“MyHero MyStory” প্রতিযোগীতায় অংশ নিয়ে জিতে নিন Hero Achiever

This page was last updated on 06-Jul-2024 01:40pm , By Shuvo Bangla

হিরো মটোকর্প বাংলাদেশ হিরো মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য আয়োজন করতে যাচ্ছে “MyHero MyStory” কনটেস্ট। মূলত এই ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে হিরো এচিভার ব্যবহাকারীদের জন্য। এতে যিনি বিজয়ী হবেন তিনি পেয়ে যাবেন হিরো মটোকর্পের পক্ষ থেকে একটি Hero Achiever বাইক।

hero achiever red colour

প্রতিযোগীতায় অংশ গ্রহনের নিয়মাবলীঃ

  • প্রত্যেক প্রতিযোগীকে তার হিরো বাইক ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও আপলোড করতে হবে।
  • প্রতিটি ভিডিও ৩০ থেকে ৬০ সেকেন্ডের হতে হবে।
  • ভিডিওতে ব্যবহার করা বাইকটি প্রতিযোগীর নিজের হতে হবে।
  • প্রতিটি ভিডিও আপলোডের সময় হ্যাশ ট্যাগ –  #MyHero MyStory’ দিতে হবে।
  • প্রতিটি ভিডিও প্রতিযোগীর নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে আপলোড দিতে হবে। আর প্রাইভেসি পাব্লিক করা থাকতে হবে।
  • ভিডিওতে ইংরেজি অথবা বাংলা ভাষা ব্যবহার করা যাবে।
  • যেসকল প্রতিযোগীকে সিলেক্ট করা হবে। তাদের সাথে পরবর্তিতে যোগাযোগ করা হবে।
  • প্রত্যেক প্রতিযোগিকে একটি “Query Form” পূরন করতে হবে।
  • টপ ১০ যারা হবেন পরবর্তিতে তাদের সাথে যোগাযোগ করা হবে এবং হিরো এর পেজে তাদের ভিডিও আপলোড করা হবে।
  • সবচেয়ে বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করা ভিডিও কে বিজয়ী ঘোষনা করা হবে।
  • প্রতিযোগীতার যেকোন পরিবর্তন বা বাতিল করা সম্পূর্ন হিরো মটোকর্প বাংলাদেশ করতে পারে।
  • হিরো নন কমার্শিয়াল কাজে ভিডিও গুলো ব্যবহার করতে পারবে।
  • কে বিজয়ী হবে তা নির্ধারন করবে হিরো মটোকর্প বাংলাদেশ।

hero achiever full view

Hero Achiever কমিউটিং সেগমেন্টে সম্পূর্ন একটি বাইক। ঈদ-উল-আযাহ এর অল্প কিছু দিন আগে বাইকটি বাংলাদেশে আনা হয়েছ। বাইকটির ইঞ্জিন ১৫০সিসি এবং ১৩.৪ বিএইচপি ও ১২.৮ এনএম টর্ক যুক্ত। বাইকটিতে ৫ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে। হিরো দাবী করছে যে ১৫০সিসসি সেগমেন্টে এর এই বাইকটি অনেক ভাল মাইলেজ দেবে। বাইকটি ওজনে ১৩৯ কেজি এবং ১৩ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এছাড়াও বাইকটিতে অনেক নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ফিচার গুলোর মধ্যে নতুন হেড লাইট, প্রশস্ত সিট, থ্রিডি ডিজাইন ফুয়েল ট্যাঙ্ক, এলয় হুইল, টিউবলেস টায়ার ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং সেলফ স্টার্ট দেয়া হয়েছে।

hero achiever review

Hero Achiever বাইকটি তাদের জন্য যার পারফর্মেন্স এর চেয়ে মাইলেজ কে বেশি গুরুত্ব দেয়। বর্তমানে বাইকটির মূল্য ধরা হয়েছে ১৩৫,১০০/- টাকা। MyHeroMyStory এই নতুন  ধরনের ক্যাম্পেইনে অংশ গ্রহন করে আপনিও জিতে নিতে পারেন Hero Achiever বাইকটি। আমরা অপেক্ষা করছি আপনার এবং আপনার বাইকের গল্পটি দেখার জন্য। যারা প্রতিযোগীতায় অংশ নেবেন তাদের জন্য বেস্ট অফ লাক।