শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে FKM Motorcycles

This page was last updated on 14-Jan-2025 04:40pm , By Saleh Bangla

স্পিডোজ লিমিটেড খুব শীঘ্রই FKM Motorcycle লঞ্চ করতে যাচ্ছে । তারা ৫ম ঢাকা বাইক শোতে মোটরসাইকেল গুলো প্রদর্শনের কথা বলেছিল । তবে কাস্টমস সংক্রান্ত কিছু জটিলতার কারনে নিয়ে সেটি তারা করতে পারেনি । তারা বাংলাদেশে  তিনটি নতুন মোটরসাইকেল আনতে যাচ্ছে এবং আমরা আশা করছি এই বছরের মে জুনে বাইক গুলো বাংলাদেশে এভেইলেবল হবে । 

fkm street fighter

Also Read: FKM bike price in BD

FKM Street Fighter FKM Street Fighter একটি নেকেড মোটরসাইকেল যা ১৬৫ সিসি এয়ার কুলিং ইঞ্জিন রয়েছে । ইঞ্জিনটিতে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন থাকবে যার মাধ্যমে ফুয়েল  ট্যাঙ্ক থেকে ইঞ্জিনে ফুয়েল যাবে। ইঞ্জিনটি থেকে প্রায় ১৫ বিএইচপি @ 8000 RPM এবং ১৪.৫ এনএম টর্ক @ 7500 RPM পাওয়ার তৈরি করবে । অন্যান্য ফিচার্স এর মধ্যে মোটরসাইকেলটিতে একটি LED হেডলাইট রয়েছে যা কিনা বাইকটিকে সামনের দিক থেকে একটি আকর্ষণীয় লুকস দিয়েছে । এতে আরও রয়েছে LED টেল-লাইট । 

fkm street fighter in bangladesh

সামনে চাকার ১১০ সেকশন টায়ার রয়েছে এবং পিছনের দিকে রয়েছে ১৪০ সেকশন টায়ার । টায়ার গুলো টিউবলেস টায়ার । উভয় চাকার উপর ডিস্ক ব্রেক আছে । এছাড়াও ডিসপ্লেতে দেখানো মডেলের সিবিএস নেই তবে বিক্রির জন্য যেসব বাইক নিয়ে আসা হবে সেগুলোতে সিবিএস ব্রেকিং থাকবে । তারা ফ্রন্টের দিকে আপসাইড ডাউন সাসপেনশন দিয়েছে এবং রেয়ার এর দিকে রয়েছে একটি মনো- শক সাসপেনশন । পুরো বাইকের ওজন ১৪০ কেজি এবং এর ১৮০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স । 

fkm street fighter price in bangladesh 2019

এতে বিভিন্ন সুইচ গিয়ার্স নকশা সঙ্গে একটি সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার দেয়া হয়েছে । এর এক্সহস্ট হচ্ছে টুইন ব্যারেল এক্সহস্ট, স্প্লীট সিট এবং এক্সটেন্ডডেট ফুয়েল ট্যাংক । বাইকটি তিনটি রং, লাল, নীল ও হলুদ পাওয়া যাবে। এর মূল্য ২,০০,০০০ - ২,১০,০০০ কাছাকাছি হতে পারে বলে আশা করা হচ্ছে।

Also Read: Best FKM Bike In Bangladesh At A Glance

FKM Street Scrambler FKM Street Fighter মোটরসাইকেলের মত এই বাইকটিরও একই ইঞ্জিন এবং চ্যাসিস গুলো রয়েছে তবে এর লুক FKM Street Fighter মত এগ্রেসিভ না বরং কিছুটা স্ক্রামব্লারের মতো । এছাড়াও স্ক্রামব্লারের মতো একই ব্রেকিং সিস্টেম রয়েছে কিন্তু টায়ারগুলিতে অ্যালায় হুইলের পরিবর্তে রয়েছে গ্রিপ এবং স্পোক হুইল। 

fkm motorcycles

Scrambler এর হেডলাইট বৃত্তাকার। আমরা উভয় বাইকের ইঞ্জিনের শব্দ শুনেছি যেখানে স্ট্রিটফাইটার শব্দ তুলনামুলক ভাবে হালকা যেখানে স্ক্রামব্লারের শব্দ বেশ হাই । এই বাইকটির মূল্য প্রায় ২২০,০০০ - ২৩০,০০০ টাকা বলে আশা করা হচ্ছে। FKM Mini Scrambler এটি একটি পকেট মোটরসাইকেল যাতে ১৫০সিসি ইঞ্জিন রয়েছে যা থেকে ১১ বিএইচপি এবং ১১ এনএম টর্ক উৎপন্ন করবে। এতে EFI ইঞ্জিন রয়েছে । সামগ্রিকভাবে এই বাইকটি Street Scrambler একটি ছোট সংস্করণ । স্পিডোজ লিমিটেডের প্রত্যাশিত মূল্য প্রকাশ করা হয়নি তবে শীঘ্রই তারা তা প্রকাশ করবে। 

fkm mini scrambler in bangladesh 2019

Also Read: FKM Motorcycles Are Coming Soon At Dhaka Bike Show 2019!

FKM মোটরসাইকেল একটি নতুন মোটরসাইকেল কোম্পানি যা অন্য চীনা মোটরসাইকেল ব্র্যান্ডের সাথে প্রতিদ্ধন্দীতা করবে। মোটরসাইকেলটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে আসার পরে আমরা শীঘ্রই এই মোটরসাইকেলটির টেস্ট রাইড করবো।