New Suzuki Gixxer বাইক নিয়ে মালিকানা রিভিউ - ইউসুফ আলী

This page was last updated on 31-Jul-2024 12:19pm , By Shuvo Bangla

আমি মোঃ ইউসুফ আলী । আমি সিরাজগঞ্জে থাকি , আপনাদের সাথে শেয়ার করবো New Suzuki Gixxer বাইকের মালিকানা রিভিউ । আমি ০৪-১১-২০২২ ইং তারিখে সুজুকি জিক্সার কার্বুরেটর রেড কালার মোটরসাইকেলটি ক্রয় করি।

new suzuki gixxer red colour

এই বাইকটি নিয়ে এখন পর্যন্ত মোট ২৮,০০০ কিলোমিটার রাইড করেছি । আলহামদুলিল্লাহ বড় ধরনের কোন সমস্যার সম্মুখীন হই নাই । এর মধ্যে দুইটি বড় টুর ছিল একটি সিলেট যা ছিল ১০০০ কিলোমিটার এর এবং দ্বিতীয়টি সাজেক, রাঙ্গামাটি ও বান্দরবান যা ছিল ১৬০০ কিলোমিটার এর।

এই ২৮,০০০ কিলোমিটার এর মধ্য আমি বেশ কিছু ভালো দিক এবং খারাপ দিক উপলব্ধি করেছি যা আজ আপনাদের কাছে শেয়ার করবো ।

New Suzuki Gixxer বাইকের কিছু ভালো দিক শেয়ার করি -

  • লুকস এবং ডিজাইন
  • বিল্ড কোয়ালিটি
  • কন্ট্রোলিং

new suzuki gixxer red colour

New Suzuki Gixxer বাইকের কিছু ভালো দিক শেয়ার করি -

  • ৫০ থেকে ৬০ কিলোমিটার একটানা চালানোর পরে ইঞ্জিন এর স্মুথনেস হারিয়ে যায়
  • হিটিং ইস্যু
  • ৭০-৮০ স্পিড অনায়েসে ওঠে কিন্তু তার বেশি যখনই উঠাইতে যায় গাড়ি ভাইব্রেট শুরু হয় যা বিরক্ত কর
  • পিলিয়ন সিট

বাইক বিডি গ্রুপের মডারেটর ও সকল মেম্বারদের প্রতি রইলো শুভেচ্ছা। এগুলা আমার একান্তই পার্সোনাল মতামত যদি কোন ভুল ত্রুটি থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ।

new suzuki gixxer red colour

লিখেছেনঃ  মোঃ ইউসুফ আলী

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।