Honda CB Hornet 160R এর সেলিব্রেশন বেনিফিট অফার-২০১৮
This page was last updated on 02-Jan-2025 11:05am , By Saleh Bangla
বাংলাদেশের Hornet প্রেমীদের জন্য একটি খুশির সংবাদ! বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড Honda CB Hornet 160R বাইকে দিচ্ছে সেলিব্রেশন বেনিফিট অফার! আপনি বাংলাদেশে হোন্ডা এর যেকোন অথোরাইজড ডিলার এর থেকে Honda CB Hornet কিনে নিলেই পাবেন ফ্রি রেজিস্ট্রেশন এবং গিফট, যা মোট ১৫,২০৮ টাকা সমমূল্যের।
Honda CB Hornet কিনে নিলেই পাবেন ফ্রি রেজিস্ট্রেশন এবং গিফট
Also Read: ২.৫ লক্ষ টাকার মধ্যে এপ্রিলিয়া বাইক এর দাম
এই সেলিব্রেশন অফারে ক্রেতা বাইকের সাথে পাবেন ফ্রি ২ বছরের রেজিস্ট্রেশন যা প্রায় ১২,০৭৩ টাকা সমমানের। গিফট আইটেমস এর মধ্যে পাবেন টিশার্ট, জ্যাকেট, ওয়েইস্ট ব্যাগ, এবং ১ লিটারের হোন্ডা ইঞ্জিন অয়েল যা ৩,১৩৫ টাকা সমমানের। এই অফারটি ১৫ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত চলবে। বর্তমানে বাংলাদেশের রাস্তায় প্রায় ১০ হাজারেরও বেশি Honda CB Hornet রয়েছে। এটি ১৬০ সিসি সেগমেন্ট এর অন্যতম জনপ্রিয় একটি বাইক এবং, প্রথমবারের মতো হোন্ডা এই সেগমেন্টে একটি মাসকুলার লুকিং বাইক লঞ্চ করলো!
Also Read: ২.৫ লক্ষ টাকার মধ্যে বাইক এর দাম | বাইকবিডি September 2023
Honda CB Hornet বাইকটিতে রয়েছে ১৬৩ সিসির একটি এয়ার কুলড ইঞ্জিন যা ১৫.১ বিএইচপি শক্তি এবং ১৪.৭৬ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। এছাড়াও এতে রয়েছে একটি ৫-স্পীড গিয়ারবক্স। এই বাইকের কী ফিচার গুলো হচ্ছে এর সামনে ২৭৬ মিলিমিটার এর পেটাল ডিস্ক ব্রেক, ১৪০ সেকশন এর রিয়ার টায়ার, হোন্ডা ইকো টেকনোলজি, এবং ভিসকাস এয়ার ফিল্টার।
Honda CB Hornet এর টেস্ট রাইড ভিডিও রিভিউ এর জন্য এখানে ক্লিক করুন
আমরা, টীম বাইকবিডি ইতিমধ্যেই বাইকটি টেস্ট রাইড সম্পন্ন করেছি এবং সেটার বিস্তারিত আপনি আমাদের রিভিউ আর্টিকেলে পাবেন। Honda CB Hornet বর্তমানে এভেইলেবল রয়েছে ৩টি কালারে, এবং এর প্রাইজ ট্যাগ হচ্ছে ১,৯৯,৮০০ টাকা। প্রতিটি Hornet এর সাথে থাকছে ২০,০০০ কিলোমিটার বা ২ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি।
বর্তমানে বাংলাদেশে হোন্ডা এর একটি বেশ বড় বাইক রেঞ্জ রয়েছে। গত সপ্তাহেই তারা বাংলাদেশে এলইডি ল্যাম্পসহ হোন্ডা ডিও লঞ্চ করেছে, যেটা বাংলাদেশের প্রথম মটো স্কুটার, এবং তারা একইসাথে বাংলাদেশে নিজেদের ফ্যাক্টরি উদ্বোধন করেছে। শুরুতে তারা Honda Dream Neo উৎপাদন করবে, এবং পরবর্তীতে Honda Livo উৎপাদন শুরু করবে।
বাংলাদশে ১৬০ সিসি সেগমেন্টে কম্পিটিশন বেশ ভালোই জমে উঠছে, এবং Honda CB Hornet এর এই ফ্রি রেজিস্ট্রেশন এবং গিফট এর অফারটি নতুন বাইকারদের তাদের পছন্দের বাইকটি কিনতে সাহায্য করবে।