Motorcycle Riding Training ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে ইয়ামাহা

This page was last updated on 28-Jul-2024 10:24am , By Saleh Bangla

আমদের মধ্যে অনেকেই আছেন যারা সুযোগ পান না Motorcycle riding করার। আবার এটাও বলা যায় যে, সুযোগ পান না। অনেক সময় মোটরসাইকেল চালানো জরুরী হয়ে পড়ে। কিন্তু চালাতে না পারার কারনে অনেক সময় অনেক কাজে বাধা চলে আসে। অনেকই বাইক চালানো শিখতে চান। কিন্তু সুযোগ আর সময়ের অভাবে শিখতে পারেন না। তাদের জন্য ইয়ামাহা আয়োজন করতে যাচ্ছে Motorcycle Riding Training

 ইয়ামাহা আয়োজন করতে যাচ্ছে Motorcycle Riding Training

motorcycle riding training

 ইয়ামাহা বাংলাদেশের Motorcycle ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম। বলা যায় যে, তারা বাংলাদেশের স্থান ধরে রেখেছে। যদিও তারা বেশির ভাগ ক্ষেত্রে প্রিমিয়াম সেগমেন্টের বাইক আমদানী করে থাকে। তবে তাদের কিছু কমিউটিং বাইক ও রয়েছে। এছাড়া ইয়ামাহার  RX- 100 Motorcycle এখনো অনেক জনপ্রিয় বাইক।

yamaha motorcycle tiding training saluto price in bangladesh 2017

বাইকার হওয়ার স্বপ্ন এবার পুরণ হবে। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ - এসিআই মটরস লিমিটেড আগামী ২৮শে অক্টোবর, ২০১৭ আয়োজন করতে যাচ্ছে “ Motorcycle Riding Training ” ইভেন্ট। এই ট্রেনিংটি ছেলে ও মেয়ে উভয়ের জন্য উন্মুক্ত এবং ছেলেদের ও মেয়েদের অংশগ্রহণের সুবিধার্থে আলাদা স্থানের ব্যবস্থা রয়েছে। ইভেন্টটি বিজি প্রেস স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত হবে। তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন এবং অংশগ্রহণ করুন “ Motorcycle Riding Training ” ইভেন্টে। 

women motorcycle riders in bangladesh yamaha

অংশগ্রহণের নিয়মাবলী: ১। রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নম্বর ইনবক্স করতে হবে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ - এসিআই মটরস লিমিটেড এর অফিসিয়াল ফেইসবুক পেইজে।

২। ২৬ অক্টোবরের, ২০১৭ রাত ১১টার মধ্যে জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নম্বর ইনবক্স করতে হবে। ৩। ২৮শে অক্টোবর, ২০১৭ সকাল ৯: ৩০ এর মধ্যে এসিআই সেন্টারে উপস্থিত থাকতে হবে। ঠিকানাঃ ২৪৫, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ। ইভেন্টের ঠিকানাঃ বিজি প্রেস গ্রাউন্ড, সাতরাস্তা, শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২০৮, বাংলাদেশ। সময়সূচী: সকাল ১০টা – বিকাল ৫টা। আপনারা যারা ইচ্ছে থাকার পরও বাইক চালানো শিখতে পারছেন না। তারা এই ইভেন্টে অংশ নিয়ে নিজেদের স্বপ্ন পূরন করতে পারেন। আশা করছি আপনারা যারা এই Motorcycle Riding Training ইভেন্টে অংশ গ্রহন করবেন পরবর্তিতে তারা তাদের স্বপ্নের বাইক রাইড করতে পারবেন। আপনাদের সকলে অংশ গ্রহন আশা করছি। ধন্যবাদ সবাইকে।