FKM Street Scrambler 165 SX | দাম, ফিচারসহ বিস্তারিত - বাইকবিডি

This page was last updated on 28-Jul-2024 05:21am , By Ashik Mahmud Bangla

স্ক্র্যাম্বলার মোটরসাইকেলের একটি সেগমেন্ট বা ক্যাটাগরি যেটি পুরো পৃথিবী জুড়েই পরিচিত, তবে আমাদের দেশে এই সেগমেন্টটি বেশি পরিচিত নয় । বাংলাদেশের স্ক্র্যাম্বলার প্রেমী যারা রয়েছেন, তারা তাদের পুরাতন বা পছন্দের মোটরসাইকেলটি স্ক্র্যাম্বলারে রূপান্তর করে থাকেন । কিন্তু বাংলাদেশে এসেছে নতুন একটি স্ক্র্যাম্বলার, FKM Street Scrambler 165 SX চলুন দেখে নেয়া যাক মোটরসাইকেলটি ।

fkm street scrambler

FKM হচ্ছে ইউরোপিয়ান একটি মোটরসাইকেল ব্র্যান্ড যারা বাংলাদেশে এসেছে দুটি মডলেসহ - যার মধ্যে একটি হচ্ছে  FKM Street Fighter এবং অপরটি হচ্ছে FKM Street Scrambler । FKM Street Fighter হচ্ছে একটি নেকেড স্পোর্টস মোটরসাইকেল, তবে আমরা আজ কথা বলবো বাংলাদেশের প্রথম স্ক্র্যাম্বলার মোটরসাইকেল নিয়ে । FKM Scrambler 165 স্ট্যান্ডার্ড বা স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেলের থেকে কিছুটা আলাদা ধরনের মোটরসাইকেল । বাইকটি বাহ্যিক অঙ্গ এবং লুকস দেখে যেকেউ বুঝতে পারবে বাইকটি অন্য সবার থেকে আলাদা । এছাড়া ২,১৫,০০০/- টাকা মুল্যের কারনে বাইকটি ১৬৫ সিসি প্রিমিয়াম সেগমেন্টের মধ্যেও পরেছে ।

fkm motorcycles in bangladesh

FKM Scrambler 165 মোটরসাইকেলটির প্রথমেই যেদিকটি চোখে পরে, সেটি হচ্ছে এর হেডলাইট । হেডলাইটের শেপটি হচ্ছে ট্রেপিজোইড বা অনেকটা পঞ্চভুজ আকৃতির । এছাড়া হেডলাইটি পুরোপুরি এইলডি হেডলাইট। হেডলাইটের ঠিক উপরের দিকে রয়েছে ইন্ডিকেটর লাইড, যা এর লুকসে এগ্রেসিভনেস এনে দিয়েছে, এর সাথে এর কালার অপশনও চমৎকার । স্পিডোমিটারটি সম্পূর্নরূপে ডিজিটাল এবং প্রয়োজনীয় সকল তথ্য এতে পাওয়া যায় । 

Also Read: FKM Street Scrambler 165 SX- New Scrambler In Town!

বাইকটিতে আকর্ষণীয় ফিচার হচ্ছে এর কিলেস ইগনিশন সিস্টেম যা বর্তমানে অনেক জনপ্রিয় । প্রশস্ত পাইপ হ্যান্ডেল বার এবং তার সাথে কাওলিং যুক্ত ফুয়েল ট্যাঙ্ক এর সৌন্দর্য ও এগ্রেসিভনেস কে বেশ ভাল ভাবেই তুলে ধরেছে । সিট হচ্ছে স্প্লিট সিট এবং এর কাভারের ডিজাইন ও এই সেগমেন্টে অন্য কারও নেই ।

scrambler motorcycles in bangladesh

চামড়ার তৈরি সিট এতে রাইড কারার সময় এই রাজকীয় অনুভূতি দেয় । মোটরসাইকেলটির টেললাইট অন্য সকল মোটরসাইকেল থেকে ভিন্ন, এছাড়া টেল লাইটের সাথেই দেয়া হয়েছে গ্রেব রেইল, মাড গার্ড ও মোটা এক্সহস্ট । ফ্রন্টে বা সামনের দিকে ইনভার্ট সাসপেনশন দেয়া হয়েছে যেটা পুরোপুরি নতুন ধরনের স্টাইল স্ক্র্যাম্বালারের জন্য । প্রযুক্তি ও আধুনিকতার সংমিশ্রন বাইকটিকে আরও রাজকীয় স্টাইল দিয়েছে ।

fkm scrambler price in bangladesh

FKM Street Scrambler 165SX - ইঞ্জিন

এই মোটরসাইকেলটি ১৬৫সিসি সেগমেন্টের । এতে ব্যবহার করা হয়েছে, ১৬৪সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, এয়ারকুল্ড ইঞ্জিন । ইঞ্জিনটিতে Electronic Fuel Injection System (EFI) ফুয়েল সিস্টেম ব্যবহার করা হয়েছে । ইঞ্জিন থেকে 15 BHP এবং 14.5 Nm টর্ক উৎপন্ন করে থাকে । এর সাথে আরও যুক্ত করা হয়েছে ৬ স্পিড গিয়ার বক্স । মোটরসাইকেলটিতে দেয়া হয়েছে সিঙ্গেল ব্যারেল এক্সহস্ট, ইগনিশন সিস্টেমটি হচ্ছে ইলেক্ট্রিক এবং ইঞ্জিন হচ্ছে CDI ।

scrambler in bangladesh

FKM Street Scrambler 165SX - ফিচার্স

যদিও মোটরসাইকেলটি ক্লাসিক স্ক্র্যাম্বলারের মতই, তবে এর সাথে নতুন ও আধুনিকত্ব যুক্ত হওয়াতে এটি আরও নান্দনিক হয়ে উঠেছে । সামনের দিকে দেয়া হয়েছে ইনভার্ট ফ্রন্ট সাসপেনশন এবং রেয়ার বা পিছনে দেয়া হয়েছে মনোশক সাসপেনশন । এছাড়া হুইল গুলো হচ্ছে স্পোক হুইল এবং টায়ার হচ্ছে টিউবলেস টায়ার । সামনের টায়ার হচ্ছে ১১০ সেকশন এবং পিছনের টায়ার হচ্ছে ১৪০ সেকশন । টায়ার গুলো ডিপ ডুয়েল ডিজাইন করা হয়েছে যাতে করে স্ক্র্যাম্বলারের বৈশিষ্ট্য বজায় থাকে ।

fkm

 বাইকটিতে সামনে এবং পেছনে দুটো জায়গাতেই দেয়ায হয়েছে ডিস্ক ব্রেক । এছাড়া ব্রেকের সাথে যুক্ত করা হয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম । এর মানে দাড়াচ্ছে আপনি একটি ব্রেকে চাপ প্রয়োগ করলে দুটি ব্রেকেই সেটা কার্যকর হবে, যার কারনে এখন ব্রেকিং আরও ভাল হবে । মোটরসাইকেলটি ওজনে ১৪০ কেজি এবং ফুয়েল ট্যাঙ্কে প্রায় ১২ লিটার তেল নেয়া যায় । এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০মিমি, যার কারনে আপনি সব জায়গাতে যেকোন সময় ঝামেলা ছাড়াই রাইড করতে পারবেন ।

fkm scrambler 165 in bd

 FKM Street Scrambler 165 SX হচ্ছে বাংলাদেশের বর্তমানে পাওয়া যাচ্ছে এমন একটি স্ক্র্যাম্বলার । এর ক্লাসিক এবং আধুনিক প্রযুক্তির সংমিশ্রনে বাইকটিতে এসেছে এক নতুন ধরনের রাজকীয় ভাব । এখন দেখার বিষয় হচ্ছে মোটরসাইকেলটি এর রাজকীয়তা এবং এর ক্লাসিক দিকটি কতটা তুলে ধরতে পারে ।