর্যন্ত আসতে পেরে এবং তারা ব্যক্ত করেন যে তারা এরপর আরও কাজ করেন বাংলাদেশের স্টান্ট নিয়ে । একটি অডিও ভিজুয়াল দেখানো হয় । যেখানে প্রতিটি ফাইনালিস্ট এর ফাইনাল পর্যন্ত তাদের জার্নি কেমন ছিল সেটা দেখানো হয় ।top 10 of pulsar stuntmania

 সেরা দশ জনকে মঞ্চে ডেকে নেয়া হয় এবং তাদের ক্রেস্ট প্রদান করে বাংলাদেশ সরকারের মাননীয় আইন মন্ত্রী এবং উত্তরা মোটরস এর চেয়ারম্যান মিস্টার মতিউর রহমান । ক্রেস্ট প্রদানের পর সেই মাহেন্দ্রক্ষন উপস্থিত হয়, যিনি বিজয়ী হয়েছেন তার নাম ঘোষনা করা হয় ।

Pulsar Stuntmania – বিজয়ী

এই শো এর যিনি বিজয়ী হবেন তাকে দেয়া হবে " স্টান্ট সুপার স্টার অফ বাংলাদেশ " এর টাইটেল ও সেই সাথে পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা এবং একটি নতুন বাজাজ পালসার এনএস১৬০ এফআই সাথে এবিএস মোটরসাইকেল ।pulsar stuntmania season 1 winner

 ফাইনালিস্টদের মধ্যে পালসার স্টান্টম্যানিয়া সিজন ১ এর বিজয়ী হয়েছেন আব্দুল কাইয়ূম, যিনি পেয়ে গিয়েছেন ১০ লক্ষ টাকা এবং একটি নতুন বাজাজ পালসার এনএস ১৬০ মোটরসাইকেল । গ্র্যান্ড ফাইনাল গালা এবং বিজয়ী ঘোষনা এর মাধ্যমে পালসার স্টান্টম্যানিয়া সিজন  এর সফল সমাপ্তি হয়েছে । বাইকারদের জন্য এই শো অনেক দারুন একটি শো ছিল । এখন সবাই অপেক্ষা করে আছে এই শো এর সিজন ২ কবে আসবে!

FAQ – Frequently Asked Questions:

  • Pulsar Stuntmania কি? 
  • উত্তরঃ Pulsar Stuntmania হচ্ছে বাংলাদেশের প্রথম মোটরসাইকেল বেসড স্টান্ট রিয়েলিটি শো ।
  • Pulsar Stuntmania সিজন ১ এর বিজয়ী কে? 
  • উত্তরঃ পালসার স্টান্টম্যানিয়ার সিজন ১ এর বিজয়ী আব্দুল কাইয়ূম ।
  • Pulsar Stuntmania এই শোটিতে কি ধরনের মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে ?
  •  উত্তরঃ পালসার স্টান্ট ম্যানিয়া সিজন ১ এর এই শোতে ব্যবহার করা হয়েছে Pulsar NS160 বাইকটি ।
  • Pulsar Stuntmania এর গ্রান্ড প্রাইজ কি?
  • উত্তরঃ পালসার স্টান্ট ম্যানিয়ার যিনি বিজয়ী হবেন তিনি পাবেন দশ লক্ষ টাকা এবং সাথে একটী নতুন বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Upcoming Bikes