Hero Hunk 150 বাইকে চলছে ৫,০০০/- টাকার ক্যাশব্যাক অফার!

This page was last updated on 28-Jul-2024 01:11am , By Raihan Opu Bangla

Hero Hunk 150 বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল। হিরো বাংলাদেশ দিচ্ছে একটা দারুণ ক্যাশব্যাক অফার। এই অফারে হিরো তাদের Hero Hunk 150 বাইকটিতে দিচ্ছে ৫০০০/- টাকার ক্যাশব্যাক অফার।hero hunk 150 headlight indicator front suspension side panelহিরো হাঙ্ক ১৫০ বাইকটি বাংলাদেশ অন্যতম স্টাইলিশ এবং ডিজাইনের দিক থেকে এগ্রেসিভ লুকিং বাইক। ১৫০সিসি সেগমেন্টে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল হচ্ছে হিরো হাঙ্ক যার ডিজাইন ও লুকস অনেকের কাছেই পছন্দনীয়।

Hero Hunk 150 - দাম

ModelPrice
Hero Hunk Matt (SD)1,56,990 BDT
Hero Hunk Matt (DD)1,66,990 BDT
Hero Hunk Glossy (SD)1,51,990 BDT
Hero Hunk Glossy (DD)1,61,990 BDT


বাইকটিতে দেয়া হয়েছে সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ATFT এবং রয়েছে ১৪৯.২ সিসি শক্তিশালী ইঞ্জিন। এর ইঞ্জিন থেকে 14.2 BHP এবং 13.5 NM টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটির নেট ওজন হচ্ছে ১৪৫ কেজি। ফুয়েল ট্যাঙ্ক এ ১২.৪ লিটার ফুয়েল নেয়া যায়।

Hero Hunk 150 প্রথম বারের মত লঞ্চ করা হয় ২০০৭ সালের অক্টোবরে। ওই সময় বাইকটির লুকস এর কারণে বাইকটি অনেক জনপ্রিয় হয়েছিল। ফ্রন্ট লুকস এর কারণে এটা একটি রাগী ষাড়ের মত দেখায়। বাইকটি প্রথম দিকে দুটি ভার্সনে লঞ্চ করা হয়েছিল, একটি কিক ও অপরটি সেলফ স্টার্ট ভার্সন।hero hunk 150 cashback offer poster

২০১১ সালে হিরো বাইকটির নতুন দুটি ভার্সন নিয়ে আসে। একটি সিঙ্গেল ডিস্ক এবং অপরটি ডাবল ডিস্ক। তারা ইঞ্জিনের নতুন একটি প্রযুক্তি যুক্তি করেছে যেটা হচ্ছে Advanced Tumble-Flow Induction Technology (ATFT)। সময়ের সাথে সাথে হিরো বাইকটিতে অনেক গুলো পরিবর্তন এনেছে। 

যেমন ডিজিটাল স্পিডোমিটার, কম্ফোর্টেবল সিট, এলইডি টেইল লাইটসমসহ এবং অনেক কালার অপশন নিয়ে আসা হয়েছে। তবে চেসিস, সাসপেনশন এবং মেইন ডিজাইন একদম শুরুতে যেমন ছিল তেমনই রাখা হয়েছে।hero hunk front tire headlihght brake suspension dobule stand engine

 কালার অপশন এবং গ্রাফিক্স এর ক্ষেত্রে অনেক ফিচার্স নিয়ে এসেছে। তাদের ম্যাট এবং গ্লোসি কালার দুটো ভার্সন ই রয়েছে। ওপর দিকে এক্সহস্টসহ রেয়ারের ডিজাইন ও অনেক সুন্দর ভাবে করা হয়েছে।

কোভিড-১৯ এর কারনে গণ পরিবহন এড়িয়ে চলার চেষ্টা করছে। এছাড়া অনেকে তাদের ব্যক্তিগত গাড়ি এর প্রতি আগ্রহ বাড়ছে। আর সে কারনেই মোটরসাইকেল এবং সাইকেল এর জনপ্রিয়তা বেড়ে চলেছে। Hero Hunk 150 এর এই ক্যাশব্যাক অফারটি সহয়তা করবে অনেকের নতুন বাইক কেনার ক্ষেত্রে।