Honda CB Hornet 160R ABS গ্রাফিক্স ও ফিচার নিয়ে বিস্তারিত
This page was last updated on 12-Jul-2024 07:24am , By Ashik Mahmud Bangla
হোন্ডা মোটরসাইকেল তাদের ১৬০সিসি সেগমেন্টের জনপ্রিয় মোটরসাইকেল Honda CB Hornet 160R বাইকটি নতুন গ্রাফিক্স ও ফিচার দিয়ে আপডেট করেছে । তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Honda CB Hornet 160R ABS বাইকটি ফিচার ও বিস্তারিত আলোচনা ।
Honda CB Hornet 160R ABS বাইকটি ফিচার ও বিস্তারিত আলোচনা
New Honda CB Hornet 160R ABS - নতুন গ্রাফিক্স ও লুকস
Honda Hornet 160R ABS বাইকটি সম্পূর্ন নতুন ভাবে ডিজাইন দিয়ে গ্রাফিক্স করা হয়েছে । এছাড়া বাইকটি কন্ট্রোলিং ও বডি ডিজাইনের ক্ষেত্রেও অনেক কিছু আপডেট করা হয়েছে । নতুন ডিজাইনের ক্ষেত্রে বলা যায়, বাইরের দিকে পরিবর্তন চোখে পরার মত । বাইরের দিকের বডি প্যানেলে দেয়া হয়েছে থ্রী ডি গ্রাফিক্সের কাজ । এছাড়া প্যানেল গুলো এখনও গ্লোসি ও ম্যাট দু ধরনের ই রাখা হয়েছে । তবে গ্লোসি এর ক্ষেত্রে যুক্ত করা হয়েছে ডুয়েল টোন গ্রাফিক্স যা বাইকটিকে আরও আকর্ষনী করে তুলেছে । বাইকটি পাঁচটি ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যাবে । দ্বিতীয়ত, এই নতুন বাইকটির হেড ল্যাম্পের সেটি সম্পূর্ন নতুন ভাবে করা হয়েছে । এই হেডল্যাম্পটি সম্পূর্ন নতুন শেপ, ডিজাইন ও ফিচার সমৃদ্ধ । হেডল্যাম্পটি এখন দেয়া হয়েছে ডিসি হেডল্যাম্প । এছাড়া এটি ডাবল পিট হেডল্যাম্প, যা সম্পূর্ন নতুন ভাবে এসেম্বল করা হয়েছে । এখানে পিট গুলো আপ এবং ডাউন ভাবে সেট করা হয়েছে যাতে করে হাই ও লো বিমে কোন সমস্যা না হয় ।
তৃতীয়ত, বাইকটির ডিজাইনের ক্ষেত্রে বিকিনি শিল্ড এর কাছে ওডো নতুন ভাবে ডিজাইন করা হয়েছে । ওডো কনসোল কে রক্ষা করার জন্য দেয়া হয়েছে শিল্ড প্রোটেক্টর । এই শিল্ডটি বাইকটিকে একটি স্পোর্টি লুকস প্রদান করেছে । আর রাইডারের পজিশন থেকে দেখতে দারুন লাগে । তো, আপনারা দেখতেই পাচ্ছেন Honda Hornet 160R ABS বাইকটি সম্পূর্ন নতুন ভাবে গ্রাফিক্যাল আপডেট ও নতুন ফিচার দেয়া হয়েছে ।
New Honda CB Hornet 160R ABS - সেফটি ফিচার্স
চেসিস, হুইল, এবং সাসপেনশন এর ক্ষেত্রে বাইকটি আগের ভার্সনের মত একই রয়েছে । তবে সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে যেখানে সেটি হচ্ছে ব্রেকিং । নতুন এই বাইকটিতে দেয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম । এবিএস ব্রেকিং সিস্টেমটি দেয়া হয়েছে সামনের হুইলে, তাই বলা যায় যে এটি সত্যিকার অর্থে বাইকের কন্ট্রোলিং এবং সেফটি আরও বাড়িয়ে তুলেছে । এছাড়া বাইকটির রেয়ার ব্রেক হচ্ছে ডিস্ক ব্রেক স্ট্যান্ডার্ড । তাই বলা যায়, সামনের দিকের এবিএস ব্রেকিং এবং রেয়ার ডিস্ক ব্রেক সহ হর্নেট বাইকটি রাইড করা অনেক সহজ হয়েছে এবং এর কন্ট্রোলিং আরও দারুন হয়েছে । অপরদিকে, কন্ট্রোলিং এর ক্ষেত্রে নতুন এই বাইকটিতে সেফটি ফিচার হিসেবে দেয়া হয়েছে হ্যাজার্ড সুইচ । এই সুইচটি হচ্ছে টার্নিং ইন্ডিকেটর ব্লিংক করতে থাকে যখন কোন ধরনের সমস্যা হয়, যেমন কুয়াশা, বৃষ্টি, সোজা যাওয়া বা কম ভিজিবিলিটি এই ধরনের সময় । তাই বলা যায়, এটি Honda Hornet 160R ABS বাইকের অন্যতম গুরুত্বপূর্ন সেফটি ফিচার ।
New Honda CB Hornet 160R ABS - ইঞ্জিন ও স্পেসিফিকেশন
ইঞ্জিন ও মেক্যানিক্যাল এর দিক থেকে নতুন হর্নেট আগের ভার্সনের মত একই রয়েছে । তবে ইঞ্জিনের ক্ষেত্রে তারা নতুন ভাবে যুক্ত করেছে ইন্ডিয়ার লেটেস্ট ফিচার BS-IV স্ট্যান্ডার্ড । এছাড়া আরও যুক্ত করা হয়েছে HET, যা এর পারফর্মেন্স কে আরও বাড়িয়ে তুলেছে । তবে চলুন এখন দেখে নেয়া যাক নতুন হোন্ডা সিবি হর্নেট ১৬০আর এবিএস ভার্সনের ক্ষেত্রে অফিশিয়ালি কি কি যুক্ত করা হয়েছে ।
Specification | New Honda CB Hornet 160R ABS |
Engine | Air Cooled, 4 Stroke, 2-Valve, SI BS-IV Engine |
Displacement | 162.71 cc |
Bore x Stroke | 57.30mm x 63.09mm |
Compression Ratio | 10.0:1 |
Maximum Power | 11.1 KW (14.9BHP) @ 8,500RPM |
Maximum Torque | 14.5 Nm @ 6,500RPM |
Fuel Supply | Carburetor |
Ignition | CDI |
Starting Method | Electric & Kick Start |
Clutch Type | Wet, Multiple-Disc |
Lubrication | Wet Sump |
Transmission | Constant mesh 5-speed, 1-N-2345 |
Dimension | |
Frame Type | Diamond |
Dimension (LxWxH) | 2,041mm x 783mm x 1,091mm |
Wheelbase | 1,346mm |
Ground Clearance | 164mm |
Saddle Height | Not Found |
Weight (Kerb) | 140 kg (ABS - STD) / 141 kg (ABS - DLX) |
Fuel Capacity | 12 Liters |
Engine Oil | 1.0 Liters |
Wheel, Brake & Suspension | |
Suspension (Front/Rear) | Telescopic / Mono Shock |
Brake system (Front/Rear) | Front 276mm Disc with ABS; 220mm Disk / 130mm Drum |
Tire size (Front / Rear) | Front: 100/80-17; Rear: 140/70-17 Both Tubeless |
Battery | 12V 35/35W |
Headlamp | Double Pit LED |
Speedometer | Full Digital |
পাঠক বুঝতেই পারছেন Honda Hornet 160R ABS বাইকটি নতুন ডিজাইন, লুকস ও ফিচার দিয়ে আপডেট করা হয়েছে । আমরা আশা করছি বাইক আমাদের দেশে খুব শীঘ্রই এভেইলেবল হবে । এছাড়া আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন । ধন্যবাদ ।