Honda Hornet 2.0 লঞ্চ হল ইন্ডিয়াতে - বাইকটি কি বাংলাদেশে আসবে?

This page was last updated on 26-Jul-2024 01:26am , By Raihan Opu Bangla

হোন্ডা ইন্ডিয়াতে তাদের লাইন আপে নতুন মোটরসাইকেল যুক্ত করেছে। বাইকটি হচ্ছে Honda Hornet 2.0 এবং এই বাইকটির মাধ্যমে হোন্ডা ইন্ডিয়ার মার্কেটে অফিশিয়ালি ১৮০ - ২০০ সিসি সেগমেন্টে প্রবেশ করল। ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবার পর সবচেয়ে বড় যে প্রশ্নটি হচ্ছে তা হলো - আদৌ কি বাইকটি বাংলাদেশে আসবে?

Honda Hornet 2.0 আদৌ কি বাংলাদেশে আসবে?

honda hornet 2

Honda Hornet 2.0 স্পেসিফিকেশন এবং বিস্তারিত

ইন্ডিয়ার মার্কেটে হোন্ডার এটি প্রথম বাইক যা ১৮০ - ২০০সিসি সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। Honda Hornet 2.0 বাইকটি দেখতে প্রায় একই রকম তবে বাইকটির ডিজাইন ও নান্দনিকতায় কিছুটা পরিবর্তনসহ অনেক নতুন ফিচার্স যুক্ত করা হয়েছে যা এর আগের ভার্সনে ছিল না। নতুন এই বাইকটিতে দেয়া হয়েছে ১৮৪সিসি এয়ার কুল্ড ইঞ্জিন ও যুক্ত করা হয়েছে HET এবং PGM-FI প্রযুক্তি। এছাড়া ইঞ্জিনটি স্ট্যান্ডার্ড BS6 ইঞ্জিন। ইঞ্জিন থেকে 17.03 bhp পাওয়ার এবং 16.1 Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিন এর সাথে ৫ স্পিড গিয়ার ট্রান্সমিশন যুক্ত করেছে এবং বাইকটি ওজনে প্রায় ১৬৭ কেজি। অপর দিকে টায়ার গুলো আগের ভার্সনের মতই রাখা হয়েছে সামনের দিকে ১১০ সেকশন এবং রেয়ারে ১৪০ সেকশন টায়ারা রাখা হয়েছে। তবে পার্থক্যটা চোখে পরার মত।

honda hornet 2020

 অপর দিকে সামনে যুক্ত করা হয়েছে আপ সাইড ডাউন সাসপেনশন এবং রেয়ারে দেয়া হয়েছে মনোশক। এছাড়া সামনের দিকে ২৭৬মিমি ডিস্ক ব্রেক ও রেয়ারে ২২০মিমি ডিস্ক ব্রেক দেয়া হয়েছে, সেই সাথে যুক্ত করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। বাইকটির স্টাইলিশ করা হয়েছে চমৎকার ভাবে। ইগনিশন চাবিটি দেয়া হয়েছে ফুয়েল ট্যাংকে, সেই সাথে এগ্রেসিভ ডিজাইন এবং সামনে ও পেছনের দিকে এলইডি দেয়া হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে বাইকটিতে কিল সুইচ দেয়া হয়েছে, যা সাধারনত হোন্ডার বাইকে দেখা যায় না। আরও দেয়া হয়েছে হ্যাজার্ড লাইট এবং নতুন স্পিডোমিটার।

honda hornet 180

 বাইকটি ইন্ডিয়াতে, ১,২৬,৩৪৫ রূপি দাম ধরা হয়েছে। তবে দামটি রাজ্য অনুযায়ী কম বেশি হতে পারে। বাইকটি চারটি কালারে পাওয়া যাবে - Pearl Igneous Black, Matte Sangria Red Metallic, Matte Axis Grey Metallic, and Matte Marvel Blue Metallic। এখন আশা যাক প্রশ্নে - মানে বাইকটি আদৌ কি বাংলাদেশে আসবে? এর উত্তর হচ্ছে হ্যা আসবে, তবে দুটি শর্ত পূরন করতে হবে এর জন্য -

  • বর্তমানে বাংলাদেশে ১৬৫সিসি এর উপরে বাইক চালানোর অনুমতি নেই। কিন্তু যদি সরকার পারমিশন দেয় যে ২০০ - ২৫০সিসি এর বাইক বাংলাদেশের রাস্তায় চালানো যাবে তবে এই বাইকটি বাংলাদেশে নিয়ে আসতে কোন বাধা থাকবে না।
  • যদি বাংলাদেশের সরকার পারমিশন না দেয় তবে হোন্ডা যেহেতু বিশ্বের অন্যতম বড় মোটরসাইকেল কোম্পানি এবং বর্তমানে তারা বাংলাদেশেই বাইক উৎপাদন করছে। তাই তাদের রিসার্স এবং ডেভলপমেন্ট উইং অনেক বেশি পরিপূর্ন। তাই টেকনিক্যালি এটা সম্ভব তে তারা নতুন বাইকটিতে ১৬৫সিসি এর ইঞ্জিন বসাতে পারবে।

আমরা আশা করছি যে, এই দুটোই যেন সত্যি হয়। তাহলে বাংলাদেশের বাইকাররা হোন্ডা হর্নেট এর এগ্রেসিভ ভার্সন রাইড করতে পারবেন। ধন্যবাদ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

CFMoto 125NK

CFMoto 125NK

Price: 0.00

Liban Wind

Liban Wind

Price: 0.00

Liban Phoenix Plus

Liban Phoenix Plus

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Liban Wind

Liban Wind

Price: 0.00

Liban Phoenix Plus

Liban Phoenix Plus

Price: 0.00

Liban Phoenix

Liban Phoenix

Price: 0.00

View all Upcoming Bikes