CBR Riderz of BD: Meet & Greet - সিবিআর রাইডার্স গেট টুগেদার। বাইকবিডি
This page was last updated on 15-Jul-2024 10:58am , By Ashik Mahmud Bangla
গত ২৫.১০.১৯ তারিখে পূর্বাচলের 'সী শেল পার্ক' এ হয়ে গেলে CBR Riderz of BD এর আয়োজনে বাংলাদেশের এযাবৎ কালের CBR Rider দের সবচেয়ে বড় মিলনমেলা । 'Meet & Greet : CBR Riderz of BD' এই নামে এই অনুষ্ঠানের স্পন্সর ছিল MJL Bangladesh Ltd (Mobil) ।
এই গেটটুগেদারটি শুধুমাত্র CBR Owner দের জন্যই সীমাবদ্ধ ছিল, যেখানে পূর্বের রেজিস্ট্রেশন এর মাধ্যমে রাইডাররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগত রাইডারদের স্পেশাল টি শার্ট এবং তিন ধরনের স্টিকার প্রদাণ করা হয়।খারাপ আবহাওয়ার মধ্যেও রাইডাররা পূর্বনির্ধারিত মিটিং পয়েন্ট 'এরাবিয়ান বিবিকিউ' এর সামনে মিলিত হন যেখান থেকে আয়োজক দলের দুইজন উনাদেরকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন।
অনুষ্ঠানস্থলে আসার পরে নির্ধারিত স্থানে বাইকগুলো পার্কিং করা হয় একটি সুন্দর ফটোশ্যুটের জন্য। সিংগেল হেডলাইট সিবিয়ার গুলো একপাশে এবং ডাবল হেডলাইট সিবিয়ার গুলো আরেকপাশে রাখা হয় ফটোগ্রাফির সৌন্দর্যের খাতিরে। নির্ধারিত বুথ থেকে আগত রাইডাররা টি শার্ট ও স্টিকার সংগ্রহ করেন।
গ্রুপ ফটো তোলার জন্য রাইডাররা অনুষ্ঠানস্থলেই নির্দিষ্ট টি শার্ট পরে ফেলেন। বাইক পার্কিং, টি শার্ট গ্রহণ এবং পরিধান - সকল কাজের মধ্যেই ব্যাপক শৃঙ্খলা দেখা যায়। অনুষ্ঠানটি সুন্দর করার ব্যাপারে আগত সকলেই যথেষ্ট আন্তরিক ও উদ্যোগী ছিলেন। অনুষ্ঠানে রেজিষ্ট্রেশন করেছিলেন ১২০ জন সিবিয়ার ওনার। সিবিয়ার ছাড়া অন্য কোন বাইক এবং বিশেষ বিবেচনা ব্যতীত কোন প্রকার পিলিওন সেখানে অনুমোদিত ছিল না ।
১০০+ Honda CBR 150R মোটর সাইকেল নিয়ে বাংলাদেশে এযাবতকালের সবচেয়ে বড় 'CBR Photography' করা হয় অনুষ্ঠানস্থলে। ফটো, ভিডিও ও ড্রোণ শটের পরে ছিল মাগরিবের নামাজের বিরতি। নামাজের বিরতির পরে সংলগ্ন রেস্টুরেন্টে একটি ছোটখাটো প্রজেন্টেশন দেওয়া হয় Mobil এর মোটরসাইকেল ইঞ্জিন অয়েল এর উপরে। প্রেজেন্টেশনের বর্ণনা দেন MJL Bangladesh Ltd (MJLBL) এর ম্যানেজার - তসলিম আহমেদ, যিনি একজন সিবিয়ার রাইডারও।
সাধারণত সিবিয়ার রাইডাররা বেশিরভাগই সিন্থেটিক ইঞ্জিন ওয়েল ব্যবহার করেন। সেটা বিবেচনায় রেখে প্রেজেন্টেশনে Mobil 1 Racing 4T 10W40 এর উপরে বিশেষ আলোকপাত করা হয়, যেটি একটি ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল এবং হোন্ডা সিবিয়ার এ বহুল ব্যবহৃত। এছাড়া নতুন দুটি মোটরসাইকেল ইঞ্জিন অয়েল Mobil Super Moto 10W30 এবং 20W40 এর সাথেও আগত রাইডার অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বাইকাররা যেন নিরাপদে ও নিয়ন্ত্রিত গতিতে বাইক চালায় এবং সকল প্রকার ট্রাফিক আইন মেনে চলে সে ব্যাপারে অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
Mobil প্রোডাক্টের 'সিকিউরিটি সিল' এর ব্যাপারে বর্ণনা দেন MJLBL এর ডিজিএম - হেড অফ মার্কেটিং - জনাব মো. আহসান কবির। এই সিকিউরিটি সিল বাইকারদের আসল ও নকল Mobil প্রোডাক্ট চিনতে বিশেষ উপকারী হবে।আগত বাইকারদের MJLBL এর পক্ষ থেকে ধন্যবাদ দেন ডিজিএম - সেলস এন্ড মার্কেটিং - জনাব মো. শাহীন আলম।
ভবিষ্যতে MJLBL থেকে অন্যান্য বাইকারদের নিয়েও এরকম আরো অনুষ্ঠানে স্পন্সরের হাত বাড়ানো হবে বলে জানান কোম্পানির হাই অফিসিয়াল ব্যক্তিবর্গ। বাইকারদের সুবিধার্থে অনুষ্ঠানস্থলের পাশেই Mobil এর মোটর সাইকেল ইঞ্জিন ওয়েলের প্রদর্শনী এবং বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়। উক্ত প্রেজেন্টেশনের পরে জনপ্রিয় দুই বাইকার ভাই মরহুম মেহেদী জেনিন ভাই এবং মরহুম আহসান হাবীব ভাই এর রূহের মাগফিরাত কামনা করে একটি ছোট দোয়ার আয়োজন করা হয়।
এর পরে রাতের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। CBR Riderz of BD এর উদ্যোক্তা এবং এই Meet & Greet অনুষ্ঠানের প্রধান আয়োজক তসলিম আহমেদ মুরাদ (CBR Rider Murad) Bike BD কে জানান যে 'CBR Riderz of BD কোন বাইকিং গ্রুপ নয়, এটি শুধুমাত্র বাংলাদেশের সকল সিবিয়ার ওনার ও রাইডারদের জন্য একটি কমন প্লাটফর্ম।
তিনি আরো বলেন যে আমাদের পাশের দেশ ভারত সহ আরো অনেক দেশেই নির্দিষ্ট মডেলের মোটরসাইকেল কেন্দ্রিক এরকম Dedicated প্লাটফর্ম আছে, সুতরাং বাংলাদেশে কেন নয়? এর মাধ্যমে সিবিয়ার রাইডাররা নিজেদের অভিজ্ঞতা ও সমস্যা শেয়ার করতে পারবেন, নিজেদের মধ্যে ভাতৃত্ব ও পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারবেন।
এতে বাংলাদেশের সকল সিবিয়ার রাইডারদের Riding Skill ও Experience এর গুণগত মানের উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এবারের অনুষ্ঠানের আয়োজক দলে ছিলেন সিবিয়ার রাইডার মুরাদ, অমিত হুসেন, ফাহাদ হাসান, হাসিবুল হক, ইব্রাহিম সিড, মামুন রানা, মামুনুর রশিদ, মো. কবির, পার্থ চৌধুরী, আর এম রিমন, শাহারিয়ার এইচ. শুভ, শাকিল সওদাগর, বর্ষণ শিবলী, জহিরুল ইসলাম সোহান সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে ভাবে সম্পন্ন করার জন্য আগত সকল সিবিয়ার রাইডারদের সহযোগিতা মূলক মনোভাব ও আন্তরিকতাকে উনারা সাধুবাদ জানান এবং ভবিষ্যতে সিবিয়ার রাইডারদের নিয়ে এধরনের আরো অনুষ্ঠান আয়োজন করা হবে বলে উনারা আশাবাদ ব্যক্ত করেন।