Yamaha R15M এবং Yamaha R15 V4 লঞ্চ হল ইন্ডিয়াতে!
ইয়ামাহা ইন্ডিয়া সম্প্রতি লঞ্চ করেছে Yamaha R15M এবং Yamaha R15 V4। বেশ কিছু দিন ধরে বাইক দুটি নিয়ে প্রচুড় আলোচনা হচ্ছিল। কবে লঞ্চ হবে সেটা নিয়েও বেশ কানা ঘুষা চলছিল। শেষ পর্যন্ত ভার্চুয়াল লঞ্চিং এর মাধ্যমে বাইক দুটি লঞ্চ করা হয়েছে।
S
22-Sep-2021