Pulsar Stuntmania season 1 - গ্র্যান্ড ফাইনাল ও বিস্তারিত । বাইকবিডি
This page was last updated on 15-Jul-2024 09:54am , By Ashik Mahmud Bangla
Pulsar Stuntmania সিজন ১ এর ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল গতকাল । গ্রান্ড ফাইনাল গালা এই পর্বটি গতকাল ৮ ই নভেম্বর ফাইনাল চ্যালেঞ্জ শেষ হওয়ার পর গতকাল এর গ্র্যান্ড গালা ফাইনাল অনুষ্ঠিত হয় । এই দিন এই সিজনের বিজয়ী কে হয়েছে সেটা ঘোষনা করা হয় ।
Pulsar Stuntmania – গ্রান্ড ফাইনাল গালা
গ্র্যান্ড ফাইনাল গালা গত ৮ ই নভেম্বর ২০১৯ আগারগাও এ অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় । ভেন্যুর গেট অতিথিরদের জন্য সন্ধ্যা ৭টায় খুলে দেয়া হয় । তারা ভিতরে প্রবেশ করে পুরো শোটি উপভোগ করেন । উত্তরা মোটরস আয়োজিত Pulsar Stuntmania এর ফাইনাল গালা পর্বটি উপস্থাপনা করেন ইন্দ্রানী দাস এবং এই প্রোগ্রামটি সরাসরি প্রচারিত করে এনটিভি ।
Also Read: Pulsar Stuntmania - প্রথম পর্ব স্টান্ট ও বিস্তারিত
এছাড়া পালসার বাংলাদেশ এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও এটি লাইভ সম্প্রচার করা হয় । এর সাথে আরও সম্প্রকৃত ছিল বায়োস্কোপ এবং অন্যান্য মিডিয়া । এই প্রোগ্রামের শুরুতেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করা হয় । যারা যারা এই প্রোগ্রামের অংশ নিয়েছে এবং সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জ্ঞাপন করা হয় । এছাড়া অনেক শিল্পী ও কলাকুশলীরা তাদের পারফর্মেন্স প্রদর্শন করে থাকে । এখানে অনেক গুলো ডান্স শো করা হয়েছে - তবে তাদের মধ্যে সবার কাছে যে ডান্স পারফর্মেন্সটি ভাল লেগেছে সেটি হচ্ছে স্ট্রোমি স্কাই ডান্স গ্রুপের লাইট ও ডার্ক ডান্স শো । এছাড়া রাফা, আনিকা এবং তাদের ব্যান্ড মেম্বাররা তাদের গান পরিবেশন করেন । পুরো প্রোগ্রামের সাউন্ড ও মিউজিক সবাইকে মুগ্ধ করে ।
Pulsar Stuntmania – ফাইনালিস্ট
চারজন ফাইনালিস্ট কে একে একে মঞ্চে ডেকে নেয়া হয় - আলী আকবর, সাদাফ হোসেইন, আব্দুল কাইয়ূম ও সানোয়ার হোসেন । তারা মঞ্চ এসে তাদের অনুভূতি সবার সাথে শেয়ার করেন এবং ওই মুহূর্তে তারা কেমন বোধ করছেন তারা সেটা জানান । তারা সবাই আনন্দিত এই পর্যন্ত আসতে পেরে এবং তারা ব্যক্ত করেন যে তারা এরপর আরও কাজ করেন বাংলাদেশের স্টান্ট নিয়ে । একটি অডিও ভিজুয়াল দেখানো হয় । যেখানে প্রতিটি ফাইনালিস্ট এর ফাইনাল পর্যন্ত তাদের জার্নি কেমন ছিল সেটা দেখানো হয় ।
সেরা দশ জনকে মঞ্চে ডেকে নেয়া হয় এবং তাদের ক্রেস্ট প্রদান করে বাংলাদেশ সরকারের মাননীয় আইন মন্ত্রী এবং উত্তরা মোটরস এর চেয়ারম্যান মিস্টার মতিউর রহমান । ক্রেস্ট প্রদানের পর সেই মাহেন্দ্রক্ষন উপস্থিত হয়, যিনি বিজয়ী হয়েছেন তার নাম ঘোষনা করা হয় ।
Pulsar Stuntmania – বিজয়ী
এই শো এর যিনি বিজয়ী হবেন তাকে দেয়া হবে " স্টান্ট সুপার স্টার অফ বাংলাদেশ " এর টাইটেল ও সেই সাথে পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা এবং একটি নতুন বাজাজ পালসার এনএস১৬০ এফআই সাথে এবিএস মোটরসাইকেল ।
ফাইনালিস্টদের মধ্যে পালসার স্টান্টম্যানিয়া সিজন ১ এর বিজয়ী হয়েছেন আব্দুল কাইয়ূম, যিনি পেয়ে গিয়েছেন ১০ লক্ষ টাকা এবং একটি নতুন বাজাজ পালসার এনএস ১৬০ মোটরসাইকেল । গ্র্যান্ড ফাইনাল গালা এবং বিজয়ী ঘোষনা এর মাধ্যমে পালসার স্টান্টম্যানিয়া সিজন এর সফল সমাপ্তি হয়েছে । বাইকারদের জন্য এই শো অনেক দারুন একটি শো ছিল । এখন সবাই অপেক্ষা করে আছে এই শো এর সিজন ২ কবে আসবে!
FAQ – Frequently Asked Questions:
- Pulsar Stuntmania কি?
- উত্তরঃ Pulsar Stuntmania হচ্ছে বাংলাদেশের প্রথম মোটরসাইকেল বেসড স্টান্ট রিয়েলিটি শো ।
- Pulsar Stuntmania সিজন ১ এর বিজয়ী কে?
- উত্তরঃ পালসার স্টান্টম্যানিয়ার সিজন ১ এর বিজয়ী আব্দুল কাইয়ূম ।
- Pulsar Stuntmania এই শোটিতে কি ধরনের মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে ?
- উত্তরঃ পালসার স্টান্ট ম্যানিয়া সিজন ১ এর এই শোতে ব্যবহার করা হয়েছে Pulsar NS160 বাইকটি ।
- Pulsar Stuntmania এর গ্রান্ড প্রাইজ কি?
- উত্তরঃ পালসার স্টান্ট ম্যানিয়ার যিনি বিজয়ী হবেন তিনি পাবেন দশ লক্ষ টাকা এবং সাথে একটী নতুন বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল ।