Hero Splendor iSmart Plus | নতুন কমিউটার বাংলাদেশে - BikeBD
This page was last updated on 29-Jul-2024 02:24pm , By Ashik Mahmud Bangla
যখন কমিউটার মোটরসাইকেলের কথা আসে, তখন ই আসে হিরো মোটরসাইকেল এর নাম । কারন হিরো ১০০-১১০ সিসি কমিউটার লিডার । মাত্র কয়েক মাস আগে তারা বাংলাদেশে লঞ্চ করেছে নতুন একটি মোটরসাইকেল, Hero Splendor iSmart Plus । আজ আমরা আলোচনা করব বাইকটির ফিচার্স এবং বাইকটির বিস্তারিত সব নিয়ে ।
Hero Splendor iSmart Plus | নতুন কমিউটার বাংলাদেশে - BikeBD
Hero Splendor iSmart Plus প্রথমবারের প্রদর্শন করে ইন্দো-বাংলা অটোমোটিভ শো ২০১৯ বাইকটির সাথে হিরো আরও দুটি বাইক প্রদর্শন করেছিল । এরপর এপ্রিলে হিরো মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে Hero Splendor iSmart Plus । এটি স্পেলেন্ডার সিরিজিরের তৃতীয় বাইক যার নামের সাথে iSmart ট্যাগ যুক্ত করা হয়েছে । প্রথম iSmart ছিল ১০০সিসি এবং দ্বিতীয় Hero Splendor iSmart 110 ছিল ১০০সিসি আপডেটেড ভার্সন ।
Click Here For Hero Splendor iSmart Plus At Indo-Bangla Automotive Show 2019
বাইকটি দেখতে এর আগের ভার্সনের বাইকটির মত অনেকটা একই রকম, তবে ডিজাইনের ক্ষেত্রে কিছুটা আপডেট করা হয়েছে । বাইকটিতে রয়েছে একটি স্লিক ফুয়েল ট্যাংক এবং এর সাথে দেয়া হয়েছে হেডলাইট ও এর সাথে রয়েছে ডুয়েল টোন গ্রাফিক্স । যদিও স্পিডোমিটারটি এনালগ, সেই সাথে ফুয়েল গজ, তবে ওডোমিটারটি ডিজিটাল । এর হ্যান্ডেলবারটি আপ-রাইট ও লম্বা বড় সিট দেয়া হয়েছে আরামদায়ক রাইডের জন্য, এছাড়া একটি সুন্দর স্প্লিট গ্রেইব-রেইল দেয়া হয়েছে পিলিয়ন সিটের জন্য । বাইকটিরে আরও দেয়া হয়েছে চেইন কভার, যাতে করে চেইনটি কাদা ও ধুলাবালি থেকে রক্ষা পায় ।
নতুন এই বাইকটিতে দেয়া হয়েছে i3s প্রযুক্তি । যার কারনে বাইকটির ফুয়েল ইকোনমি অনেক বেড়ে গিয়েছে । এর জন্য প্রতিদিনের কমিউটিং আরও সহজ ও কম ফুয়েল খরচ হবে । হিরো স্পেলেন্ডার আই স্মার্ট ১১০ আগের ভার্সনের ইঞ্জিন ছিল পাশাপাশি, কিন্তু নতুন ইঞ্জিনটি হচ্ছে লম্বালম্বি ভাবে বসানো । বাইকটিতে দেয়া হয়েছে ১১০সিসি, ফোর স্ট্রোক, OHC, এয়ার কুল্ড ইঞ্জিন । এর কম্প্রশন রেশিও হচ্ছে ১০ঃ১ । কম্প্রেশন রেশিও বেশি হওয়ার কারনে অনেক বেশি টর্ক উৎপন্ন করতে সক্ষম । ইঞ্জিন থেকে ৮.৯ BHP এবং ৯ নিউটন মিটার টর্ক ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম ।
মোটরসাইকেলটির গিয়ারবক্স এবং ক্লাচ দুটিই স্ট্যান্ডার্ড, অন্যান্য কমিউটিং মোটরসাইকেলের মত । বাইকের পাওয়ার ট্রান্সমিশন এর জন্য ফোর স্পিড সংযুক্ত করা করা হয়েছে এবং ক্লাচ হচ্ছে ওয়েট মাল্টিপল ক্লাচ টাইপ । পুরো মোটরসাইকেলটি টিউবলার ডাবল ক্রেডেল ফ্রেম টাইপ দিয়ে তৈরি করে আসছে ১০০-১১০সিসি সেগমেন্টে ।
বাইকটি সাধারন ভাবে সম্পূর্ন ফিচার দিয়ে পরিপূর্ন । বাইকটির সাসপেনশ স্ট্যান্ডার্ড টাইপ । সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং রেয়ারে রয়েছে এডজাস্টেবল সুইং আর্ম সাসপেনশনন । হুইল গুলো হচ্ছে স্ট্যান্ডার্ড এলয় হুইল এবং উভয় টায়ার ই হচ্ছে ৮০ সেকশন টায়ার । ব্রেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ১৩০মিমি ড্রাম ব্রেক । Hero Splendor iSmart Plus বাইকটিতে রয়েছে হেলোজেন হেডলাইড, AHO দেয়া হয়েছে নিরাপত্তার কথা ভেবে । এছাড়া এতে যুক্ত করা হয়েছে 12V-3Ah মেইন্টেনেন্স ফ্রী ব্যাটারি ।
কমিউটার বাইক হিসেবে, বাইকটির ১৬৫মিমি অসাধারন গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে । যাতে করে খুব সহজে স্পিড ব্রেকার পার হয়ে যেতে পারবেন । ফুয়েল ট্যাংকে ৮.৫ লিটার ফুয়েল নেয়া যায়, এবং বাইকটির ওজন হচ্ছে ১১৬ কেজি । বাইকটি ওজনে হালকা হওয়াতে ভাল মাইলেজ এর সাথে ভাল এক্সেলারেশনও পাওয়া যায় ।
Hero Splendor iSmart Plus বাইকটির বর্তমান দাম হচ্ছে ১,০১,৯৯০ টাকা । ১১০সিসি সেগমেন্টে অন্যান্য মোটরসাইকেলের চেয়ে আকর্ষনীয় দাম । এই দামের মধ্যে বাইকটিতে অনেক বেশি ফিচার্স দেয়া হয়েছে এবং কমিউটার বাইক হিসেবে চমটকার একটি মোটরসাইকেল ।