Hero Hunk DD ২৯,০০০ কিলোমিটার মালিকানা রিভিউ – আতিক
This page was last updated on 18-Jan-2025 09:59am , By Raihan Opu Bangla
আমি মোহাম্মদ আতিক হাসান । আমার বাসস্থান ধনবাড়ী থানা, টাঙ্গাইল জেলা । আমি বর্তমানে ধনবাড়ী সরকারি কলেজ ডিগ্রিতে পড়াশুনা করি। আমি একটি Hero Hunk DD বাইক ব্যবহার করি । আজ Hero Hunk DD বাইকটির ব্যাপারে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো ।
Hero Hunk DD ২৯,০০০ কিমি মালিকানা রিভিউ
আমি প্রথমে Honda Cb Hornet 160R বাইক ব্যবহার করি এরপর আমি Lifan KPR 165R বাইকটি ব্যবহার করেছি এখন ব্যবসার কাজে আমি Hero Hunk DD বাইকটি গত ১২.০১.২০১৯ সালে ক্রয় করি ধনবাড়ী প্রবাসী মটরস থেকে ।
Also Read: Hero Bike Showroom in Joypurhat: Rifa Motors
বাইকটি আমার কাছে অনেক ভালো লাগছে অনেক স্টাইলিশ একটা বাইক এবং এই বাইকে সব থেকে বড় ভালো দিক মাইলেজ । মাইলেজ অনেক ভালো এবং সব ধরনের রাস্তায় চালিয়ে বেশ ভালো কনফিডেন্স পাওয়া যায় । বাইকটা আমি ১১ মাস এর বেশি সময় ধরে ব্যবহার করতেছি ।
Also Read: Hero Bike Showroom in Bhairob: M/S Ananna Motors
ব্যবসার কাজে বাইকটি অনেক চালানো হয় । আমার বাইক চালানোর অভিজ্ঞতা নয় বছর এর । এর মধ্যে ১১ মাসে আমি Hero Hunk DD বাইকটি ২৯ হাজার কিলোমিটার রাইড করেছি আজ এই রাইডের কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করবো।
মজার বিষয় হলো আমি বাইকটিতে এখন পর্যন্ত কোন খারাপ দিক খুজে পাইনি। বেশ ভালো পার্ফরমেন্স দিচ্ছে । Hero Hunk DD এই বাইকটি কেনার পেছনে আমার মূল কারণ ছিলো এর আকর্ষণীয় লুক যা সত্যি অন্য যে কোন বাইকের তুলনায় অনেক বেশি চমৎকার। বাইকটি হাইওয়েতে রাইড করে আমার কাছে মনে হয়েছে যে হাইওয়ে রাইডের জন্য এই বাইকটা পার্ফেক্ট এবং আমি অনুভব করেছি যে হাইওয়েতে রাইড করার সময় এই বাইকে কোন ভাইব্রেশন হয় না, যা কম্ফোর্ট এর পরিমান আরো বাড়িয়ে দেয় ।
Hero Hunk DD First Impression Review In Bangla – Team BikeBD
ইঞ্জিনের পারফরমেন্স আমি খুব ভালো পেয়েছি। এক টানা বেশিক্ষণ রাইড করেও আমি ইঞ্জিন পারফরমেন্স ড্রপ করতে দেখিনি । আমি ইঞ্জিন থেকে খুব ভালো পাওয়ার এবং স্পীড পাই। বাইকটির বডি ডিজাইন কোয়ালিটি অনেক ভালো।
Also Read: Hero Bike Showroom in Navaron: Gazi Autos
আর ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে। বডি ব্যালেন্স অনেক ভালো । বাইকের ওজন ডিস্ট্রিবিউশন আমার কাছে খুব ভালো লেগেছে । আমি যেভাবেই রাইড করি না কেন আমার কাছে বাইকের ওজন খুব ভালো লেগেছে এবং আমার চালিয়ে অনেক ভালো লাগে ।
Also Read: Hero Motorcycle Showroom in Lalmohon Bhola
বাইক এর মাইলেজ অনেক ভালো আমি সিটিতে ৪২ এবং হাইওয়েতে ৪৮ মাইলেজ পেয়েছি । আমি Hero Hunk DD চালিয়ে এতটুকু বলতে পারি ১৫০ সিসি সেগমেন্ট এর Hero Hunk DD এর উপরে কোন বাইক হতে পারেনা।
Hero Hunk DD বাইকের কিছু ভালো দিক -
- স্মুথ সাউন্ড
- ইঞ্জিন পারফর্মেন্স
- ওজন বেশি
- দেখতে খুবই চমৎকার
- ব্রেকিং অনেক ভালো
Hero Hunk DD বাইকের কিছু খারাপ দিক -
- এই বাইকের চাকা অনেক চিকন
- টপ স্পিড ভালো না আমি ১০৭ এর বেশি স্পিড উঠাতে পারিনি
- হেডলাইটের আলো হাইওয়ের জন্য উপযোগী নয়
- মাঝে মাঝে চাকা স্কিড করে
আমি Hero 10w30 গ্রেড এর মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করি । আমি বাইকটা অনেক যত্ন করি । চেইন ক্লিন করি এবং মটুলের চেইন লুব ব্যবহার করি। বাইকটিতে আমি সর্বোচ্চ ১০৭ কিলোমিটার প্রতি ঘণ্টা স্পীড তুলেছিলাম।
আমি এই বাইকটিতে অনেক পার্টস পরিবর্তন করেছি ১১,০০০ কিলোমিটারে কার্বুরেটর পরিবর্তন করেছি এবং ২০ হাজার কিলোমিটারে ক্লাস প্লেট পরিবর্তন করেছি । সামনে এবং পিছনের ব্রেক প্যাড পরিবর্তন করেছি এখানো বাইকটা আমার কাছে ভালোই চলতেছে।
Also Read: Hero Motorcycle Showroom in Sreemangal Moulvibazar
বাইক নিয়ে আমি সর্বোচ্চ ভ্রমণ করেছি টাঙ্গাইল থেকে ময়মনসিংহ ত্রিশাল কৃষি ভার্সিটি একদিনে ২০০ কিলোমিটার রাইড করেছি । এতে বাইকের কোন প্রকার সমস্যা হয়নি অনেক ভালোভাবে ট্যুর সমাপ্তি করেছি আলহামদুলিল্লাহ। বাইক এর হেডলাইট রাতে অনেক ভালো আলো দেয় ।
যাদের স্মুথ সাউন্ড পছন্দ তারা নিঃসন্দেহে Hero Hunk DD বাইকটির ব্যপারে ভেবে দেখতে পারেন । এই বাইকটি আমার সকল চাহিদা গুলো পুরন করতে সক্ষম বলে আমি পরবর্তিতে আবারও একটি Hero Hunk DD বাইক কিনতে চাই ।
আপনাদের যাদের এমন একটি বাইকের প্রয়োজন যা তেল খরচের দিক থেকে সাশ্রয়ী হবে ও বাইকটি মজবুত হবে তাদের আমি অবশ্যই Hero Hunk DD কেনার পরামর্শ দিব । Hero Hunk DD বাইকটি সব বাইকের সাথে একত্রে চালাতে পারি কোন প্রকার সমস্যা হয় না । বাইকটির পার্ফরমেন্স যথেষ্ঠ ভালো । ধন্যবাদ ।
লিখেছেনঃ মোহাম্মদ আতিক হাসান
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।