Caberg Helmets - অফিশিয়ালি এখন বাংলাদেশে । বাইকবিডি
This page was last updated on 15-Jul-2024 05:50am , By Ashik Mahmud Bangla
Caberg Helmets ইটালির অন্যতম পুরাতন এবং জনপ্রিয় হেলমেট ব্র্যান্ড । এই হেলমেট ব্র্যান্ডটি AGV, HJC, Shark, ইত্যাদি এর মত প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট ব্র্যান্ড । সম্প্রতি বাংলাদেশে Caberg Helmets অফিশিয়ালি লঞ্চ হয়েছে ।
Caberg Helmets
১৯৭৪ সালে উত্তর ইটালির বার্গমো শহরে কাবার্গ হেলমেট তাদের যাত্রা শুরু করে । কাবার্গ এর নাম হচ্ছে ক্যাসি ডি কাবার্গ, যা মানে বের করলে দাঁড়ায় বার্গমোর ইটালিয়ান হেলমেট । লঞ্চিং এর পর থেকে ই ব্র্যান্ডটি তাদের নিজস্ব স্বকীয়তা এবং দেশের প্রতি আনুগত্য ধরে রেখেছে । তবে সবচেয়ে ভাল দিক হচ্ছে হেলমেট গুলো এখনও ইটালির বার্গমো শহরে নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে এবং সেফটি ও প্রিমিয়াম এর দিক থেকে এখনও ইতালি এর সেই হাতের স্পর্শ ধরে রেখেছে ।
এই হেলমেট ব্র্যান্ডের সবচেয়ে বড় সুবিধাজন দিক হচ্ছ, যেখানে অন্যান্য ব্র্যান্ডের হেলমেট কোম্পানি তাদের হেলমেট তৈরিতে আউটসোর্সিং করে থাকে । যাতে কোয়ালিটির সেভাবে ধরে রাখা কঠিন হয়ে পরে । কিন্তু কাবার্গ এখনও তাদের নিজস্ব ফ্যাক্টিরিতে সব কিছু তৈরি করে থাকে । তাদের R&D, ম্যানুফ্যাকচার, টেস্টিং - সব কিছুই হয়ে থাকে একই ছাদের নিচে । এই পন্থা তাদের সাহায্য করে থাকে তাদের কোয়ালিটি কন্ট্রোল এবং সবার সাথে সঠিক কমিউনিকেশন সমান ভাবে হতে পারে সেজন্য ।
যদিও কাবার্গ তাদের স্বকীয়তা ধরে রেখেছে । তবুও তারা তাদের হেলমেটের অনেক ডেভলমেন্ট এবং পরিবর্তন নিয়ে এসেছে । তারাই প্রথম নিয়ে এসেছে ফ্লিপার মডিউলার হেলমেটসহ অনেক ধরনের হেলমেট । তারা হেলমেট তৈরিতে অনেক নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটিয়েছে এবং সেটিকে তারা তাদের হ্যান্ডমেইড প্রযুক্তির সাথে যুক্ত করেছে । বর্তমানে কাবার্গ ৫৭টি দেশে পাওয়া যাচ্ছে, এখন বাংলাদেশেও অফিশিয়ালি কাবার্গ লঞ্চ হয়েছে । খুব শীঘ্রই এটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে ।
Also Read: KYT Helmets in Bangladesh
Caberg Helmets in Bangladesh
T.M Corporation হচ্ছে বাংলাদেশে কাবার্গ হেলমেটের একমাত্র পরিবেশক । তারা বর্তমানে তিনটি মডেলের হেলমেট বাংলাদেশে নিয়ে এসেছে, তাদের মধ্যে দুটি হেলমেট ফুল-ফেস হেলমেট এবং অন্যটি হচ্ছে ফ্লিপ আপ মডিউলার হেলমেট । সব গুলো মডেলের হেলমেট হচ্ছে ECE 22.05 এপ্রুভড এবং তিনটির মধ্যে দুটি হেলমেট হচ্ছে শার্প রেটিং করা । সব গুলো হেলমেটের লিনিং এবং প্যাড করা হয়েছে হাতে এবং অনেক আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে । হেলমেট গুলো বর্তমানে Motomate BD, IgniteBangladesh এবং AutoplexBD এই তিনটি শপে পাওয়া যাবে ।
Caberg Jackal
Caberg Jackal হচ্ছে একটি এন্ট্রি লেভেলের হেলমেট, যা একটি সাধারন দামের মধ্যে আপনাকে পুরোপুরি সন্তুষ্ঠ করে এর কম্ফোর্ট এবং ফিচার্স দিয়ে । এই হেলমেটটিতে দেয়া হয়েছে LG CHEM HI-IMPACT ABS শেল । হেলমেটিতে দুটি ভাইজর দেয়া হয়েছে - একটি হচ্ছে সান ভাইজর যেটি ভিতরে থাকে এবং অপরটি হচ্ছে বাইরের দিকে এন্টি স্ক্র্যাচ ভাইজর । এছাড়া ভাইজর এ একটি এন্টিফগ পিনলক ভাইজরের সিস্টেম রাখা হয়েছে ।
এয়ার ভেন্ট গুলো সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাতাস সঠিক ভাবে প্রবাহিত হতে পারে এবং এতে দেয়া হয়েছে বৃষ্টি থেকে বাচার জন্য রেইন প্রোটেকশন রিমস । হেলমেটের লিনিয়ার এবং প্যাডিং খুব সহজেই খোলা যায় এবং ধৌত করা যায় । এছাড়া নাকের কাছে যে সিল্ড রয়েছে তা রিমুভ করা যায় । হেলমেটটি ECE এপ্রুভড এবং সেফটির দিক থেকে অনেক বেশি কার্যকর । হেলমেটটি তিনটি কালারে পাওয়া যাবে । এই হেলমেটটির মুল্য ধরা হয়েছে ১৫,৯৯০/- টাকা । T.M Corporation এই হেলমেটের প্রত্যেকটির সাথে দিচ্ছে Pinlock-70 ভাইজর, যা দেবে সর্বোচ্চ সেফটির নিশ্চয়তা ।
Caberg Duke II
Caberg Duke II হচ্ছে ফ্লিপ আপ মডিউলার হেলমেট, যা এর আগের ভার্সন থেকে আপডেট করা হয়েছে । হেলমেটটি ECE এপ্রুভড এবং শার্প রেটিং হচ্ছে ৫, যা এক্ষেত্রে সর্বোচ্চ রেটিং । এই হেলমেটটিতে দেয়া হয়েছে Hi-impact ABS shell এবং micrometric buckles এর সাথে কুইক রিলিজ ভাইজর । এই হেলমেটটিও দুটি ভাইজর দেয়া হয়েছে - একটি সান প্রোটেকশন এর জন্য অপরটি হচ্ছে এন্টি স্ক্র্যাচ পিন লক ভাইজর ।
এই হেলমেটের লিনিয়ার ও প্যাডিংও একই ধরনের, খুব সহজেই খোলা যায় এবং ধৌত করা যায় । এছাড়া বৃষ্টি থেকে বাচার জন্য দেয়া হয়েছে রিম । এই হেলমেটের মুল্য ধরা হয়েছে ১৮,৯৯০/- টাকা ।
Caberg Drift Evo
পুরো বিশ্ব জুড়ে কাবার্গ এর Caberg Drift Evo হেলমেটটি অনেক বেশি জনপ্রিয় । এই হেলমেটটি অনেক রেসে ব্যবহার করা হয়ে থাকে । এছাড়া বড় বা মাঝারি ধরনের দুর্ঘটনাতে থেকে মাথা কে ভাল ভাবে রক্ষা করে থাকে । তাই এই হেলমেট এর কোয়ালিটি নিয়ে কোন ধরনের সন্দেহের অবকাশ নেই । এই হেলমেটটিও ECE এপ্রুভড এবং ৩ স্টার শার্প রেটিং ।
Caberg Drift Evo তৈরি করা হয়েছে কম্পোজিট ফাইবার সেল এবং দেয়া হয়েছে আধুনিক সব ফিচার্স, যা একটা ফ্ল্যাগশিপ হেলমেটে থাকা প্রয়োজন । হেলমেটটিতে দেয়া হয়েছে এন্টি স্ক্র্যাচ পিনলক সহ ভাইজর এবং ভিতরে দেয়া হয়েছে সান ভাইজর । মজার বিষয় হচ্ছে সান ভাইজরটি খুলে আপনি এটিকে প্রোফেশনাল ট্র্যাক রেসে ব্যবহার করতে পারবেন । এর ডিজাইন এরো ডায়নামিক হওয়ার কারনে পুরোপুরি সাপোর্ট পাওয়া যায় ।
হেলমেটি ডিজাইন করা হয়েছে ওজনে হালকা করে, এর সাথে দেয়া হয়েছে সহজেই খোলা যায় এবং ধৌত করা যায় এমন লিনিয়ার ও প্যাডিং দেয়া হয়েছে । অন্য দিকে এর এয়ার ভেন্ট ও সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে বাতাস প্রবাহিত হওয়ার জন্য । হেলমেটটিতে দেয়া হয়েছে ডাবল ডি-রিং বাকল সিস্টেম, রেইন প্রোক্টেশন রিমস । এই হেলমেটটি ৬টি রং এ পাওয়া যাবে । হেলমেটটির মুল্য ধরা হয়েছে ২৪,৯৯০/- টাকা ।
Frequently Asked Questions (FAQ)
কোথায় কাবার্গ হেলমেট তৈরি হয়?
- কাবার্গ হেলমেট তৈরি হয়, উত্তর ইতালির, বারগেমো শহরে । ১৯৭৪ সালে থেকে কাবার্গ হেলমেট তৈরি করা হচ্ছে, আর শুরু থেকে তারা একই জায়গায় হেলমেট তৈরি করা হচ্ছে ।
কাবার্গ হেলমেট এর দাম কত?
- কাবার্গ হেলমেট হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট । Caberg Jackal ১৫,৯৯০/- টাকা, Caberg Drift Evo ২৪,৯৯০/- টাকা এবং Caberg Duke II ১৮,৯৯০/- টাকা ।
কাবার্গ হেলমেট কি ভাল হবে?
- কাবার্গ এর সব গুলো হেলমেট ই হচ্ছে ECE এপ্রুভড এবং অনেক গুলো মডেলেই হচ্ছে শার্প রেটীং সমৃদ্ধ । কাবার্গ তাদের হেলমেট তৈরি তে অনেক ভাল মানের ফাইবার Composite Fibre, HI-IMPACT ABS, Carbon এই গুলো ব্যবহার করে থাকে ।
কেওয়াইটি এবং কাবার্গ - কোনটি ভাল হবে?
- কেওয়াইটি এবং কাবার্গ দুটো হেলমেট মডেলে ই ইটালিয়ান প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট । এছাড়া তারা সেফটির দিক থেকেও এপ্রুভড । উভয় ব্র্যান্ডের হেলমেট ই রেস ট্র্যাক এ ব্যবহার করা হয়ে থাকে ।
কাবার্গ হেলমেটের ওজন কত?
- Caberg Drift Evo এর ওজন হচ্ছে ১২৫০ গ্রাম এবং Caberg Jackal ১৪৫০ গ্রাম ।
ওয়ার্ল্ড ওয়াইড হেলমেট গুলো বাংলাদেশে আসতে শুরু করেছে, এর মানে দাড়াচ্ছে সবাই সেফটি নিয়ে অনেক বেশি ভাবছেন । আর হেলমেট এর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে । যারা প্রিমিয়াম হেলমেট ব্যবহার করতে চান কাবার্গ তাদের জন্য একটা ভাল অপশন হতে পারে । ধন্যবাদ ।