Kawasaki Ninja 125 & Z125 লঞ্চ হলো বাংলাদেশে । কাওয়াসাকি বাংলাদেশ
This page was last updated on 07-Jan-2025 09:01am , By Ashik Mahmud Bangla
Kawasaki Bangladesh অবশেষে বাংলাদেশে লঞ্চ করলো Kawasaki Ninja 125 & Kawasaki Z125 মোটরসাইকেল । বাংলাদেশের অন্যতম প্রতিক্ষিত দুটি মোটরসাইকেল হচ্ছে Kawasaki Ninja 125 & Z125, অবশেষে বাইক দুটি এখন বাংলাদেশে ।
Kawasaki Ninja 125 & Z125 লঞ্চ হলো বাংলাদেশে ।
Kawasaki Ninja সিরিজটি আমাদের ওয়ালপেপার হিসেবেই ছিল, এত দিন পর্যন্ত তাই ছিল আরকি । পুরো পৃথিবী যখন সামনে এগিয়ে যাচ্ছে তখন আমরা সিসি লিমিটেশন এর কারনে 165cc আটকে আছি । যার কারনে জাপানীজ মোটরসাইকেলের স্বাদ আমাদের আমরা এখনও পাইনি ।
Also Read: Best Kawasaki Bikes Under 5 Lakh At A Glance | BikeBD
কিন্তু গত বছর, আমরা দেখেছি কাওয়াসাকি লঞ্চ করেছে নিনজা কিড এবং এর নেকেড ভার্সন জেড ১২৫ । উভয় বাইক ই হচ্ছে ১২৫সিসি সেগমেন্টের । তাই এখন বাংলাদেশী বাইকারদের জন্য সুযোগ রয়েছে কাওয়াসাকির পারফর্মেন্স মোটরসাইকেল ক্রয় করার, স্পেশালি কাওয়াসাকি নিনজা সিরিজের মোটরসাইকেল । আর সবশেষে নিনজা এখন বাংলাদেশে !
Kawasaki Ninja 125 First Impression Review
Kawasaki Ninja 125 & Z125 - লঞ্চিং ইভেন্ট
এই গ্রান্ড লঞ্চিং ইভেন্ট এ অনুষ্ঠিত হয় ৩১ জুলাই ২০১৯ তারিখে, যেখানে Ninja 125 & Z125 বাইক দুটি লঞ্চ করা হয় । লঞ্চিং ইভেন্টটি অনুষ্ঠিত হয় হোটেল লেকশর, বানানী । লঞ্চিং ইভেন্টটি খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে এবং সুন্দর ভাবে প্রেজেন্টেশন দেয়া হয়েছে ।
Also Read: সর্বশেষ কাওয়াসাকি বাইক নিউজ বাংলাদেশ
এই লঞ্চিং ইভেন্টে বাইক দুটির দাম ঘোষনা করা হয় । কাওয়াসাকি মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল বলেছেন যে বাইক দুটি খুব শীঘ্রই তাদের ফ্ল্যাগশীপ শোরুম এবং রামপুরায় তাদের ডিলার পয়েন্টে পাওয়া যাবে । Kawasaki Ninja 125 এর দাম ধরা হয়েছে ৪,৯৯,০০০/- টাকা এবং Kawasaki Z 125 এর দাম ধরা হয়েছে ৪,৬৯,০০০/- টাকা ।
“Ninja” নামটি বা সিরিজটি বাংলাদেশের বাইকারদের কাছে খুব ই প্রিয় একটি নাম । যদিও Ninja 125 বাইকটি ১২৫সিসি ইঞ্জিনের তবে বাইকটি নিনজা সিরিজের সকল বৈশিষ্ট্য ধরে রেখেছে । প্রায় সব কিছুই বা বলা যায় যত ফিচার এই বাইকে দেয়া হয়েছে সেসব ফিচার গুলো নিনজা এর বড় ভাই Kawasaki Ninja 250SL বাইকটি থেকে নেয়া হয়েছে ।
অপর দিকে Z125 এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হয়, এর চেসিস এবং ফ্রেমসহ বাকি সব কিছু এর বড় ভাই Kawasaki Z250SL থেকে নেয়া হয়েছে । উভয় মোটরসাইকেলের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস, যা সেফটির অন্যতম ফিচার ।
একদম সাধারন ভাবে বললে, এই দুটি মোটরসাইকেলের ডিজাইন, লুকস এবং এর এগ্রেসিভনেস এর কারনে বাইক দুটি সকলের কাছেই জনপ্রিয় । Kawasaki Ninja 125 & Z125 বাংলাদেশে লঞ্চ হয়েছে, আশা করা যায় বাংলাদেশের বাইকারদের মাঝে বাইক দুটি ভাল ভাবেই সাড়া ফেলতে পারবে ।