কাওয়াসাকি ৩০,০০০/- টাকার ক্যাশব্যাক ও ফ্রী রেজিস্ট্রেশন অফার

This page was last updated on 25-Jul-2024 03:45am , By Raihan Opu Bangla

Asian Motorbikes Limited বাংলাদেশে Kawasaki Motorcycle এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা ঘোষণা করেছে নতুন একটা অফার। Kawasaki KLX 150BF বাইকটিতে দিচ্ছে ৩০,০০০/- টাকার ক্যাশব্যাক অফার এবং সেই সাথে ২ বছরের জন্য রেজিস্ট্রেশন ফি ফ্রী।

কাওয়াসাকি বাংলাদেশ Kawasaki KLX 150BF বাইকটি দুই বছরের রেজিস্ট্রেশন সহ দিচ্ছে ৩০,০০০/- টাকার ক্যাশব্যাক অফার। বাইকটির বর্তমান দাম হচ্ছে ৩,৩০,০০০/- টাকা এবং ক্যাশব্যাক হিসেব করলে দাম আসে ৩,০০,০০০/- টাকা। 

কাওয়াসাকি পৃথিবীর অন্যতম মোটরসাইকেল ম্যানুফ্যাকচার কোম্পানি। কাওয়াসাকি হচ্ছে জাপানিজ মোটরসাইকেল কোম্পানি যারা নিনজা সিরিজ, Z series, এবং KLX series এর জন্য বিখ্যাত। এছাড়া অফ রোড মোটরসাইকেল তৈরি করার ক্ষেত্রেও তারা অনেক বেশি এগিয়ে আছে।

Click To See Feel The Freedom With Kawasaki KLX 150BF


Kawasaki KLX 150BF বাংলাদেশের অন্যতম একটি অফ রোড মোটরসাইকেল। বাইকটির ইনিশিয়াল টর্ক আপনাকে যেকোন রাস্তাতেই সুন্দর ভাবে রাইডের আনন্দ দেবে। ইঞ্জিনের রেস্পন্স অনেক স্মুথ যা রাইডার কে যেকোন পরিস্থিতিতে রাইডাকে স্মুথ রাইডে সহায়তা করবে। বাইকটির ফিচার্স গুলো বাইকটি রাইডের ক্ষেত্রে আরও আনন্দদায়ক করে তুলেছে।

অতীতে কাওয়াসাকির বাইক আমদানীকারকদের মাধ্যমে নিয়ে আসা হতো। তাই এই বাইক গুলোর দামও হতো অনেক বেশি। তবে এশিয়ান মোটরবাইকস লিমিটেড অফিশিয়ালি যখন নিয়ে আসা শুরু করেছে তখন থেকে বাইক গুলোর দাম হাতের নাগালে চলে এসেছে। 

এছাড়া Kawasaki KLX 150BF এর ক্যাশব্যাক অফার এবং সেই সাথে দুই বছরের রেজিস্ট্রেশন ফি ডার্ট বাইক লাভার বা ডুয়েল পারপাস হিসেবে যারা ব্যবহার করতে চান তারা ক্রয় করতে পারবেন।kawasaki klx 150bd headlight handlebar front tire

সাসপেনশন সেটা আপের কারণে Kawasaki KLX 150BF বাইকটি বাংলাদেশে অন্যতম অফ রোড বাইক হিসেবে স্বীকৃতি পেয়েছে। সামনের দিকে দেয়া হয়েছে আপ সাইড ডাউন ৩৫মিমি শোয়া ফর্ক সেট আপ। বাইকটির সামনের দিকের সাসপেনশন অন্যতম বেস্ট সাসপেনশন। 

পেছনের দিকে রেয়ার সাসপেনশন হচ্ছে ৫ স্টেপ এডজাস্টেবল ইউনি ট্র্যাক মনোশক সাসপেনশন। এই কাওয়াসাকি ক্যাশব্যাক অফারটি যারা ডার্ট বাইক বা ডুয়েল পারপাস বাইক ক্রয় করতে চান তাদের অনেক সহায়তা করবে। সবাইকে ধন্যবাদ।