Honda CB Hornet 160R ABS 2019 Edition - লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশে !
This page was last updated on 03-Jan-2025 10:55am , By Ashik Mahmud Bangla
হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড - বিএইচএল বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে Honda CB Hornet 160R ABS 2019 ভার্সন । এই বাইকটি আগামী বৃহঃস্পতিবার ৯ জানুয়ারি ২০২০ তারিখে লঞ্চ করা হবে ।
২০১৮ সালে বাইকটি লঞ্চ করার আগে, Honda CB Hornet 160R বাইকটি বাংলাদেশের বাইকারদের কাছে অন্যতম একটি আকর্ষন ছিল । BHL বাংলাদেশে ২০১৮ এর ফেব্রুয়ারি মাসে বাইকটি লঞ্চ করে ছিল । এরপর তারা ২০১৯ ঢাকা বাইক শোতে বাইকটির সিবিএস ভার্সন বাংলাদেশে লঞ্চ করে । আর এখন তারা বাইকটির ২০১৯ এর এবিএস ভার্সন বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে ।
Honda CB Hornet 160R 2019 ABS Version - আপডেট
২০১৯ সালের CB Hornet এ কিছু পরিবর্তন আনা হয়েছে । বাইকটিতে নতুন ভাবে দেয়া হয়েছে গ্রাফিক্স ও টেকনিক্যাল কিছু উন্নতি সাধন করা হয়েছে । বডি প্যানেল, চেসিস এবং ইঞ্জিন আগের ভার্সনের মত একই রকম রাখা হয়েছে । ইঞ্জিন এখনও সেই ১৬২.৭১ সিসি বিশিষ্ট ইঞ্জিন । তবে ইঞ্জিনের ইমিশন স্ট্যান্ডার্ড হচ্ছে BS-IV, কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে বাইকটি বর্তমান ভার্সনের চেয়ে পাওয়ার ডেলিভারী একটু কম । এই বাইকটির ইঞ্জিন থেকে 14.9 bhp @ 8500 rpm এবং 14.5 Nm টর্ক @ 6500 rpm পর্যন্ত শক্তি উৎপন্ন করতে সক্ষম ।
সবচেয়ে বড় যেই আপগ্রেডেশন করা হয়েছে ব্রেকিং এর ক্ষেত্রে । বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে ২৭৬মিমি ডিস্ক ব্রেক ও রেয়ার এ দেয়া হয়েছে ২২০মিমি ডিস্ক ব্রেক । এর সাথে সামনের দিকে যুক্ত করা হয়েছে ফ্রন্ট চ্যানেল এবিএস ।
Also Read: Honda Begins Sales In Bangladesh
Honda CB Hornet 160R 2019 ABS Edition In Bangladesh - Launching and Price
বিএইচএল বাংলাদেশে এই ভার্সনটি আগামী ৯ জানুয়ারি ২০২০ তারিখে লঞ্চ করা হবে । বাইকটির দাম আমরা এখনও জানতে পারিনি । তবে আমরা ধারনা করছি বাইকটির দাম ২.৫৫ লাখ এর আশে পাশে হতে পারে, যা এই সেগমেন্টের এবিএস বাইক গুলোর সমমানের ।
Also Read: ৫.৫ লক্ষ টাকার মধ্যে বাইক এর দাম
আমরা বাইকটির দাম ও লঞ্চিং প্রোগ্রাম নিয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরব, যখন আমরা আরও বিস্তারিত জানতে পারব । আপনারা আমাদের ওয়েব সাইট এবং ফেসবুক পেজে চোখ রাখুন পরবর্তি আপডেট ও লেটেস্ট খবর জানতে । মাত্র কয়েক দিন আগেই হোন্ডা বাংলাদেশে হোন্ডা এক্স ব্লেড লঞ্চ করেছে । হর্নেটের এবিএস ভার্সন লঞ্চ করার সাথে সাথে তাদের ১৬০ সেগমেন্টের আরও একটি মডেল যুক্ত হবে ।